Ajker Patrika

টেকনাফে রোহিঙ্গাবোঝাই নৌকাডুবি: মৃতের সংখ্যা বেড়ে ৭

কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজারের টেকনাফে নৌকা ডুবে নিখোঁজ রোহিঙ্গাদের সন্ধানে বিজিবির সদস্যরা উদ্ধার অভিযান চালান। ছবি: সংগৃহীত
কক্সবাজারের টেকনাফে নৌকা ডুবে নিখোঁজ রোহিঙ্গাদের সন্ধানে বিজিবির সদস্যরা উদ্ধার অভিযান চালান। ছবি: সংগৃহীত

মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টাকালে কক্সবাজারের টেকনাফের নাফ নদীতে নৌকাডুবির ঘটনায় ছয় রোহিঙ্গার লাশ উদ্ধার করা হয়েছে। ওই ঘটনায় উদ্ধার অভিযানে গিয়ে নিখোঁজ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) এক সদস্যেরও লাশ উদ্ধার করা হয়।

আজ রোববার দুপুরে বিজিবির সদস্য ও আগের দিন গতকাল শনিবার সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত নিখোঁজ ছয় রোহিঙ্গার লাশ ভাসমান অবস্থায় পাওয়া যায়।

উদ্ধার বিজিবির সদস্য বিল্লাল হাসানের লাশ ময়নাতদন্ত শেষে তাঁর গ্রামের বাড়ি কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার দারোরা ইউনিয়নের কাজিয়াতলে নিয়ে যাওয়া হয়। তিনি ওই এলাকার বজলুর রহমানের ছেলে। বিল্লাল টেকনাফের শাহপরীর দ্বীপে বিজিবির ফাঁড়িতে সিপাহি হিসেবে কর্মরত ছিলেন।

টেকনাফে নৌকাডুবির ঘটনায় রোহিঙ্গাদের উদ্ধারে গিয়ে মারা যাওয়া বিজিবি সদস্য মো. বিল্লাল হাসান। ছবি: সংগৃহীত
টেকনাফে নৌকাডুবির ঘটনায় রোহিঙ্গাদের উদ্ধারে গিয়ে মারা যাওয়া বিজিবি সদস্য মো. বিল্লাল হাসান। ছবি: সংগৃহীত

বিজিবির টেকনাফ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান বলেন, দীর্ঘ ৩২ ঘণ্টা উদ্ধার অভিযান চালিয়ে আজ দুপুর ১২টার দিকে নিখোঁজ বিজিবি সদস্য সিপাহি বিল্লালের মরদেহ শাহপরীর দ্বীপ ও সেন্টমার্টিনের মাঝামাঝি গভীর সমুদ্রে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়।

এদিকে বিকেল সাড়ে ৪টার দিকে কক্সবাজার সদর হাসপাতালে ময়নাতদন্তের পর বিল্লাল হাসানের মরদেহ বিজিবির কক্সবাজার রিজিয়ন দপ্তরে নেওয়া হয়। সেখানে মরদেহের গোসল ও প্রথম নামাজের পর বিজিবির সদস্যদের একটি দল বিল্লালের মরদেহ কুমিল্লার গ্রামের বাড়ির উদ্দেশে রওনা দেয়। এ ছাড়া ৬ রোহিঙ্গার মরদেহ স্থানীয় প্রশাসনের সহায়তায় দমদমিয়া কবরস্থানে জানাজা শেষে দাফন করা হয়েছে।

এর আগে গতকাল সকালে নাফ নদীর মোহনা হয়ে টেকনাফ উপজেলার শাহপরীর দ্বীপের পশ্চিম উপকূলের দিকে অনুপ্রবেশকালে রোহিঙ্গাবোঝাই ইঞ্জিনচালিত একটি নৌকা ডুবে যায়। খবর পেয়ে সাগর উপকূল থেকে বিজিবি স্থানীয় জেলেদের সহায়তায় ২৫ রোহিঙ্গা নারী, পুরুষ ও শিশুকে উদ্ধার করে। নৌকাটি উদ্ধার করতে গিয়ে সাগরে নিখোঁজ হয়েছিলেন বিজিবি সদস্য বিল্লাল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতীয় গোয়েন্দা সংস্থা র-এর ওপর নিষেধাজ্ঞার সুপারিশ মার্কিন ফেডারেল সংস্থার

ভারত নিয়ে পশ্চিমবঙ্গে রিকশাচালকের সঙ্গে তর্ক, বাংলাদেশিকে ফেরত

চীনের আগে ভারত সফরে যেতে চেয়েছিলেন ড. ইউনূস: দ্য হিন্দুকে প্রেস সচিব

আকরামদের প্রথম খবর দেওয়া হয়েছিল, তামিম আর নেই

ভারতকে ভয়ংকর মাদক ফেন্টানিলের কাঁচামাল সরবরাহকারী বলল তুলসী গ্যাবার্ডের দপ্তর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত