আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবসে শীতবস্ত্র ও হুইল চেয়ার বিতরণ

বেতাগী (বরগুনা) প্রতিনিধি
আপডেট : ০৩ ডিসেম্বর ২০২১, ১২: ২১
Thumbnail image

আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উপলক্ষে বরগুনার বেতাগী উপজেলার বুড়ামজুমদার ইউনিয়নে শীতবস্ত্র ও হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। আজ শুক্রবার উপজেলার দক্ষিণ করুনা বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের আয়োজনে এই কার্যক্রম অনুষ্ঠিত হয়। 

প্রতিবন্ধী দিবস উপলক্ষে সভারও আয়োজন করা হয়। সভায় বিদ্যালয়ের সভাপতি মঞ্জুর মাহমুদ হোসেনের সভাপতিত্বে বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সুহৃদ সালেহীন, জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা সঞ্জয়, বেতাগী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম পিন্টু, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহীনুর বেগম, বুড়ামজুমদার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ গোলাম রব প্রমুখ উপস্থিত ছিলেন। 

এ সময় অতিথিরা প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র ও খাদ্য সামগ্রী বিতরণ করেন। এ ছাড়া কয়েকজনকে হুইল চেয়ার দেওয়া হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত