প্রতিনিধি, (শিবচর) মাদারীপুর
সারেংয়ের বুদ্ধিমত্তায় প্রাণে বাঁচলো আকস্মিক ঝড়ের কবলে পড়া একটি লঞ্চের দুই শতাধিক যাত্রী।
বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে একটি যাত্রীবাহী লঞ্চ গতকাল রোববার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে ঝড়োবাতাসের কবলে পড়ে। এসময় লঞ্চটিকে একটি চরে আটকে রাখা হয়। ঝড় শান্ত হয়ে এলে যাত্রীদের অন্য একটি লঞ্চের সাহায্যে উদ্ধার করা হয়।
আজ সোমবার সকালে লঞ্চটিকে চর থেকে উদ্ধার করা হয়েছে।
কর্তৃপক্ষ লঞ্চটিতে ৮০ জন যাত্রী ছিল দাবি করলেও যাত্রীরা জানান, এতে আরোহী ছিল দু শতাধিক।
বাংলাবাজার ঘাট সূত্রে জানা গেছে, রোববার সন্ধ্যায় এমভি নূর ই আয়শা নামের একটি লঞ্চ দুই শতাধিক যাত্রী নিয়ে শিবচরের বাংলাবাজার ঘাট থেকে শিমুলিয়ার উদ্দেশে ছেড়ে যায়। লঞ্চটি পদ্মাসেতুর কাছে পৌঁছলে ঝড় শুরু হয়। ঢেউয়ে ইঞ্জিনরুমে পানি উঠে লঞ্চটি ডোবার উপক্রম হয়। এসময় লঞ্চটিকে পদ্মার চরে ঠেকিয়ে রাখেন চালক।
রাত সাড়ে ১১টার দিকে পদ্মায় ঢেউয়ের গতিবেগ কমলে লঞ্চ মালিক সমিতি ও লঞ্চ মালিক পক্ষ চরে আটকে পড়া যাত্রীদের অন্য একটি লঞ্চ দিয়ে উদ্ধার করে শিমুলিয়া ঘাটে পৌঁছে দেন।
লঞ্চের ইঞ্জিন মাস্টার এলাহী জানান, হঠাৎ ঝড় শুরু হওয়ায় নদীতে ঢেউয়ের গতি বেড়ে যায়। এতে লঞ্চের ইঞ্জিনরুমে পানি ঢোকে। তাই লঞ্চটি পার্শ্ববর্তী চরে ঠেকিয়ে রাখি। যাত্রীদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তবে বৃষ্টি ও বাতাসে অনেকেই ভিজে গেছেন।
বিআইডব্লিউটিএর কাঁঠালবাড়ি লঞ্চঘাটের ট্রাফিক ইন্সপেক্টর আক্তার হোসেন বলেন, লঞ্চটি ঝড়ের কবলে পড়লে পাশের চরে ঠেকিয়ে রাখায় ডুবে যাওয়া থেকে রক্ষা পায়। তবে রাতে বাতাস ও পদ্মার ঢেউ কমে গেলে যাত্রীদের অন্য একটি লঞ্চ দিয়ে উদ্ধার করে শিমুলিয়া ঘাটে পৌঁছে দেয়।
সারেংয়ের বুদ্ধিমত্তায় প্রাণে বাঁচলো আকস্মিক ঝড়ের কবলে পড়া একটি লঞ্চের দুই শতাধিক যাত্রী।
বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে একটি যাত্রীবাহী লঞ্চ গতকাল রোববার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে ঝড়োবাতাসের কবলে পড়ে। এসময় লঞ্চটিকে একটি চরে আটকে রাখা হয়। ঝড় শান্ত হয়ে এলে যাত্রীদের অন্য একটি লঞ্চের সাহায্যে উদ্ধার করা হয়।
আজ সোমবার সকালে লঞ্চটিকে চর থেকে উদ্ধার করা হয়েছে।
কর্তৃপক্ষ লঞ্চটিতে ৮০ জন যাত্রী ছিল দাবি করলেও যাত্রীরা জানান, এতে আরোহী ছিল দু শতাধিক।
বাংলাবাজার ঘাট সূত্রে জানা গেছে, রোববার সন্ধ্যায় এমভি নূর ই আয়শা নামের একটি লঞ্চ দুই শতাধিক যাত্রী নিয়ে শিবচরের বাংলাবাজার ঘাট থেকে শিমুলিয়ার উদ্দেশে ছেড়ে যায়। লঞ্চটি পদ্মাসেতুর কাছে পৌঁছলে ঝড় শুরু হয়। ঢেউয়ে ইঞ্জিনরুমে পানি উঠে লঞ্চটি ডোবার উপক্রম হয়। এসময় লঞ্চটিকে পদ্মার চরে ঠেকিয়ে রাখেন চালক।
রাত সাড়ে ১১টার দিকে পদ্মায় ঢেউয়ের গতিবেগ কমলে লঞ্চ মালিক সমিতি ও লঞ্চ মালিক পক্ষ চরে আটকে পড়া যাত্রীদের অন্য একটি লঞ্চ দিয়ে উদ্ধার করে শিমুলিয়া ঘাটে পৌঁছে দেন।
লঞ্চের ইঞ্জিন মাস্টার এলাহী জানান, হঠাৎ ঝড় শুরু হওয়ায় নদীতে ঢেউয়ের গতি বেড়ে যায়। এতে লঞ্চের ইঞ্জিনরুমে পানি ঢোকে। তাই লঞ্চটি পার্শ্ববর্তী চরে ঠেকিয়ে রাখি। যাত্রীদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তবে বৃষ্টি ও বাতাসে অনেকেই ভিজে গেছেন।
বিআইডব্লিউটিএর কাঁঠালবাড়ি লঞ্চঘাটের ট্রাফিক ইন্সপেক্টর আক্তার হোসেন বলেন, লঞ্চটি ঝড়ের কবলে পড়লে পাশের চরে ঠেকিয়ে রাখায় ডুবে যাওয়া থেকে রক্ষা পায়। তবে রাতে বাতাস ও পদ্মার ঢেউ কমে গেলে যাত্রীদের অন্য একটি লঞ্চ দিয়ে উদ্ধার করে শিমুলিয়া ঘাটে পৌঁছে দেয়।
খোয়াজপুরে বালু ব্যবসাকে কেন্দ্র করে স্থানীয় মো. শাজাহান ও মতিন মোল্যার সঙ্গে একই এলাকার সাইফুল সরদারের দ্বন্দ্ব চলছিল। এর জের ধরে আজ দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। এ সময় সাইফুল ও তাঁর ভাই আতাউরকে কুপিয়ে হত্যা করা হয়।
১১ মিনিট আগেমাগুরায় শিশুটিকে নির্যাতনের ঘটনা নিয়ে ক্ষোভ বিরাজ করছে। বিভিন্ন সংগঠনের ব্যানারে আজ শনিবার দিনভর বিক্ষোভ মিছিল করার কথা রয়েছে। তবে এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি বলে জানিয়েছেন মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী। মামলার প্রক্রিয়া চলছে বলে জানান তিনি। আজ শনিবার সকালে জানা গেছে...
২৫ মিনিট আগেমাগুরায় আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগের ঘটনায় এলাকায় চরম ক্ষোভ বিরাজ করছে। বিভিন্ন সংগঠনের ব্যানারে আজ শনিবার দিনভর বিক্ষোভ মিছিল করার কথা রয়েছে। গতকাল বিক্ষুব্ধ মানুষ থানাও ঘেরাও করতে গেলে সেনাবাহিনীর উপস্থিতিতে তারা ছত্রভঙ্গ হয়ে যায়।
২ ঘণ্টা আগেনিষিদ্ধ ঘোষিত সংগঠন হিযবুত তাহরীরের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) দুই শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ প্রশাসন। গতকাল শুক্রবার রাতে কোতোয়ালি মডেল থানায় মামলাটি করা হয়।
২ ঘণ্টা আগে