৯ দফা দাবিতে বরিশালে জেলেদের বিক্ষোভ 

নিজস্ব প্রতিবেদক,বরিশাল
প্রকাশ : ২১ মার্চ ২০২৩, ১৭: ৪৫

বরিশালে ৯ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন জেলেরা। আজ মঙ্গলবার বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতি বরিশাল শাখার উদ্যোগে নগরের অশ্বিনী কুমার হলের সামনে এই কর্মসূচি পালন করা হয়।

দাবিগুলোর মধ্যে রয়েছে প্রান্তিক জেলেদের মধ্যে খাদ্যসহায়তা বিতরণে অনিয়ম বন্ধ, অভিযানের নামে ক্ষুদ্র জেলেদের জাল ও নৌকা জব্দ না করা এবং ভারতের কারাগারে আটক ১৮ জেলেকে দ্রুত দেশে ফিরিয়ে আনা। 

সংগঠনের জেলা শাখার সভাপতি শাজাহান হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে অন্যদের মধ্যে বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি ইসরাইল পন্ডিত ও সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন সিকদার।

সমাবেশে ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির কেন্দ্রীয় সভাপতি ইসরাইল পন্ডিত বলেন, আমরা এদেশের দরিদ্র মৎস্যজীবী ও ট্রলার শ্রমিকেরা দেশের মানুষের আমিষের চাহিদা পূরণের জন্য বিভিন্ন প্রতিকূলতার মধ্যে সাগর ও নদীতে মাছ ধরি। অথচ জেলেদের নানাভাবে হয়রানি করা হচ্ছে। এতে মানবেতর জীবন-যাপন করতে হচ্ছে জেলেদের। নিষেধাজ্ঞার সময় সরকারি যে খাদ্যসহায়তা দেওয়া হয় তা অপ্রতুল। সেই সহায়তা নিবন্ধিত অর্ধেক জেলেও ঠিকমত পান না। সহায়তা বিতরণে নানা অনিয়ম হয়।

মানববন্ধন শেষে নগরে বিক্ষোভ মিছিল করেন ক্ষুদ্র মৎস্যজীবী জেলেরা। মিছিলটি নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ৯ দফা দাবি সম্বলিত একটি স্মারকলিপি জেলা প্রশাসকের কাছে হস্তান্তর করা হয়।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত