Ajker Patrika

খাগড়াছড়িতে পর্যটকবাহী বাস উল্টে আহত ১০

খাগড়াছড়ি প্রতিনিধি 
আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৪, ১৪: ৪১
খাগড়াছড়িতে উল্টে যাওয়া পর্যটকবাহী বাস। ছবি: সংগৃহীত
খাগড়াছড়িতে উল্টে যাওয়া পর্যটকবাহী বাস। ছবি: সংগৃহীত

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় পর্যটকবাহী বাস উল্টে অন্তত ১০ জন আহত হয়েছে। আজ বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সকালে উপজেলার আলুটিলার পর্যটনকেন্দ্রে এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতদের সঙ্গে কথা বলে জানা গেছে, রাজবাড়ীর আমিনা খাতুন বিদ্যাপীঠ থেকে ১৭ জন শিক্ষক কমফোর্ট গোল্ডেন এক্সপ্রেস নামের বাসে করে খাগড়াছড়ি আসছিলেন। আলুটিলা আসতেই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মাঝ সড়কে উল্টে যায়। তাতে ১০ জন আহত হয়।

খাগড়াছড়ি ট্রাফিক পুলিশের পরিদর্শক সুমন জাহিদ বলেন, ‘আমার ধারণা, চালক ঘুমিয়ে পড়েছিলেন। তাতে বাসটি পাহাড়ের সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে যায়।’

খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) রিপল বাপ্পি বলেন, বাস দুর্ঘটনায় আহত ১০ জনকে খাগড়াছড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে দুজনের আঘাতটা একটু বেশি। তবে আপাতত কেউ আশঙ্কাজনক নেই।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল বাতেন মৃধা আজকের পত্রিকাকে বলেন, আহতদের মধ্যে কয়েকজনের হাত-পা ভেঙেছে। অন্যদের অবস্থা বেশি গুরুতর নয়।

এদিকে বাসটি সড়কের ওপর উল্টে যাওয়ায় উভয় প্রান্তে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। খাগড়াছড়ির সঙ্গে কয়েক ঘণ্টা ঢাকা-চট্টগ্রামে যান চলাচল বন্ধ ছিল। তবে বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাসা ভাড়ার টাকা নেই, অফিসের টয়লেটেই থাকছেন চীনা তরুণী

ঈদের মোনাজাতে খালেদা জিয়ার নাম না বলায় ইমামকে হেনস্তা, চাকরিচ্যুতির হুমকি

ঈদগাহে ‘জয় বাংলা’ স্লোগান: আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষে গুলিবিদ্ধসহ আহত ৫

কোম্পানি দেউলিয়া, দেড় কোটি মানুষের ডিএনএ ডেটার এখন কী হবে

ঈদের নামাজের মধ্যে ইমামকে হত্যাচেষ্টা, চাপাতিসহ যুবক আটক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত