Ajker Patrika

বরিশালে ট্রেড লাইসেন্স নবায়ন দিচ্ছেন না মেয়র: খোকন সেরনিয়াবাত

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
আপডেট : ২৮ মে ২০২৩, ২২: ৪৩
বরিশালে ট্রেড লাইসেন্স নবায়ন দিচ্ছেন না মেয়র: খোকন সেরনিয়াবাত

বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে নৌকার মেয়র প্রার্থী আবুল খায়ের আবদুল্লাহ ওরফে খোকন সেরনিয়াবাত বলেছেন, ‘বরিশাল বিসিক শিল্পনগরীর কোনো প্রতিষ্ঠানকে বর্তমান মেয়র ট্রেড লাইসেন্স নবায়ন দিচ্ছেন না। এমনকি নারী ব্যবসায়ীরা ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও মেয়রের দেখা পাচ্ছেন না। তাঁরা তাঁদের সমস্যার কথা বলতে পারছেন না। আমি মেয়র নির্বাচিত হলে এ সমস্যাগুলো আর থাকবে না।’
 
আজ রোববার দুপুরে নগরীর একটি হোটেলের হলরুমে ব্যবসায়ী নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় মেয়র প্রার্থী খোকন সেরনিয়াবাত বর্তমান মেয়র ভাতিজা সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর সমালোচনা করে এসব কথা বলেন। বরিশাল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ও বরিশাল উইমেন্স চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির যৌথ আয়োজনে এ মতবিনিময় সভা হয়। 

বরিশাল মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সিআইপি প্রেসিডেন্ট নিজাম উদ্দিন এতে সভাপতিত্ব করেন।  সভায় বক্তব্য দেন কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা বলরাম পোদ্দার ও মশিউর রহমান, মেট্রোপলিটন চেম্বার অব কমার্সের ভাইস প্রেসিডেন্ট হান্নান মল্লিক, চট্টগ্রাম পোর্টল্যান্ড গ্রুপের চেয়ারম্যান মিজানুর রহমান, মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হক খান মামুন, চেম্বারের পরিচালক রেজিন উল কবির, বরিশাল উইমেন্স চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি বিলকিস আহমেদ লিলি প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতীয় গোয়েন্দা সংস্থা র-এর ওপর নিষেধাজ্ঞার সুপারিশ মার্কিন ফেডারেল সংস্থার

চীনের আগে ভারত সফরে যেতে চেয়েছিলেন ড. ইউনূস: দ্য হিন্দুকে প্রেস সচিব

ভারত নিয়ে পশ্চিমবঙ্গে রিকশাচালকের সঙ্গে তর্ক, বাংলাদেশিকে ফেরত

ভারতকে ভয়ংকর মাদক ফেন্টানিলের কাঁচামাল সরবরাহকারী বলল তুলসী গ্যাবার্ডের দপ্তর

বাংলাদেশকে ‘ধন্যবাদ’ দিয়ে রাফিনহাকে বিনয়ী হতে বললেন এনজো

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত