Ajker Patrika

খুঁটিতে বেঁধে ইলেকট্রিশিয়ানকে নির্যাতনের ঘটনায় গ্রেপ্তার ২

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি 
কুমিল্লা হাসপাতালে চিকিৎসাধীন ইমরান হোসেন। ছবি: সংগৃহীত
কুমিল্লা হাসপাতালে চিকিৎসাধীন ইমরান হোসেন। ছবি: সংগৃহীত

কুমিল্লার চৌদ্দগ্রামে খুঁটিতে বেঁধে যুবককে নির্যাতনের ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার দুপুরে তাঁদের গ্রেপ্তার করা হয়।

এর আগে গত শুক্রবার রাতে উপজেলার দৌলতপুর গ্রামে ইমরান হোসেন নামের এক যুবককে বৈদ্যুতিক খুঁটিতে বেঁধে নির্যাতনের ঘটনা ঘটে। এ ঘটনায় ১৮ জনের বিরুদ্ধে মামলা করা হয়।

গ্রেপ্তার দুজন হলেন দৌলতপুর গ্রামের এছাক মিয়াজী (৫০) ও মো. রুবেল (২৫)।

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গত শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে প্রায় রাত ৯টা পর্যন্ত এ নির্যাতন চলে। এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে একই গ্রামের শহিদুর রেজা রতন মিয়াজীকে প্রধান আসামি করে ১৮ জনের বিরুদ্ধে থানায় মামলা করেন।

ওসি আরও বলেন, মামলার এজাহারভুক্ত আসামি এছাক মিয়াজী ও রুবেলকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চকরিয়া থানার ওসিকে প্রত্যাহারের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার

হোয়াইট হাউসে মধ্যাহ্নভোজের আগেই বের হয়ে যেতে বলা হয় জেলেনস্কিকে

‘আমাদের অনুমতি ছাড়া কাউকে গ্রেপ্তার করলে থানা ঘেরাও করব’, সরকারি কর্মকর্তার বক্তব্য ভাইরাল

সৈয়দ জামিলের অভিযোগের জবাবে যা লিখলেন সংস্কৃতি উপদেষ্টা

বগুড়ায় ঘরে ঢুকে মা-মেয়েকে কুপিয়ে হত্যা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত