Ajker Patrika

মুলাদীতে ৭ দিন ধরে নিখোঁজ মাদ্রাসাছাত্র

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
মুলাদীতে ৭ দিন ধরে নিখোঁজ মাদ্রাসাছাত্র

বরিশালের মুলাদীতে সাত দিন ধরে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ রয়েছে। ওই কিশোরের বাবা দাবি, নিখোঁজ হওয়ার আগে সে তার নানাবাড়িতে ছিল। অন্যদিকে ওই কিশোরের নানা বাড়ির সদস্যরা বলছে, ওই কিশোরের বাবা ই তাকে লুকিয়ে রেখে তাঁদের ফাঁসানোর চেষ্টা করছেন। 

এ ঘটনায় নিখোঁজ কিশোরের বাবা গতকাল বুধবার থানায় নিখোঁজ ডায়েরি করেছেন। আজ বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন মুলাদী থানার পুলিশ উপপরিদর্শক (এসআই) মো. আব্দুর রহমান সওদাগর। 

নিখোঁজ মাদ্রাসাছাত্রের নাম—মো: আব্দুর রহমান (১৩)। সে মুলাদীর নাজিরপুর এলাকার মাদ্রাসার শিক্ষক মো. সুজনের ছেলে। 

কিশোরের বাবা মো. সুজন আজকের পত্রিকাকে জানান, তাঁর ছেলে গত ১৪ আগস্ট মুলাদীর নাজিরপুরে মাদ্রাসা থেকে চরকালেখান ইউপির মধ্য লক্ষ্মীপুর গ্রামে নানা বাড়িতে বেড়াতে যায়। সেখান থেকে গত ১৮ আগস্ট মাদ্রাসার উদ্দেশ্যে রওনা দেয়। এরপর থেকে আর কোনো খোঁজ পাননি তিনি। 

তিনি বলেন, ‘সম্ভাব্য অনেক স্থানে খোঁজাখুঁজি করে না পেয়ে ঘটনাটি রহস্যজনক বলে মনে হচ্ছে। আমার ছেলে নিখোঁজের পর এখন তার নানা বাড়ির লোকজন অস্বীকার করছে। আমি এ ঘটনায় মুলাদী থানায় সাধারণ ডায়েরি করেছি।’ 

অন্যদিকে নিখোঁজ কিশোরের খালা নাদিয়া আক্তার নিপা আজকের পত্রিকাকে বলেন, ‘রহমান ওর দাদা বাড়ি থেকে নিখোঁজ হয়েছে। ওর বাবা ই লুকিয়ে রেখে আমাদের ফাঁসাতে চাচ্ছে।’ 

এ বিষয়ে মুলাদী থানার এসআই আব্দুর রহমান সওদাগর আজকের পত্রিকাকে বলেন, আজ (বৃহস্পতিবার) আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। ওই কিশোরের সন্ধানে থানাগুলোতে বার্তা পাঠানো হয়েছে।’ 

তিনি আরও বলেন, ‘নিখোঁজ মাদ্রাসাছাত্রের বাবার দাবি, সে নানা বাড়িতে বেড়াতে গিয়েছিল। কিন্তু নানা বাড়িতে গিয়ে শুনেছেন ওই কিশোর সেখানে যায়নি। এখন আমরা ঘটনাটি তদন্ত করে দেখছি যে, কেন ছাত্রটি নিখোঁজ হলো।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জয়পুরে সম্প্রীতির নজির, ঈদগাহে আসা মুসলিমদের ওপর ফুল ছিটালেন হিন্দুরা

বাসা ভাড়ার টাকা নেই, অফিসের টয়লেটেই থাকছেন চীনা তরুণী

ঈদের মোনাজাতে খালেদা জিয়ার নাম না বলায় ইমামকে হেনস্তা, চাকরিচ্যুতির হুমকি

কোম্পানি দেউলিয়া, দেড় কোটি মানুষের ডিএনএ ডেটার এখন কী হবে

ঈদগাহে ‘জয় বাংলা’ স্লোগান: আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষে গুলিবিদ্ধসহ আহত ৫

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত