কক্সবাজার প্রতিনিধি
মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টাকালে কক্সবাজারের টেকনাফের নাফ নদীতে নৌকাডুবির ঘটনায় ছয় রোহিঙ্গার লাশ উদ্ধার করা হয়েছে। ওই ঘটনায় উদ্ধার অভিযানে গিয়ে নিখোঁজ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) এক সদস্যেরও লাশ উদ্ধার করা হয়।
আজ রোববার দুপুরে বিজিবির সদস্য ও আগের দিন গতকাল শনিবার সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত নিখোঁজ ছয় রোহিঙ্গার লাশ ভাসমান অবস্থায় পাওয়া যায়।
উদ্ধার বিজিবির সদস্য বিল্লাল হাসানের লাশ ময়নাতদন্ত শেষে তাঁর গ্রামের বাড়ি কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার দারোরা ইউনিয়নের কাজিয়াতলে নিয়ে যাওয়া হয়। তিনি ওই এলাকার বজলুর রহমানের ছেলে। বিল্লাল টেকনাফের শাহপরীর দ্বীপে বিজিবির ফাঁড়িতে সিপাহি হিসেবে কর্মরত ছিলেন।
বিজিবির টেকনাফ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান বলেন, দীর্ঘ ৩২ ঘণ্টা উদ্ধার অভিযান চালিয়ে আজ দুপুর ১২টার দিকে নিখোঁজ বিজিবি সদস্য সিপাহি বিল্লালের মরদেহ শাহপরীর দ্বীপ ও সেন্টমার্টিনের মাঝামাঝি গভীর সমুদ্রে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়।
এদিকে বিকেল সাড়ে ৪টার দিকে কক্সবাজার সদর হাসপাতালে ময়নাতদন্তের পর বিল্লাল হাসানের মরদেহ বিজিবির কক্সবাজার রিজিয়ন দপ্তরে নেওয়া হয়। সেখানে মরদেহের গোসল ও প্রথম নামাজের পর বিজিবির সদস্যদের একটি দল বিল্লালের মরদেহ কুমিল্লার গ্রামের বাড়ির উদ্দেশে রওনা দেয়। এ ছাড়া ৬ রোহিঙ্গার মরদেহ স্থানীয় প্রশাসনের সহায়তায় দমদমিয়া কবরস্থানে জানাজা শেষে দাফন করা হয়েছে।
এর আগে গতকাল সকালে নাফ নদীর মোহনা হয়ে টেকনাফ উপজেলার শাহপরীর দ্বীপের পশ্চিম উপকূলের দিকে অনুপ্রবেশকালে রোহিঙ্গাবোঝাই ইঞ্জিনচালিত একটি নৌকা ডুবে যায়। খবর পেয়ে সাগর উপকূল থেকে বিজিবি স্থানীয় জেলেদের সহায়তায় ২৫ রোহিঙ্গা নারী, পুরুষ ও শিশুকে উদ্ধার করে। নৌকাটি উদ্ধার করতে গিয়ে সাগরে নিখোঁজ হয়েছিলেন বিজিবি সদস্য বিল্লাল।
মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টাকালে কক্সবাজারের টেকনাফের নাফ নদীতে নৌকাডুবির ঘটনায় ছয় রোহিঙ্গার লাশ উদ্ধার করা হয়েছে। ওই ঘটনায় উদ্ধার অভিযানে গিয়ে নিখোঁজ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) এক সদস্যেরও লাশ উদ্ধার করা হয়।
আজ রোববার দুপুরে বিজিবির সদস্য ও আগের দিন গতকাল শনিবার সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত নিখোঁজ ছয় রোহিঙ্গার লাশ ভাসমান অবস্থায় পাওয়া যায়।
উদ্ধার বিজিবির সদস্য বিল্লাল হাসানের লাশ ময়নাতদন্ত শেষে তাঁর গ্রামের বাড়ি কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার দারোরা ইউনিয়নের কাজিয়াতলে নিয়ে যাওয়া হয়। তিনি ওই এলাকার বজলুর রহমানের ছেলে। বিল্লাল টেকনাফের শাহপরীর দ্বীপে বিজিবির ফাঁড়িতে সিপাহি হিসেবে কর্মরত ছিলেন।
বিজিবির টেকনাফ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান বলেন, দীর্ঘ ৩২ ঘণ্টা উদ্ধার অভিযান চালিয়ে আজ দুপুর ১২টার দিকে নিখোঁজ বিজিবি সদস্য সিপাহি বিল্লালের মরদেহ শাহপরীর দ্বীপ ও সেন্টমার্টিনের মাঝামাঝি গভীর সমুদ্রে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়।
এদিকে বিকেল সাড়ে ৪টার দিকে কক্সবাজার সদর হাসপাতালে ময়নাতদন্তের পর বিল্লাল হাসানের মরদেহ বিজিবির কক্সবাজার রিজিয়ন দপ্তরে নেওয়া হয়। সেখানে মরদেহের গোসল ও প্রথম নামাজের পর বিজিবির সদস্যদের একটি দল বিল্লালের মরদেহ কুমিল্লার গ্রামের বাড়ির উদ্দেশে রওনা দেয়। এ ছাড়া ৬ রোহিঙ্গার মরদেহ স্থানীয় প্রশাসনের সহায়তায় দমদমিয়া কবরস্থানে জানাজা শেষে দাফন করা হয়েছে।
এর আগে গতকাল সকালে নাফ নদীর মোহনা হয়ে টেকনাফ উপজেলার শাহপরীর দ্বীপের পশ্চিম উপকূলের দিকে অনুপ্রবেশকালে রোহিঙ্গাবোঝাই ইঞ্জিনচালিত একটি নৌকা ডুবে যায়। খবর পেয়ে সাগর উপকূল থেকে বিজিবি স্থানীয় জেলেদের সহায়তায় ২৫ রোহিঙ্গা নারী, পুরুষ ও শিশুকে উদ্ধার করে। নৌকাটি উদ্ধার করতে গিয়ে সাগরে নিখোঁজ হয়েছিলেন বিজিবি সদস্য বিল্লাল।
চট্টগ্রামভিত্তিক শিল্প গ্রুপ ইউনিট্যাক্সের ১ হাজার ৫৮৬ শতক সম্পত্তি নিলামে তুলেছে ইসলামী ব্যাংক। গ্রুপটির অঙ্গ প্রতিষ্ঠান ইউনিট্যাক্স এলপি গ্যাস লিমিটেডের ২ হাজার ২৩ কোটি টাকা পাওনা খেলাপি হওয়ায় ব্যাংকটির ওআর নিজাম রোড শাখা এই নিলাম আহ্বান করে।
২ মিনিট আগেপিরোজপুরের কথিত যুবলীগ নেতা বাবু হাওলাদার ওরফে মদ বাবু ঢাকায় গ্রেপ্তার হয়েছেন। আজ বুধবার দুপুরে ডিবি পুলিশের একটি টিম গুলশান এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে। বাবু পিরোজপুর সদর উপজেলার শারিকতলা ইউনিয়নের রানীপুর গ্রামের আব্দুর রশিদ শেখের ছেলে।
২ ঘণ্টা আগেজ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ঢাকা কেন্দ্রীয় কর জরিপ অঞ্চলের কর কমিশনার গণেশ চন্দ্র মণ্ডল ও তাঁর স্ত্রী ডা. সবিতা মল্লিকের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার (২৫ মার্চ) দুদকের খুলনা সমন্বিত জেলা কার্যালয়ে এ মামলা করেন দুদকের সহকারী পরিচালক মাহমুদুল হাসান শুভ্র।
২ ঘণ্টা আগেঅবশেষে ১৫ লাখ টাকায় বিক্রি হলো মাত্র চারজন নিয়ে গড়ে ওঠা ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার আলোচিত সেই উমানাথপুর গ্রাম। চার মাস আগে এই গ্রামের মালিক মো. সিরাজুল হক সরকার স্থানীয় আব্দুল মন্নাছের কাছে গ্রামটি বিক্রি করেন। তবে আজ বুধবার বিকেলে গ্রামটি বিক্রির ঘটনা প্রকাশ পায় বলে জানান এলাকাবাসী।
২ ঘণ্টা আগে