বরিশালে আবুল হাসানাতসহ ১৪ জনের বিরুদ্ধে হত্যা মামলা

নিজস্ব প্রতিবেদক, বরিশাল ও আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৪, ২০: ০২
আপডেট : ০৮ অক্টোবর ২০২৪, ২০: ৫৬

ছাত্রদল নেতাকে হত্যার অভিযোগে বরিশালে সাবেক এমপি আবুল হাসানাত আব্দুল্লাহসহ ১৪ জনের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে। গতকাল মঙ্গলবার ভুক্তভোগীর ছেলে আশিকুর রহমান বাদী হয়ে বরিশাল জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেন। বিচারক মোখলেচুর রহমান অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণের জন্য আগৈলঝাড়া থানার ওসিকে নির্দেশ দেন। 

আদালতের বেঞ্চ সহকারী সৈয়দ আক্তারুজ্জামান তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। 

আওয়ামী লীগ সরকারের পতনের পর বরিশালে এটাই প্রথম হত্যা মামলা। মামলায় বরিশাল আওয়ামী লীগের নেতা, সাবেক রেঞ্জ ডিআইজ, পুলিশ সুপার, পুলিশ কর্মকর্তাসহ ১৪ জন এবং অজ্ঞাত আরও ৪০ জনকে আসামি করা হয়েছে। 

মামলার আসামিরা হলেন–সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসানাত আব্দুল্লাহ, বরিশাল রেঞ্জের সাবেক ডিআইজি হুমায়ন কবির ও সাবেক অতিরিক্ত ডিআইজি আকরাম হোসেন, জেলার সাবেক পুলিশ সুপার মো. এহসানউল্যাহ, সাবেক সহকারী পুলিশ সুপার জাহাঙ্গীর মল্লিক, আগৈলঝাড়া থানার সাবেক ওসি মনিরুল ইসলাম, আগৈলঝাড়া উপজেলার সাবেক চেয়ারম্যান গোলাম মোর্তুজা খান ও আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সালেহ লিটন সেরনিয়াবাত, আওয়ামী লীগ নেতা আব্দুস ছাত্তার মোল্লা, সৈয়দ আশরাফ মিয়া, মামুন কবিরাজ, অনিমেষ মণ্ডল ও স্বপন মণ্ডল। 

এর মধ্যে আবুল হাসানাত আব্দুল্লাহ বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনে সাবেক এমপি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুপাতো ভাই। শেখ পরিবারের এ নেতা দক্ষিণাঞ্চলে দলের প্রভাবশালী নেতা ছিলেন। তিনি মন্ত্রী পদমর্যাদায় পার্বত্য শান্তিচুক্তি নিরীক্ষণ কমিটির সভাপতি ছিলেন। সরকার পতনের আগে জুলাইয়ের শেষ দিকে তিনি ভারতে চলে গেছেন বলে জানা গেছে। 

মামলার অভিযোগে জানা গেছে, আওয়ামী লীগের নেতাদের প্ররোচনায় পুলিশ কর্মকর্তারা ২০১৫ সালের ১৪ ফেব্রুয়ারি ছাত্রদল নেতা রনিকে ঢাকার নবীনগর এলাকা থেকে গ্রেপ্তার করে। পরে তাকে অমানুষিক নির্যাতন করা হয়। ২০১৫ সালের ২১ ফেব্রুয়ারি রাত আড়াইটার দিকে আগৈলঝাড়া উপজেলার বাইপাস ব্রিজের পশ্চিম পাশে রাস্তায় তাকে গুলি করে হত্যা করা হয়। পরে আসামিরা বিষয়টি ক্রসফায়ার উল্লেখ করে প্রচারণা চালায়। 

এ বিষয়ে বাদীর আইনজীবী জাহিদুল ইসলাম পান্না আজকের পত্রিকাকে বলেন, ‘আবুল হাসানাত আব্দুল্লাহসহ মামলার আসামিরা আগৈলঝাড়া এলাকাকে নৈরাজ্যের জনপদে পরিণত করেন। রাজনৈতিকভাবে বাদীর নিহত বাবা কবির হোসেন রনি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন। আসামি আওয়ামী লীগের নেতা কর্মীরা প্রতিহিংসার কারণে বাদীর বাবাকে ক্রসফায়ারের নামে হত্যা করেছে।’

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাঙ্গাইলে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান র‍্যাবের হাতে গ্রেপ্তার

পুলিশ ফাঁড়ি দখল করে অফিস বানিয়েছেন সন্ত্রাসী নুরু

ঢাকার রাস্তায় ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের বিক্ষোভ, জনদুর্ভোগ চরমে

শেয়ারবাজারে বিনিয়োগ সুরক্ষায় নতুন উদ্যোগ

জাতিকে ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল নির্বাচন উপহার দিতে চাই: নতুন সিইসি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত