কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজারের টেকনাফ উপকূলে বৈরী আবহাওয়ার কবলে পড়ে একটি মাছ ধরার ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এ সময় ট্রলারে থাকা ৪ জেলে আরেকটি ট্রলারে উঠতে সক্ষম হলেও এক জেলে নিখোঁজ রয়েছে।
আজ শুক্রবার উপজেলার শাহপরীর দ্বীপ পশ্চিম পাড়া উপকূলের বঙ্গোপসাগরে এ দুর্ঘটনা ঘটে।
নিখোঁজ জেলের নাম আবদুর রহমান। তিনি শাহপরীর দ্বীপ ৭ নম্বর ওয়ার্ডের মাঝের পাড়া গ্রামের হাফেজ উল্লাহর ছেলে।
এ তথ্য নিশ্চিত করেছেন শাহপরীর দ্বীপ পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) নাজমুল হক। তিনি বলেন, কয়েক দিন ধরে বৈরী আবহাওয়ার কারণে সাগর উত্তাল রয়েছে। এ কারণে ট্রলারটিও দুর্ঘটনার শিকার হয়েছে।
সাবরাং ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের (ইউপি) সদস্য আবদুল মান্নান জানান, ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ আব্দুর রহমানের সন্ধানে সাগরে টহলে নেমেছে কোস্টগার্ড ও স্থানীয় জেলেরা।
ডুবে যাওয়া ট্রলারটির মালিক বকসু মিয়া জানান, প্রতিদিনের মতো ট্রলার নিয়ে পাঁচজন মাঝিমাল্লা সাগরে মাছ শিকারে যায়। মাছ শিকার করে ফেরার সময় শাহপরীর দ্বীপ উপকূলে সাগরের একটি ঢেউয়ের আঘাতে ট্রলারটি কাত হয়ে ডুবে যায়। তাৎক্ষণিক মাঝিসহ ৪ জন সাঁতরে আরেকটি ট্রলারে উঠে পড়ে। কিন্তু রহমত উল্লাহ নামের এক জেলে উঠতে পারেনি। তিনি নিখোঁজ রয়েছেন। অন্যরা নিরাপদে বাড়ি ফিরেছেন।
এর আগে ২৪ জুলাই একই এলাকায় ট্রলার ও স্পিডবোট ডুবে তিন যুবকের মৃত্যু হয়েছে।
কক্সবাজারের টেকনাফ উপকূলে বৈরী আবহাওয়ার কবলে পড়ে একটি মাছ ধরার ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এ সময় ট্রলারে থাকা ৪ জেলে আরেকটি ট্রলারে উঠতে সক্ষম হলেও এক জেলে নিখোঁজ রয়েছে।
আজ শুক্রবার উপজেলার শাহপরীর দ্বীপ পশ্চিম পাড়া উপকূলের বঙ্গোপসাগরে এ দুর্ঘটনা ঘটে।
নিখোঁজ জেলের নাম আবদুর রহমান। তিনি শাহপরীর দ্বীপ ৭ নম্বর ওয়ার্ডের মাঝের পাড়া গ্রামের হাফেজ উল্লাহর ছেলে।
এ তথ্য নিশ্চিত করেছেন শাহপরীর দ্বীপ পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) নাজমুল হক। তিনি বলেন, কয়েক দিন ধরে বৈরী আবহাওয়ার কারণে সাগর উত্তাল রয়েছে। এ কারণে ট্রলারটিও দুর্ঘটনার শিকার হয়েছে।
সাবরাং ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের (ইউপি) সদস্য আবদুল মান্নান জানান, ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ আব্দুর রহমানের সন্ধানে সাগরে টহলে নেমেছে কোস্টগার্ড ও স্থানীয় জেলেরা।
ডুবে যাওয়া ট্রলারটির মালিক বকসু মিয়া জানান, প্রতিদিনের মতো ট্রলার নিয়ে পাঁচজন মাঝিমাল্লা সাগরে মাছ শিকারে যায়। মাছ শিকার করে ফেরার সময় শাহপরীর দ্বীপ উপকূলে সাগরের একটি ঢেউয়ের আঘাতে ট্রলারটি কাত হয়ে ডুবে যায়। তাৎক্ষণিক মাঝিসহ ৪ জন সাঁতরে আরেকটি ট্রলারে উঠে পড়ে। কিন্তু রহমত উল্লাহ নামের এক জেলে উঠতে পারেনি। তিনি নিখোঁজ রয়েছেন। অন্যরা নিরাপদে বাড়ি ফিরেছেন।
এর আগে ২৪ জুলাই একই এলাকায় ট্রলার ও স্পিডবোট ডুবে তিন যুবকের মৃত্যু হয়েছে।
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পরিবেশবান্ধব মালচিং পদ্ধতিতে সবজি চাষ বাড়ছে। বিষমুক্ত এই পদ্ধতিতে ফলন ভালো হওয়ায় লাভবান হচ্ছেন কৃষকেরা। এ ছাড়া চাষাবাদে খরচ কম লাগছে।
১৩ মিনিট আগেরংপুর বিভাগীয় সনাতনী সমাবেশস্থল পরিবর্তন করা হয়েছে। রংপুর জেলা স্কুল মাঠে সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা পরিবর্তন করে শহর থেকে প্রায় ৫ কিলোমিটার দূরে মাহীগঞ্জ কলেজ মাঠে আয়োজন করা হচ্ছে...
২৮ মিনিট আগেবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহীর অন্যতম ‘সমন্বয়ক’ সোহেল রানাকে ‘ভুয়া’ বলে আখ্যায়িত করেছে ছাত্রদল। আজ শুক্রবার বেলা ১১টায় নগরের একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলন করে সোহেল রানাকে হাতুড়িপেটার অভিযোগও অস্বীকার করেছে রাজশাহী নগর ছাত্রদল...
৩২ মিনিট আগেদেশের বিভিন্ন অঞ্চল থেকে এক কোটি ৮০ লাখ মানুষের অনুসমর্থনের ভিত্তিতে একটি বিশেষ আইন প্রণয়নের জন্য গত ৪ বছর ধরে আমাদের এই সংগঠন কাজ করছে। গত ১৮ আগস্ট শাহবাগ চত্বরে এক সংহতি সমাবেশের মাধ্যমে আমরা প্রধান উপদেষ্টা বরাবর...
৪১ মিনিট আগে