চাটখিলে বিএনপি ও যুবদলের সংঘর্ষে আহত ১০

চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি 
Thumbnail image
প্রতীকী ছবি

নোয়াখালী চাটখিলে বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভায় বিএনপি এবং যুবদলের সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। এ সময় গোলাগুলির ঘটনা ঘটে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার কড়িহাটি উচ্চ বিদ্যালয় মাঠে এই ঘটনা ঘটে।

আহতদের মধ্যে তিনজনকে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকিরা স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন বলে জানা গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

সংঘর্ষের বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফিরোজ উদ্দীন চৌধুরীর। তিনি, এই ঘটনায় থানায় এখনো কোনো মামলা হয়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত রোববার সন্ধ্যায় বিজয় দিবস উপলক্ষে নোয়াখলা ইউনিয়ন বিএনপির সভাপতি ওমর ফারুকের নেতৃত্বে কড়িহাটি উচ্চ বিদ্যালয় মাঠে বিজয় দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সভায় স্থানীয় বিএনপি-যুবদলের অনেকেই অংশ গ্রহণ করেননি। গতকাল মঙ্গলবার বিকেলে একই স্থানে উপজেলা যুবদল নেতা জগলুর নেতৃত্বে বিজয় দিবসের আলোচনা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সভা শেষের দিকে ওমর ফারুকের নেতৃত্বে জাহিদসহ একদল নেতা-কর্মী ওই সভায় অংশ গ্রহণকারীদের ওপর হামলা করেন। এ সময় উভয়পক্ষ সংঘর্ষে জড়িয় পড়েন। এতে কমপক্ষে ১০ জন আহত হন। সংঘর্ষের সময় জাহিদের বিরুদ্ধে গুলি ছোড়ার অভিযোগ তোলেন এলাকাবাসী। আতঙ্কে স্থানীয় কড়িহাটি বাজারের দোকানপাট বন্ধ করে লোকজন এলাকা ত্যাগ করেন।

আহতদের মধ্যে যুবদলের নেতা নাছির উদ্দিন (৩৭), টিপু (৩৫) ও রাশেদকে (৩৯) চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। আহত অন্যরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছে বলে জানান স্থানীয় লোকজন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কারা পরিদর্শক হলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক

ট্রাম্পের অভিষেক: সি আমন্ত্রণ পেলেও পাননি মোদি, থাকছেন আরও যাঁরা

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতিকে বিচারের মুখোমুখি করতে হবে: সলিমুল্লাহ খান

দেওয়ানি মামলা দ্রুত নিষ্পত্তিতে একগুচ্ছ সুপারিশ কমিশনের

সংস্কারের কিছু প্রস্তাবে মনঃক্ষুণ্ন বিএনপি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত