Ajker Patrika

কুমিল্লা-১: নির্বাচন থেকে সরে দাঁড়ালেন সুবিদ আলী ও স্ত্রী

দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি
কুমিল্লা-১: নির্বাচন থেকে সরে দাঁড়ালেন সুবিদ আলী ও স্ত্রী

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-১ আসন (দাউদকান্দি-তিতাস) থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সরে দাঁড়িয়েছেন বর্তমান সংসদ সদস্য ও তাঁর স্ত্রী। গতকাল বৃহস্পতিবার শেষ দিনেও মনোনয়নপত্র জমা দেননি তাঁরা। এ আসন থেকে মোট ১২ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। 

এ সব তথ্য নিশ্চিত করেছেন দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. মহিনুল হাসান। 

এ আসনে যাঁরা মনোনয়নপত্র জমা দিয়েছেন তাঁরা হলেন–আওয়ামী লীগ মনোনীত ইঞ্জিনিয়ার আব্দুস সবুর, জাতীয় পার্টি থেকে আমির হোসেন ভূঁইয়া, ইসলামি ঐক্য জোটের নাসির উদ্দিন, জাকের পার্টির ওবায়দুল হক, তৃণমূল-বিএনপির মহসিন আলম ভূঁইয়া, সুলতান জিসান আহমেদ, জাসদ থেকে ধীমন বড়ুয়া, স্বতন্ত্র থেকে ব্যারিস্টার নাঈম হাসান ও ফারুক হোসেন আকন্দ, সাংস্কৃতিক গণমুক্তি জোটের মোহাম্মদ জসিম উদ্দিন, তরিকত ফেডারেশনের মো. জাকির হোসেন ও বাংলাদেশ সুপ্রিম পার্টির শাহজাদা সৈয়দ সাইফুদ্দিন আহম্মেদ মনোনয়নপত্র দাখিল করেছেন। 

এদিকে নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশগ্রহণ করতে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন বর্তমান সংসদ সদস্য সুবিদ আলী ভুঁইয়া ও তাঁর স্ত্রী মাহমুদা ভুঁইয়া। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন গতকাল বৃহস্পতিবার তাঁরা মনোনয়নপত্র জমা দেননি। 

সুবিদ আলী ভুইয়ার ছেলে দাউদকান্দি উপজেলা চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী আজকের পত্রিকাকে বলেন, ‘মনোনয়নপত্র সংগ্রহের পর প্রধানমন্ত্রীর শেখ হাসিনার সঙ্গে আমরা দেখা করি। আমাদের স্বতন্ত্র নির্বাচন না করার জন্য নির্দেশ দিয়েছেন। নেত্রীর নির্দেশের পরিপ্রেক্ষিতে, জেনারেল ভূঁইয়া এবং উনার পরিবার স্বতন্ত্র নির্বাচন করা থেকে বিরত রয়েছি। আমরা নৌকার পক্ষে কাজ করে, নৌকাকে বিজয় করব ইনশা আল্লাহ।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত