মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর মির্জাগঞ্জে নবম শ্রেণির এক ছাত্রী (১৪) নিখোঁজ হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে দিকে নিখোঁজ হয় সে। এ ঘটনায় পরিবারের পক্ষে থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।
নিখোঁজ ছাত্রীর পরিবার জানায়, গতকাল সকালে ক্লাস করার উদ্দেশে সে বাড়ি থেকে বের হয়। বেলা ৩টার পরও বাড়িতে না ফেরায় তার মা-বাবা বিদ্যালয়ে খোঁজ নিতে যান। শিক্ষকেরা জানান, সে ক্লাস শেষে প্রতিদিনের মতো বেরিয়ে যায়। কিন্তু আত্মীয়স্বজন ও প্রতিবেশীদের সঙ্গেও যোগাযোগ করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। পরে ওই রাতেই ছাত্রীর মা মির্জাগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
ছাত্রীর মা বলেন, ‘আমি প্রতিদিনই দুই ছেলে-মেয়েকে স্কুলে নিয়ে যাই। কিন্তু বৃহস্পতিবার জরুরি কাজ থাকায় আমি যেতে পারিনি। সে একাই স্কুলে যায় এবং এর পর থেকে আর বাড়ি ফেরেনি।’
বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, ‘বৃহস্পতিবার সে শ্রেণিকক্ষে ক্লাস করেছে। বেলা ১টায় স্কুল ছুটি দেওয়া হয়। বেলা ৩টার দিকে ওই ছাত্রীর মা ফোন করে জানান, সে বাড়ি ফেরেনি। এরপর আমরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেছি, তবে তার কোনো সন্ধান পাওয়া যায়নি।’
মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম আহমেদ বলেন, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। ওই ছাত্রীকে উদ্ধার করার সর্বোচ্চ চেষ্টা চলছে।
পটুয়াখালীর মির্জাগঞ্জে নবম শ্রেণির এক ছাত্রী (১৪) নিখোঁজ হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে দিকে নিখোঁজ হয় সে। এ ঘটনায় পরিবারের পক্ষে থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।
নিখোঁজ ছাত্রীর পরিবার জানায়, গতকাল সকালে ক্লাস করার উদ্দেশে সে বাড়ি থেকে বের হয়। বেলা ৩টার পরও বাড়িতে না ফেরায় তার মা-বাবা বিদ্যালয়ে খোঁজ নিতে যান। শিক্ষকেরা জানান, সে ক্লাস শেষে প্রতিদিনের মতো বেরিয়ে যায়। কিন্তু আত্মীয়স্বজন ও প্রতিবেশীদের সঙ্গেও যোগাযোগ করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। পরে ওই রাতেই ছাত্রীর মা মির্জাগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
ছাত্রীর মা বলেন, ‘আমি প্রতিদিনই দুই ছেলে-মেয়েকে স্কুলে নিয়ে যাই। কিন্তু বৃহস্পতিবার জরুরি কাজ থাকায় আমি যেতে পারিনি। সে একাই স্কুলে যায় এবং এর পর থেকে আর বাড়ি ফেরেনি।’
বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, ‘বৃহস্পতিবার সে শ্রেণিকক্ষে ক্লাস করেছে। বেলা ১টায় স্কুল ছুটি দেওয়া হয়। বেলা ৩টার দিকে ওই ছাত্রীর মা ফোন করে জানান, সে বাড়ি ফেরেনি। এরপর আমরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেছি, তবে তার কোনো সন্ধান পাওয়া যায়নি।’
মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম আহমেদ বলেন, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। ওই ছাত্রীকে উদ্ধার করার সর্বোচ্চ চেষ্টা চলছে।
সাতক্ষীরার তালা উপজেলার জাতপুর, আলাদীপুর ও পাঁচরোখী বিলে স্থায়ী জলাবদ্ধতার কারণে ১৭৫ হেক্টর জমিতে ইরি বোরো চাষে অনিশ্চয়তা দেখা দিয়েছে। তালার কপোতাক্ষ নদ ও খুলনার ডুমুরিয়া উপজেলার ভদ্রা নদীর সঙ্গে এসব বিলের সংযোগ খাল দীর্ঘদিন খনন না হওয়ায় এ জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে বিলের জমির মালিক ও দরিদ্র কৃষকে
১৮ মিনিট আগেনদী দখলের নতুন চিত্র ধরা পড়ল কুমিল্লার হোমনায়। এ উপজেলা দিয়ে প্রবাহিত তিতাস নদের দুই পাশে কয়েক শ অবৈধ বাঁশের ঘের দেওয়া হয়েছে। এসব ঘের থেকে নির্বিচারে রেণুসহ বিভিন্ন মাছ শিকার করা হচ্ছে। এতে ব্যাহত হচ্ছে নদের স্বাভাবিক স্রোতোধারা। এ কারণে নদটি কোথাও কোথাও মরা খালে পরিণত হয়েছে। দীর্ঘদিন নির্বিচারে মাছ
২১ মিনিট আগেভবনটির নকশায় ১০ তলার অনুমোদন ছিল। কিন্তু গত ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর সুউচ্চ ভবনটি নকশাবহির্ভূতভাবে ১১ তলা করা হয়েছে। বরিশাল মহানগরের শীতলাখোলার ভবনটিই শুধু নয়, অভিযোগ রয়েছে, মহানগরের প্রায় এক ডজন ভবন এভাবে নকশাবহির্ভূতভাবে বর্ধিত করা হয়েছে।
২২ মিনিট আগেরাজধানীর গুলশানে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) জনসংযোগ কর্মকর্তা মকবুল হোসাইনকে ছুরিকাঘাত করা হয়েছে। গুরুতর অবস্থায় তাঁকে গুলশানের ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়েছে। হাসপাতালের জরুরি বিভাগে তিনি চিকিৎসাধীন।
৮ ঘণ্টা আগে