নিজস্ব প্রতিবেদক, বরিশাল
ভোলার মনপুরায় মেঘনায় নিখোঁজের দুই দিন পর মো. শাকিব নামের এক জেলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার দুপুরে উপজেলার হাজিরহাট ইউনিয়নের চরফৈজুদ্দিন গ্রামসংলগ্ন মেঘনার কুমার খাল থেকে ভাসমান অবস্থায় নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার করে পুলিশ। এর আগে গত শুক্রবার সকালে মনপুরা ইউনিয়নের তুলাতলী মসজিদ ঘাটসংলগ্ন মেঘনায় নিখোঁজ ছিলেন ওই জেলে। মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
মো. শাকিব (২৫) ১ নম্বর মনপুরা ইউনিয়নের কলাতরীর চরের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা লুৎফুর রহমানের ছেলে।
স্থানী সূত্রে জানা যায়, শুক্রবার সকালে উপজেলার তুলাতলী মসজিদ ঘাট নদীর পাড় থেকে সাঁতরে মাছ ধরার নৌকায় উঠতে গিয়ে মেঘনার প্রবল স্রোতের টানে ভেসে যান শাকিব। পরে জেলেরা দ্রুত নৌকা চালিয়ে মেঘনায় খোঁজ করলেও সন্ধান পাননি তাঁর। নিখোঁজের দুই দিন পর রোববার দুপুর ১২টায় উপজেলার হাজীরহাট ইউনিয়নের পূর্ব পাশের মেঘনার কুমার খাল থেকে ভাসমান অবস্থায় নিখোঁজ জেলে শাকিবের মরদেহ উদ্ধার করে পুলিশ।
মনপুরা থানার ওসি মো. জহিরুল ইসলাম বলেন, নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার করে শনাক্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়। থানায় এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।
ভোলার মনপুরায় মেঘনায় নিখোঁজের দুই দিন পর মো. শাকিব নামের এক জেলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার দুপুরে উপজেলার হাজিরহাট ইউনিয়নের চরফৈজুদ্দিন গ্রামসংলগ্ন মেঘনার কুমার খাল থেকে ভাসমান অবস্থায় নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার করে পুলিশ। এর আগে গত শুক্রবার সকালে মনপুরা ইউনিয়নের তুলাতলী মসজিদ ঘাটসংলগ্ন মেঘনায় নিখোঁজ ছিলেন ওই জেলে। মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
মো. শাকিব (২৫) ১ নম্বর মনপুরা ইউনিয়নের কলাতরীর চরের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা লুৎফুর রহমানের ছেলে।
স্থানী সূত্রে জানা যায়, শুক্রবার সকালে উপজেলার তুলাতলী মসজিদ ঘাট নদীর পাড় থেকে সাঁতরে মাছ ধরার নৌকায় উঠতে গিয়ে মেঘনার প্রবল স্রোতের টানে ভেসে যান শাকিব। পরে জেলেরা দ্রুত নৌকা চালিয়ে মেঘনায় খোঁজ করলেও সন্ধান পাননি তাঁর। নিখোঁজের দুই দিন পর রোববার দুপুর ১২টায় উপজেলার হাজীরহাট ইউনিয়নের পূর্ব পাশের মেঘনার কুমার খাল থেকে ভাসমান অবস্থায় নিখোঁজ জেলে শাকিবের মরদেহ উদ্ধার করে পুলিশ।
মনপুরা থানার ওসি মো. জহিরুল ইসলাম বলেন, নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার করে শনাক্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়। থানায় এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।
নিরাপদ সড়ক চাইয়ের (নিসচা) চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন বলেছেন, ‘আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা আসলে ব্যর্থ। ছয় মাস পেরিয়ে যাচ্ছে, কিন্তু উনার কোনো দক্ষতা দেখাতে পারেননি।’ আজ মঙ্গলবার দুপুরে সাভার সরকারি কলেজ মাঠে নিরাপদ সড়ক চাই সাভার শাখার আয়োজনে সুধী ও শিক্ষার্থী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ইলিয়াস কাঞ
৩ মিনিট আগেনতুন দল পাওয়ার জন্য মানুষ হাহাকার করছে, কেন ভোট হচ্ছে না সেটা বলছে, কিন্তু বিচারটা যে হচ্ছে না, সে নিয়ে কারও দরদ নেই।’ এর জন্য বর্তমান সরকারকে জবাবদিহি করতে হবে বলে দাবি করেন তারা
১২ মিনিট আগেরংপুর মহানগরের হারাগাছে পঞ্চম শ্রেণির এক স্কুলছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে করা মামলায় বিদ্যালয়ের শিক্ষক ফারুক হোসেন শাহকে (৫৪) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার (২৪ ফেব্রুয়ারি) রাতে রংপুর মহানগরীর হারাগাছ থানাধীন বধু কমলা এলাকা থেকে তাঁকে আটক করা হয়।
২৩ মিনিট আগেঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান। তিনি বলেছেন, ‘মার্চের মাঝামাঝি সময়ে সংবিধান চূড়ান্ত করে খুব দ্রুত নির্বাচন কমিশন নিয়োগ দেব। নির্বাচন কমিশন হল এবং বিভাগগুলোর সহায়তায় ভোটার তালিকা ঠিক করবে এবং রোডম্যাপ ঘোষণা করবে
২৯ মিনিট আগে