ভোলায় জুয়ার আসর থেকে গ্রেপ্তার ১৩ 

ভোলা প্রতিনিধি
Thumbnail image

ভোলার বোরহানউদ্দিনে জুয়ার আসর থেকে ১৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের চকডোষ এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মো. লোকমান, মনির, ইব্রাহিম, আকবর, সোহাগ, ইসমাইল, মো. জসিম, কামরুল, রুবেল, মিজানুর রহমান, জিয়া, মো. মিজান ও আক্তার। বাকিদের পরিচয় পাওয়া যায়নি। 

বোরহানউদ্দিন থানার উপপরিদর্শক (এসআই) মো. মনির হোসেন বলেন, বৃহস্পতিবার রাতে গোপন উপজেলার কাচিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের চকডোষ এলাকায় অভিযান পরিচালনা করে ১৩ জনকে জুয়া খেলা অবস্থায় জুয়ার আসর থেকে আটক করে। 

বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীন ফকির বলেন, আজ শুক্রবার দুপুরে তাঁদের বিরুদ্ধ মামলা দিয়ে ভোলা কোর্টে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত