ঝালকাঠি প্রতিনিধি
পর্যটকে মুখর হয়ে উঠেছে ঝালকাঠিতে ভাসমান পেয়ারার হাট। পদ্মা সেতু চালু হওয়ায় বিগত বছরগুলোর তুলনায় এ বছর পেয়ারার দাম বেশি পেলেও দাবদাহ ও অনাবৃষ্টির কারণে ফলন কম হওয়ায় হতাশ কৃষকেরা।
সরেজমিনে ঘুরে দেখা গেছে, ঝালকাঠি, বানারীপাড়া ও স্বরূপকাঠি উপজেলার ৫৫ গ্রামের পেয়ারাবাগান ঘিরে ভাসমান পেয়ারার হাট পর্যটকে মুখর হয়ে উঠেছে।
ঘুরতে আসা আশিক, তুহিন ও রাসেল জানান, পদ্মা সেতুর কারণে দ্রুততম সময়ে দেশ-বিদেশের ভ্রমণপিয়াসিরা এ হাটে এসে হইহুল্লোড়ে মেতে উঠেছেন। পর্যটকদের আকৃষ্ট করতে গড়ে উঠেছে পার্ক, খাবার দোকানসহ বিভিন্ন ক্ষুদ্র ব্যবসাপ্রতিষ্ঠান।
এই এলাকার হাজার হাজার মানুষের কাছে পেয়ারা অর্থনৈতিক স্বাচ্ছন্দ্য ও জীবিকার অবলম্বন।
চাষি ভবেন হালদার, নিশিত হালদার, বিধান রায় জানান, আষাঢ়-শ্রাবণের ভরা বর্ষায় এসব এলাকার নদী-খালজুড়ে থাকে পেয়ারার সমারোহ। পদ্মা সেতুর কারণে পেয়ারার বাজার ভালো হলেও বৃষ্টি না হওয়ায় ও দাবদাহে পেয়ারার ফলন কম হয়েছে। এতে চাষিরা খরচও তুলতে পারবেন না বলে হতাশা প্রকাশ করেছেন।
কৃষি বিভাগের তথ্যমতে, ঝালকাঠি সদর উপজেলার ১৩ গ্রামে ৩৫০ হেক্টর জমিতে, বরিশাল জেলার বানারীপাড়া উপজেলার ১৬ গ্রামে ৯৩৭ হেক্টর, পিরোজপুর জেলার স্বরূপকাঠি উপজেলার ২৬ গ্রামের ৬৪৫ হেক্টর জমিতে পেয়ারার চাষ হয়।
চাষিরা জানান, আবহাওয়ার বিরূপ প্রভাবে অর্ধেকের কম ফলন হয়েছে। পেয়ারাগাছে যে পরিমাণ ফুল এসেছিল, এ বছর বৃষ্টি না হওয়ায় তা অনেকটা ঝরে গেছে। গাছ পুড়ে গেছে এমন মনে হয়। পেয়ারার বাজার ভালো হলেও লাভবান হতে পারবেন না বলে জানান চাষিরা।
এদিকে দেশ-বিদেশের বিভিন্ন স্থানের প্রকৃতিপ্রেমীরা প্রাকৃতিক নৈসর্গ উপভোগ করার জন্য ভিড় জমাচ্ছেন পেয়ারার রাজ্যে।
ঝালকাঠি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপপরিচালক মো. মনিরুল ইসলাম জানান, দাবদাহ ও অনাবৃষ্টির কারণে পেয়ারার ফলন কম হলেও পদ্মা সেতুর কারণে দাম অনেক বেশি পাচ্ছেন। এতে ক্ষতি পুষিয়ে উঠতে পারবেন। এ বছর হেক্টরপ্রতি সাড়ে ১১ থেকে ১২ টন পেয়ারার ফলন হয়েছে।
পর্যটকে মুখর হয়ে উঠেছে ঝালকাঠিতে ভাসমান পেয়ারার হাট। পদ্মা সেতু চালু হওয়ায় বিগত বছরগুলোর তুলনায় এ বছর পেয়ারার দাম বেশি পেলেও দাবদাহ ও অনাবৃষ্টির কারণে ফলন কম হওয়ায় হতাশ কৃষকেরা।
সরেজমিনে ঘুরে দেখা গেছে, ঝালকাঠি, বানারীপাড়া ও স্বরূপকাঠি উপজেলার ৫৫ গ্রামের পেয়ারাবাগান ঘিরে ভাসমান পেয়ারার হাট পর্যটকে মুখর হয়ে উঠেছে।
ঘুরতে আসা আশিক, তুহিন ও রাসেল জানান, পদ্মা সেতুর কারণে দ্রুততম সময়ে দেশ-বিদেশের ভ্রমণপিয়াসিরা এ হাটে এসে হইহুল্লোড়ে মেতে উঠেছেন। পর্যটকদের আকৃষ্ট করতে গড়ে উঠেছে পার্ক, খাবার দোকানসহ বিভিন্ন ক্ষুদ্র ব্যবসাপ্রতিষ্ঠান।
এই এলাকার হাজার হাজার মানুষের কাছে পেয়ারা অর্থনৈতিক স্বাচ্ছন্দ্য ও জীবিকার অবলম্বন।
চাষি ভবেন হালদার, নিশিত হালদার, বিধান রায় জানান, আষাঢ়-শ্রাবণের ভরা বর্ষায় এসব এলাকার নদী-খালজুড়ে থাকে পেয়ারার সমারোহ। পদ্মা সেতুর কারণে পেয়ারার বাজার ভালো হলেও বৃষ্টি না হওয়ায় ও দাবদাহে পেয়ারার ফলন কম হয়েছে। এতে চাষিরা খরচও তুলতে পারবেন না বলে হতাশা প্রকাশ করেছেন।
কৃষি বিভাগের তথ্যমতে, ঝালকাঠি সদর উপজেলার ১৩ গ্রামে ৩৫০ হেক্টর জমিতে, বরিশাল জেলার বানারীপাড়া উপজেলার ১৬ গ্রামে ৯৩৭ হেক্টর, পিরোজপুর জেলার স্বরূপকাঠি উপজেলার ২৬ গ্রামের ৬৪৫ হেক্টর জমিতে পেয়ারার চাষ হয়।
চাষিরা জানান, আবহাওয়ার বিরূপ প্রভাবে অর্ধেকের কম ফলন হয়েছে। পেয়ারাগাছে যে পরিমাণ ফুল এসেছিল, এ বছর বৃষ্টি না হওয়ায় তা অনেকটা ঝরে গেছে। গাছ পুড়ে গেছে এমন মনে হয়। পেয়ারার বাজার ভালো হলেও লাভবান হতে পারবেন না বলে জানান চাষিরা।
এদিকে দেশ-বিদেশের বিভিন্ন স্থানের প্রকৃতিপ্রেমীরা প্রাকৃতিক নৈসর্গ উপভোগ করার জন্য ভিড় জমাচ্ছেন পেয়ারার রাজ্যে।
ঝালকাঠি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপপরিচালক মো. মনিরুল ইসলাম জানান, দাবদাহ ও অনাবৃষ্টির কারণে পেয়ারার ফলন কম হলেও পদ্মা সেতুর কারণে দাম অনেক বেশি পাচ্ছেন। এতে ক্ষতি পুষিয়ে উঠতে পারবেন। এ বছর হেক্টরপ্রতি সাড়ে ১১ থেকে ১২ টন পেয়ারার ফলন হয়েছে।
নেত্রকোনার কেন্দুয়ায় প্রতিপক্ষের হামলায় হারুন মিয়া (২৬) নামের এক যুবক নিহত হয়েছেন। গতকাল শনিবার বিকেলে উপজেলার মাসকা ইউনিয়নের কান্দাপাড়া গ্রামে এই ঘটনা ঘটেছে। নিহত হারুন স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য রইছউদ্দিনের ছেলে।
৯ মিনিট আগেপদ্মা সেতু হয়ে ঢাকা-খুলনা রেলপথে পরীক্ষামূলক ট্রেনের ট্রায়েল শেষ হয়েছে। আজ রোববার ট্রেনটি ঢাকা থেকে ছেড়ে ঘণ্টায় ১০০ কিলোমিটার গতিতে খুলনা পৌঁছায় বেলা ১টা ১০ মিনিটে। পরীক্ষামূলক ট্রেনটির এটি তৃতীয় ট্রায়েল।
২১ মিনিট আগেবগুড়ায় আন্দোলনে নিহত রিপন ফকিরের মরদেহ আদালতের নির্দেশে তিন মাস ২০ দিন পর কবর থেকে উত্তোলন করে ময়নাতদন্ত করা হয়েছে। সুষ্ঠু তদন্ত শেষে মরদেহ পুনরায় দাফন করা হবে।
২৮ মিনিট আগে১৭ দিন কারা ভোগের পর পটুয়াখালীর মির্জাগঞ্জে ৭.৬৫ এমএম পিস্তল–গুলিসহ গ্রেপ্তার বিএনপি নেতা মো. জাহাঙ্গীর আলম ফরাজীকে জামিন দিয়েছেন আদালত। আজ রোববার পটুয়াখালীর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. কামরুল হাসান এই জামিন মঞ্জুর করেন।
১ ঘণ্টা আগে