লঞ্চঘাটে চাঁদাবাজির মামলায় ছাত্রলীগ নেতা কারাগারে

ভোলা সংবাদদাতা
আপডেট : ১৫ জুলাই ২০২৩, ১০: ৪০
Thumbnail image

লঞ্চঘাটে চাঁদাবাজির মামলায় ভোলা জেলা ছাত্রলীগের সহসভাপতি জাকারিয়া হোসেন অমিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার শহরের গাজীপুর রোড থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। বিকেলে তাঁকে আদালতে হাজির করা হলে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন।

ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন ফকির বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে গতকাল সদর মডেল থানায় ইলিশা লঞ্চঘাটের ব্যবস্থাপক মো. মহসিন ঘরামি ছাত্রলীগ নেতা জাকারিয়ার বিরুদ্ধে চাঁদাবাজির মামলাটি দায়ের করেন।

মামলা সূত্রে জানা যায়, জেলা ছাত্রলীগের নেতা জাকারিয়া গত ৩০ জুন ইলিশা লঞ্চঘাটের ইজারাদার আল নোমানের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন। পরে মামলার বাদী ঘাট ব্যবস্থাপক মো. মহসিন ঘরামি তাঁকে নগদ ২ লাখ টাকা দেন। বাকি ৩ লাখ টাকার জন্য জাকারিয়া ঘাটের কর্মী ফারুককে মারধর করেন। কোনো উপায় না দেখে বাদী সদর মডেল থানায় ছাত্রলীগের নেতা জাকারিয়া ও তাঁর চার সহযোগীর বিরুদ্ধে চাঁদাবাজির মামলাটি দায়ের করেন।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন ফকির বলেন, এই মামলায় পাঁচজনের নাম উল্লেখ রয়েছে। এ ছাড়া অজ্ঞাতপরিচয় আসামি করা হয়েছে আরও ১০-১২ জনকে। পুলিশ মামলার অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে।

উল্লেখ্য, ২০১৯ সালে ছাত্রলীগের নেতা জাকারিয়াকে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ইয়াবাসহ গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছিল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত