কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজারের রামুতে সংরক্ষিত বনে অসুস্থ হয়ে একটি বন্য হাতির মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের দরিয়ারদীঘি এলাকার সংরক্ষিত বনে হাতিটি মারা যায়।
কক্সবাজার দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. সারোয়ার আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়, দক্ষিণ বন বিভাগের রাজা কূল রেঞ্জের আওতাধীন সংরক্ষিত বনের ওই এলাকায় আজ সকালে হাতিটি পড়ে থাকতে দেখে এলাকাবাসী বন বিভাগকে খবর দেয়। প্রাথমিকভাবে পুরুষ জাতের এ হাতিটি অসুস্থাজনিত কারণে মারা গেছে বলে ধারণা করা হচ্ছে। হাতিটির বয়স আনুমানিক ৩০ থেকে ৩২ বছর। ময়নাতদন্তের পর বিকেলে হাতিটি মাটি চাপা দেওয়া হয়।
ময়নাতদন্তে অংশ নেওয়া রামু উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. অসীম বরণ সেন আজকের পত্রিকাকে বলেন, ‘অসুস্থতার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি হাতিটির মৃত্যু হয়েছে। তবে শরীরে কোনো ধরনের আঘাতের চিহ্ন দেখা যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা যায়, অসুস্থতা জনিত এবং স্ট্রোক করে হাতিটির মৃত্যু হতে পারে। তবে, ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
পরিবেশবাদী সংগঠন পিপলস এনভায়রনমেন্টের প্রধান নির্বাহী রাশেদুল মজিদ আজকের পত্রিকাকে বলেন, ‘প্রায় সময় কক্সবাজারের সংরক্ষিত বনে বন্য হাতি মারা পড়ছে। কী কারণে, কেন হাতির মৃত্যু হচ্ছে-তা অনুসন্ধান জরুরি। না হয় বন্য হাতি বিলুপ্ত হয়ে পড়বে।’
উল্লেখ্য, এর আগে গত ১১ জুন চকরিয়ার খুটাখালী বনে দুর্বৃত্তের গুলিতে একটি হাতি মারা যায়। এ নিয়ে চলতি বছর কক্সবাজারে চারটি বন্য হাতি মারা পড়েছে।
কক্সবাজারের রামুতে সংরক্ষিত বনে অসুস্থ হয়ে একটি বন্য হাতির মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের দরিয়ারদীঘি এলাকার সংরক্ষিত বনে হাতিটি মারা যায়।
কক্সবাজার দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. সারোয়ার আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়, দক্ষিণ বন বিভাগের রাজা কূল রেঞ্জের আওতাধীন সংরক্ষিত বনের ওই এলাকায় আজ সকালে হাতিটি পড়ে থাকতে দেখে এলাকাবাসী বন বিভাগকে খবর দেয়। প্রাথমিকভাবে পুরুষ জাতের এ হাতিটি অসুস্থাজনিত কারণে মারা গেছে বলে ধারণা করা হচ্ছে। হাতিটির বয়স আনুমানিক ৩০ থেকে ৩২ বছর। ময়নাতদন্তের পর বিকেলে হাতিটি মাটি চাপা দেওয়া হয়।
ময়নাতদন্তে অংশ নেওয়া রামু উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. অসীম বরণ সেন আজকের পত্রিকাকে বলেন, ‘অসুস্থতার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি হাতিটির মৃত্যু হয়েছে। তবে শরীরে কোনো ধরনের আঘাতের চিহ্ন দেখা যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা যায়, অসুস্থতা জনিত এবং স্ট্রোক করে হাতিটির মৃত্যু হতে পারে। তবে, ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
পরিবেশবাদী সংগঠন পিপলস এনভায়রনমেন্টের প্রধান নির্বাহী রাশেদুল মজিদ আজকের পত্রিকাকে বলেন, ‘প্রায় সময় কক্সবাজারের সংরক্ষিত বনে বন্য হাতি মারা পড়ছে। কী কারণে, কেন হাতির মৃত্যু হচ্ছে-তা অনুসন্ধান জরুরি। না হয় বন্য হাতি বিলুপ্ত হয়ে পড়বে।’
উল্লেখ্য, এর আগে গত ১১ জুন চকরিয়ার খুটাখালী বনে দুর্বৃত্তের গুলিতে একটি হাতি মারা যায়। এ নিয়ে চলতি বছর কক্সবাজারে চারটি বন্য হাতি মারা পড়েছে।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) প্রশাসন জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের রক্তের সঙ্গে বেইমানি করছে বলে অভিযোগ করেছে শিক্ষার্থীদের একাংশ। আজ বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এক মানববন্ধনে তাঁরা এ অভিযোগ করেন।
৫ মিনিট আগেপদ্মা বহুমুখী সেতু প্রকল্পে ভূমি অধিগ্রহণে দুর্নীতির অভিযোগে একজন সিনিয়র সহকারী সচিব ও দুই সার্ভেয়ারসহ ২৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মামলায় তাঁদের বিরুদ্ধে ভূমি মালিকদের ক্ষতিপূরণের প্রায় ১০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে...
২৩ মিনিট আগেকুমিল্লার আদর্শ সদর উপজেলার পালপাড়া এলাকায় গোমতী নদীর চর থেকে মাটি কাটার অভিযোগে সাতটি ট্রাক জব্দ করা হয়েছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাত ১২টা থেকে আজ বুধবার ভোররাত ৬টা পর্যন্ত উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানজিনা জাহান এই অভিযান চালান।
৩১ মিনিট আগেকারাগারে বন্দীদের সঙ্গে দেখা করতে আসা স্বজনদের ভোগান্তিতে পড়তে হচ্ছে। মোবাইল ফোন নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা ও কারারক্ষীদের দুর্ব্যবহারে দর্শনার্থীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
১ ঘণ্টা আগে