প্রতিনিধি, রাঙ্গাবালী (পটুয়াখালী)
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই মমিনুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে। আজ সোমবার দুপুরে পটুয়াখালী পুলিশ লাইনসে তাঁকে সংযুক্ত করা হয়েছে বলে জানিয়েছেন রাঙ্গাবালী থানার ওসি দেওয়ান জগলুল হাসান।
জানা গেছে, শুক্রবার স্থানীয় এক নারীর অভিযোগের প্রেক্ষিতে চরমোন্তাজ পুলিশ তদন্ত কেন্দ্রে দক্ষিণ চরমোন্তাজ গ্রামের আইয়ুব আলীর ছেলে ইব্রাহিম ও আহসানকে ডেকে নেওয়া হয়।
ইব্রাহিম ও আহসানের অভিযোগ, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে নারীকে উত্ত্যক্ত করার অভিযোগে তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই মমিনুল ইসলাম তাঁদের দুই ভাইকে ডেকে নিয়ে মারধর করে। পরে ডাকাতি ও গরু চুরি মামলার হুমকি দেন তাঁদের বিরুদ্ধে।
এ বিষয়টি ঘটনার দিনেই পটুয়াখালী পুলিশ সুপার ও রাঙ্গাবালী থানার ওসিকে মুঠোফোনে অবহিত করেন ওই ভুক্তভোগী দুই ভাই। এমন অভিযোগের তদন্ত করে চরমোন্তাজ পুলিশ তদন্ত কেন্দ্র থেকে মমিনুলকে রোববার প্রত্যাহার করে পটুয়াখালী পুলিশ লাইনসে নেওয়া হয়।
রাঙ্গাবালী থানার ওসি দেওয়ান জগলুল হাসান বলেন, ‘তদন্ত কেন্দ্রে একটি ঘটনা হয়েছিল। এক মহিলার দরখাস্তের প্রেক্ষিতে দু’জন লোকের সঙ্গে মমিনুল ইসলামের একটু ঝামেলা হয়েছে। ওই ঘটনার প্রেক্ষিতে ক্লোজড করে পটুয়াখালী পুলিশ লাইনসে নেওয়া হয়েছে।’
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই মমিনুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে। আজ সোমবার দুপুরে পটুয়াখালী পুলিশ লাইনসে তাঁকে সংযুক্ত করা হয়েছে বলে জানিয়েছেন রাঙ্গাবালী থানার ওসি দেওয়ান জগলুল হাসান।
জানা গেছে, শুক্রবার স্থানীয় এক নারীর অভিযোগের প্রেক্ষিতে চরমোন্তাজ পুলিশ তদন্ত কেন্দ্রে দক্ষিণ চরমোন্তাজ গ্রামের আইয়ুব আলীর ছেলে ইব্রাহিম ও আহসানকে ডেকে নেওয়া হয়।
ইব্রাহিম ও আহসানের অভিযোগ, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে নারীকে উত্ত্যক্ত করার অভিযোগে তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই মমিনুল ইসলাম তাঁদের দুই ভাইকে ডেকে নিয়ে মারধর করে। পরে ডাকাতি ও গরু চুরি মামলার হুমকি দেন তাঁদের বিরুদ্ধে।
এ বিষয়টি ঘটনার দিনেই পটুয়াখালী পুলিশ সুপার ও রাঙ্গাবালী থানার ওসিকে মুঠোফোনে অবহিত করেন ওই ভুক্তভোগী দুই ভাই। এমন অভিযোগের তদন্ত করে চরমোন্তাজ পুলিশ তদন্ত কেন্দ্র থেকে মমিনুলকে রোববার প্রত্যাহার করে পটুয়াখালী পুলিশ লাইনসে নেওয়া হয়।
রাঙ্গাবালী থানার ওসি দেওয়ান জগলুল হাসান বলেন, ‘তদন্ত কেন্দ্রে একটি ঘটনা হয়েছিল। এক মহিলার দরখাস্তের প্রেক্ষিতে দু’জন লোকের সঙ্গে মমিনুল ইসলামের একটু ঝামেলা হয়েছে। ওই ঘটনার প্রেক্ষিতে ক্লোজড করে পটুয়াখালী পুলিশ লাইনসে নেওয়া হয়েছে।’
কুষ্টিয়ার দৌলতপুরে সাজেদুল লস্কর (৩২) নামের এক ব্যক্তির লাঠির আঘাতে তার চাচাতো ভাই আপেল লস্করের (৫০) মৃত্যু হয়েছে। আজ শনিবার ভোরে উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের সোনাইকুন্ডি লস্কর পাড়া এলাকায় এই ঘটনা ঘটে। সাজেদুল লস্করকে আটক করেছে পুলিশ। দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আউয়াল কবির বিষয়টি নিশ
৯ মিনিট আগেময়মনসিংহের নান্দাইল উপজেলার রাজগাতি ইউনিয়নের ওপর দিয়ে বয়ে যাওয়া সুখাইজুড়ি নদী একসময় প্রবহমান ছিল। এতে এলাকার মানুষ গোসল দিত, মাছ ধরত ও হাঁস পালন করত। সেই নদী দখল করে বাঁশ ও জালের বেড়া দিয়ে ছোট ছোট ঘের তৈরি করেছেন স্থানীয় প্রভাবশালীরা।
১৪ মিনিট আগেকুমিল্লা নগরীর রাজগঞ্জ এলাকার একটি রেস্তোরাঁর কর্মী তোফাজ্জল হোসেন। অর্থের অভাবে লেখাপড়ার সুযোগ হয়ে ওঠেনি তাঁর। ১৩ বছর বয়সে কাজ শুরু করেন রেস্তোরাঁয়।
১৭ মিনিট আগেঅন্তর্বর্তী সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ এম হাসান আরিফ বলেছেন, ‘আমাদের প্রতিবেশী দেশ ভারত ভিসার ব্যাপারে কিছুটা কড়াকড়ি করেছে। তারা আমাদের ভিসা দেবে কি না, এটা তাদের বিষয়।’
৯ ঘণ্টা আগে