নিজস্ব প্রতিবেদক, বরিশাল
ফেসবুকে বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) ভুয়া আইডি ব্যবহার করে প্রতারণার অভিযোগে তাওহীদ (২২) নামে এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার পুলিশ তাঁকে আদালতে সোপর্দ করলে শুনানি শেষে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন।
এর আগে গত শনিবার ময়মনসিংহের বলাশপুর এলাকায় অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয় বলে জানান কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ টি এম আরিচুল হক।
দুপুরে কোতোয়ালি মডেল থানায় সংবাদ সম্মেলন করে বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (দক্ষিণ) মো. আলী আশরাফ ভূঞা এ তথ্য নিশ্চিত করেছেন।
উপকমিশনার আলী আশরাফ বলেন, একটি জাতীয় দৈনিকের লোগো এবং বরিশাল সিটি করপোরেশনের লোগো ব্যবহার করে ছয়টি পদের জন্য একটি ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি তৈরি করেন তাওহীদ। এতে বিসিসির প্রধান নির্বাহী কর্মকর্তার জাল স্বাক্ষরও ব্যবহার করা হয়।
ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তিটি গত মার্চ মাসে ‘জব ইন বরিশাল’ নামে ফেসবুক গ্রুপে সিটি করপোরেশনের একটি ভুয়া আইডি ব্যবহার করে প্রচার করা হয়। আগ্রহী প্রার্থীদের একটি ই-মেইলে সিভি পাঠাতে বলা হয়। বিষয়টি বিসিসি কর্তৃপক্ষের দৃষ্টিগোচর হলে প্রশাসনিক কর্মকর্তা মো. আলমগীর হোসেন কোতোয়ালি মডেল থানায় একটি লিখিত অভিযোগ দেন।
মো. আলী আশরাফ ভূঞা বলেন, এ নিয়ে কোতোয়ালি মডেল থানা-পুলিশের সঙ্গে বিএমপির সাইবার ইউনিট যৌথভাবে কাজ শুরু করে। এর ধারাবাহিকতায় ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশকারীকে শনাক্ত করার পাশাপাশি তাঁর অবস্থান নিশ্চিত হয়ে ৮ জুন কোতোয়ালি মডেল থানা-পুলিশের পরিদর্শক (অপারেশন) বিপ্লব মিস্ত্রির নেতৃত্বে একটি দল ময়মনসিংহে যায়। পরে দলটি ময়মনসিংহের বলাশপুর এলাকায় অভিযান চালিয়ে তাওহীদকে গ্রেপ্তার করে। তিনি ময়মনসিংহ জেলার ত্রিশালের ঈদগাহ খাগাটিপাড়া এলাকার নায়েব আলীর ছেলে।
গ্রেপ্তারের সময় তাওহীদের কাছ থেকে দুটি মোবাইল সেট ও ছয়টি সিম জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেছেন। তাওহীদ বগুড়া আঞ্চলিক পাসপোর্ট অফিসের ব্যবস্থাপনা পরিচালক ও নড়াইল আধুনিক সদর হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালকের জাল স্বাক্ষর দিয়ে ছয়টি করে মোট ১২টি পদের ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের কথা জানিয়েছেন। এর মাধ্যমে তিনি চাকরিপ্রত্যাশীদের কাছ থেকে লাখ টাকা হাতিয়ে নিয়েছেন।
পুলিশের এ কর্মকর্তা আরও বলেন, ‘এখন পর্যন্ত তাঁর ছয়টি সিমের একটিতে লাখ টাকার মতো লেনদেনের তথ্য আমাদের কাছে আছে। বাকি সিমসহ অন্য বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে।’
এ বিষয়ে বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) মেয়র আবুল খায়ের আবদুল্লাহ খোকন সেরনিয়াবাত আজকের পত্রিকাকে বলেন, ‘বরিশাল নগরীর উন্নয়ন বাধাগ্রস্ত করতে একটি চক্র নানাভাবে এ ধরনের অপপ্রচার চালাচ্ছে। এতে জনগণ বিভ্রান্তিতে পড়ছেন।’ প্রশাসন এদের কঠোর হস্তে দমন করবে বলে তিনি মনে করেন।
ফেসবুকে বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) ভুয়া আইডি ব্যবহার করে প্রতারণার অভিযোগে তাওহীদ (২২) নামে এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার পুলিশ তাঁকে আদালতে সোপর্দ করলে শুনানি শেষে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন।
এর আগে গত শনিবার ময়মনসিংহের বলাশপুর এলাকায় অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয় বলে জানান কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ টি এম আরিচুল হক।
দুপুরে কোতোয়ালি মডেল থানায় সংবাদ সম্মেলন করে বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (দক্ষিণ) মো. আলী আশরাফ ভূঞা এ তথ্য নিশ্চিত করেছেন।
উপকমিশনার আলী আশরাফ বলেন, একটি জাতীয় দৈনিকের লোগো এবং বরিশাল সিটি করপোরেশনের লোগো ব্যবহার করে ছয়টি পদের জন্য একটি ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি তৈরি করেন তাওহীদ। এতে বিসিসির প্রধান নির্বাহী কর্মকর্তার জাল স্বাক্ষরও ব্যবহার করা হয়।
ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তিটি গত মার্চ মাসে ‘জব ইন বরিশাল’ নামে ফেসবুক গ্রুপে সিটি করপোরেশনের একটি ভুয়া আইডি ব্যবহার করে প্রচার করা হয়। আগ্রহী প্রার্থীদের একটি ই-মেইলে সিভি পাঠাতে বলা হয়। বিষয়টি বিসিসি কর্তৃপক্ষের দৃষ্টিগোচর হলে প্রশাসনিক কর্মকর্তা মো. আলমগীর হোসেন কোতোয়ালি মডেল থানায় একটি লিখিত অভিযোগ দেন।
মো. আলী আশরাফ ভূঞা বলেন, এ নিয়ে কোতোয়ালি মডেল থানা-পুলিশের সঙ্গে বিএমপির সাইবার ইউনিট যৌথভাবে কাজ শুরু করে। এর ধারাবাহিকতায় ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশকারীকে শনাক্ত করার পাশাপাশি তাঁর অবস্থান নিশ্চিত হয়ে ৮ জুন কোতোয়ালি মডেল থানা-পুলিশের পরিদর্শক (অপারেশন) বিপ্লব মিস্ত্রির নেতৃত্বে একটি দল ময়মনসিংহে যায়। পরে দলটি ময়মনসিংহের বলাশপুর এলাকায় অভিযান চালিয়ে তাওহীদকে গ্রেপ্তার করে। তিনি ময়মনসিংহ জেলার ত্রিশালের ঈদগাহ খাগাটিপাড়া এলাকার নায়েব আলীর ছেলে।
গ্রেপ্তারের সময় তাওহীদের কাছ থেকে দুটি মোবাইল সেট ও ছয়টি সিম জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেছেন। তাওহীদ বগুড়া আঞ্চলিক পাসপোর্ট অফিসের ব্যবস্থাপনা পরিচালক ও নড়াইল আধুনিক সদর হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালকের জাল স্বাক্ষর দিয়ে ছয়টি করে মোট ১২টি পদের ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের কথা জানিয়েছেন। এর মাধ্যমে তিনি চাকরিপ্রত্যাশীদের কাছ থেকে লাখ টাকা হাতিয়ে নিয়েছেন।
পুলিশের এ কর্মকর্তা আরও বলেন, ‘এখন পর্যন্ত তাঁর ছয়টি সিমের একটিতে লাখ টাকার মতো লেনদেনের তথ্য আমাদের কাছে আছে। বাকি সিমসহ অন্য বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে।’
এ বিষয়ে বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) মেয়র আবুল খায়ের আবদুল্লাহ খোকন সেরনিয়াবাত আজকের পত্রিকাকে বলেন, ‘বরিশাল নগরীর উন্নয়ন বাধাগ্রস্ত করতে একটি চক্র নানাভাবে এ ধরনের অপপ্রচার চালাচ্ছে। এতে জনগণ বিভ্রান্তিতে পড়ছেন।’ প্রশাসন এদের কঠোর হস্তে দমন করবে বলে তিনি মনে করেন।
পটুয়াখালীর মির্জাগঞ্জে খালের পানিতে ডুবে চার বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (২১ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার কাকড়াবুনিয়া ইউনিয়নের কাকড়াবুনিয়া গ্রামে এই ঘটনা ঘটে।
১২ মিনিট আগেযশোরের অভয়নগরে পুকুরে ডুবে এক দেড় বছরের শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকালে উপজেলার অভয়নগর গ্রামের মধ্যপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
২২ মিনিট আগেচুয়াডাঙ্গার দামুড়হুদা অবৈধভাবে হুন্ডির মাধ্যমে টাকা পাচারকালে সেলিম হোসেন (২৬) নামে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ বৃহস্পতিবার চুয়াডাঙ্গা–৬ বিজিবির দর্শনা বিওপির একটি টহলদল তাকে আটক করে।
২৮ মিনিট আগেকুষ্টিয়ার একটি কালীমন্দিরের প্রতিমা ভাঙচুর করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২১ নভেম্বর) রাত পৌনে ৮টার দিকে সদর উপজেলার ইসলামী বিশ্ববিদ্যালয় থানার গোস্বামী দুর্গাপুর ইউনিয়নের উত্তর মাগুরা মহাশ্মশান কালীমন্দিরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় স্থানীয়রা হাতেনাতে এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে।
৪২ মিনিট আগে