Ajker Patrika

গৌরনদীতে দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের কোপে জখম যুবদল নেতা

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
আপডেট : ৩১ মার্চ ২০২৩, ১২: ৫৮
গৌরনদীতে দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের কোপে জখম যুবদল নেতা

বরিশালের গৌরনদীতে উপজেলা যুবদলের সদস্য মো. নাসরুল খলিফাকে (৪০) কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে নিজ বাড়ির পাশে কালানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। তিনি এখন শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
পরিবারের দাবি যুবলীগ কর্মীরা তাঁকে কুপিয়ে জখম করছেন। 

প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল রাত ১০টার দিকে বাড়ির পাশের কালানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে একটি চায়ের দোকানে বসে চা পান করছিলেন নাসরুল খলিফা। এ সময় পাঁচ-ছয়জন দুর্বৃত্ত ধারালো অস্ত্র নিয়ে তাঁর ওপর হামলা চালায় এবং এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। 

নাসরুল খলিফার বড় ভাই ও গৌরনদী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. শামীম খলিফা (৪৫) অভিযোগ করে বলেন, ‘আমার ছোট ভাই নামাজ পড়ে বাড়ির পাশে মানিকের দোকানে চা পান করছিল। এ সময় স্থানীয় যুবলীগের কর্মী টুকু মল্লিক (৪৫), আলী আসগর খোন্দকার (৩২) ও সোহেল মল্লিকের (৩৪) নেতৃত্বে পাঁচ-ছয়জন রামদা, চাপাতি দিয়ে হত্যার জন্য নাসরুলের ওপর হামলা চালায় এবং কুপিয়ে জখম করে। এ ঘটনা দোকানে থাকা সবাই দেখল, কিন্তু ভয়ে তাকে রক্ষায় কেউ এগিয়ে আসেনি।’ 

এই অভিযোগের ব্যাপারে জানতে মোবাইল ফোনে নলচিড়া ইউনিয়ন যুবলীগের সদস্য টুকু মল্লিক, আলী আসগর খোন্দকার ও সোহেল মল্লিককে কল করা হয়। কিন্তু তাঁদের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। 

এ নিয়ে জানতে চাইলে গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফজাল হোসেন বলেন, ‘এখনো কেউ এ নিয়ে অভিযোগ করেননি। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হাবিবুল্লাহ বাহার কলেজের উপাধ্যক্ষকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা

এনসিটিবিতে দুর্নীতির অভিযোগে এনসিপি নেতা তানভীরের নাম, সোশ্যাল মিডিয়া তোলপাড়

‘হেলিকপ্টারে শেখ হাসিনা পালিয়েছে, আমি ফিরেছি’

ধর্ষণ ও তিন খুনের আসামি ঘুরে বেড়াচ্ছে, ভয়ে বাদী

আটকের ভয়ে সকাল থেকে উপজেলা পরিষদে ইউপি চেয়ারম্যান, বিকেলে বেরিয়ে আটক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত