Ajker Patrika

দগ্ধ শিশুর মৃত্যু

ঢামেক প্রতিবেদক
আপডেট : ০৩ জানুয়ারি ২০২২, ০১: ৫৫
দগ্ধ শিশুর মৃত্যু

ঝালকাঠির লঞ্চ দুর্ঘটনায় দগ্ধ এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার সন্ধ্যা ৬টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়। শিশুটির নাম তামিম হাসান (৮)।

বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. এসএম আইউব হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

ডা. এসএম আইউব হোসেন জানান, শিশুটির শরীরের ৩০ শতাংশ দগ্ধ হয়েছিল। তার শ্বাসনালি পুড়ে গিয়েছিল। প্রথম থেকেই তাকে আইসিইউতে রাখা হয়। অবস্থার অবনতি হলে পরবর্তীতে লাইফ সাপোর্টে নেওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় আজ সন্ধ্যায় তার মৃত্যু হয়। ঝালকাঠির লঞ্চ দুর্ঘটনায় আরও একজনকে আইসিইউতে রাখা হয়েছে। আর সব মিলিয়ে ভর্তি রয়েছে ১৩ জন।

তামিমের পরিবার সূত্রে জানা গেছে, তামিম তার মা বাবার সঙ্গে বরগুনায় থাকত। তার নানার বাড়ি ঢাকার কেরানীগঞ্জে। লঞ্চ দুর্ঘটনার ১০-১২ দিন আগে মা জিয়াসমিনের (২৮) সঙ্গে নানার বাড়িতে এসেছিল তামিম ও তামিমের বোন মাহিনুর (৬)। ঢাকা থেকে বরগুনায় ফেরার পথে দুর্ঘটনার শিকার হয় তারা। প্রথমে দগ্ধ অবস্থায় তাদের বরিশাল মেডিকেলে নিয়ে যাওয়া হয়েছিল। সেখান থেকে তাদের ৩ জনকে ঢাকায় নিয়ে আসার পথে মাওয়া ঘাটে তামিমের বোন মাহিনুরের মৃত্যু হয়।

উল্লেখ্য, এর আগে গত বুধবার সন্ধ্যায় আইসিইউতে মৃত্যু হয় শাহিনুর খাতুন স্বপ্না (৪০) নামে এক নারীর। আর ঘটনার পরদিন রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় হাবিব খান (৪৫) নামে এক একজন।    

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিশ্ববিদ্যালয় ঘোষণা হলেই মেয়াদ শেষ নতুন পরিচালনা কমিটির

মুসলিম থেকে খ্রিষ্টান হওয়া ইরানি নারী এখন পানামার জঙ্গলে

ঢাবি ছাত্রীকে যৌন হেনস্তাকারীর পক্ষে নামা ‘তৌহিদী জনতার’ আড়ালে এরা কারা

এনসিপিকে চাঁদা দিচ্ছেন ধনীরা, ক্রাউডফান্ডিং করেও অর্থ সংগ্রহ করা হবে: নাহিদ ইসলাম

ভ্যানিটি ব্যাগ ধরে টান, সন্তানসহ ছিটকে পড়তেই তরুণীর গালে ছুরিকাঘাত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত