Ajker Patrika

ঝড়ের কবলে লঞ্চ, সারেংয়ের বুদ্ধিমত্তায় রক্ষা পেল ২০০ যাত্রীর প্রাণ

প্রতিনিধি, (শিবচর) মাদারীপুর
ঝড়ের কবলে লঞ্চ, সারেংয়ের বুদ্ধিমত্তায় রক্ষা পেল ২০০ যাত্রীর প্রাণ

সারেংয়ের বুদ্ধিমত্তায় প্রাণে বাঁচলো আকস্মিক ঝড়ের কবলে পড়া একটি লঞ্চের দুই শতাধিক যাত্রী।

বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে একটি যাত্রীবাহী লঞ্চ গতকাল রোববার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে ঝড়োবাতাসের কবলে পড়ে। এসময় লঞ্চটিকে একটি চরে আটকে রাখা হয়। ঝড় শান্ত হয়ে এলে যাত্রীদের অন্য একটি লঞ্চের সাহায্যে উদ্ধার করা হয়।

আজ সোমবার সকালে লঞ্চটিকে চর থেকে উদ্ধার করা হয়েছে।

কর্তৃপক্ষ লঞ্চটিতে ৮০ জন যাত্রী ছিল দাবি করলেও যাত্রীরা জানান, এতে আরোহী ছিল দু শতাধিক।

বাংলাবাজার ঘাট সূত্রে জানা গেছে, রোববার সন্ধ্যায় এমভি নূর ই আয়শা নামের একটি লঞ্চ দুই শতাধিক যাত্রী নিয়ে শিবচরের বাংলাবাজার ঘাট থেকে শিমুলিয়ার উদ্দেশে ছেড়ে যায়। লঞ্চটি পদ্মাসেতুর কাছে পৌঁছলে ঝড় শুরু হয়। ঢেউয়ে ইঞ্জিনরুমে পানি উঠে লঞ্চটি ডোবার উপক্রম হয়। এসময় লঞ্চটিকে পদ্মার চরে ঠেকিয়ে রাখেন চালক।

রাত সাড়ে ১১টার দিকে পদ্মায় ঢেউয়ের গতিবেগ কমলে লঞ্চ মালিক সমিতি ও লঞ্চ মালিক পক্ষ চরে আটকে পড়া যাত্রীদের অন্য একটি লঞ্চ দিয়ে উদ্ধার করে শিমুলিয়া ঘাটে পৌঁছে দেন।

লঞ্চের ইঞ্জিন মাস্টার এলাহী জানান, হঠাৎ ঝড় শুরু হওয়ায় নদীতে ঢেউয়ের গতি বেড়ে যায়। এতে লঞ্চের ইঞ্জিনরুমে পানি ঢোকে। তাই লঞ্চটি পার্শ্ববর্তী চরে ঠেকিয়ে রাখি। যাত্রীদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তবে বৃষ্টি ও বাতাসে অনেকেই ভিজে গেছেন।

বিআইডব্লিউটিএর কাঁঠালবাড়ি লঞ্চঘাটের ট্রাফিক ইন্সপেক্টর আক্তার হোসেন বলেন, লঞ্চটি ঝড়ের কবলে পড়লে পাশের চরে ঠেকিয়ে রাখায় ডুবে যাওয়া থেকে রক্ষা পায়। তবে রাতে বাতাস ও পদ্মার ঢেউ কমে গেলে যাত্রীদের অন্য একটি লঞ্চ দিয়ে উদ্ধার করে শিমুলিয়া ঘাটে পৌঁছে দেয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বিলুপ্তের সিদ্ধান্ত হয়নি, নাহিদের মন্তব্যের জবাবে উমামা

জাতীয় নির্বাচন: ভোট কমিটির নেতৃত্বে ডিসি–ইউএনওকে না রাখার চিন্তা

আ.লীগ নেতার গ্রেপ্তার নিয়ে রাজশাহীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ

খামেনিকে চিঠি দিয়ে যে প্রস্তাব দিলেন ট্রাম্প

ঢাবি ছাত্রীকে যৌন হেনস্তাকারী বাধ্যতামূলক ছুটিতে, মামলা এখন আদালতের এখতিয়ারে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত