‘পাওনা টাকা চাওয়ায়’ সহপাঠীকে ছুরিকাঘাত করে থানায় কিশোর

সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি
আপডেট : ২৪ অক্টোবর ২০২৩, ১৮: ১৪
Thumbnail image

নোয়াখালীর সুবর্ণচরে সাইকেল বিক্রির পাওনা টাকা চাওয়ার জেরে মারুফ হাসান রাকিব (১২) নামের অষ্টম শ্রেণির এক ছাত্রকে ছুরিকাঘাত করার অভিযোগ উঠেছে সহপাঠীর বিরুদ্ধে। গতকাল সোমবার বিকেলে উপজেলার চরক্লার্ক ইউনিয়নের চরক্লার্ক গ্রামে এই ঘটনা ঘটে। অভিযোগ ওঠা কিশোরকে থানা-হেফাজতে নিয়েছে পুলিশ। 

এদিকে গুরুতর অবস্থায় গতকাল সন্ধ্যার দিকে জেলা শহরের একটি বেসরকারি হাসপাতালে মারুফকে ভর্তি করা হয়। সেখানে তার প্রথম ধাপে অস্ত্রোপচার করা হয়েছে। এরপর তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার চিকিৎসা চলছে। 

ছুরিকাঘাতে মারুফ জখম হওয়ার বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির। তিনি বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে তাৎক্ষণিক পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ ওঠা কিশোরকে থানায় নিয়ে আসা হয়েছে। পরবর্তীতে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’ 

জখম হওয়া মারুফ চরক্লার্ক গ্রামের দুবাই প্রবাসী মো. রফিক উল্যাহর ছেলে। অভিযোগ ওঠা কিশোর হলো মারুফের সহপাঠী। তারা স্থানীয় বাংলাবাজার দাখিল মাদ্রাসার অষ্টম শ্রেণির ছাত্র। 

মারুফের চাচা মো. আহসান উল্যাহ বলেন, ‘মারুফের থেকে আট হাজার টাকায় একটি সাইকেল কিনে নেয় তার এক বন্ধু। কিন্তু অনেক দিন পার হলেও টাকা না দেওয়ায় মারুফ ওই বন্ধুকে টাকার জন্য চাপ দেয়। গতকাল বিকেলে মারুফকে টাকা দেওয়ার কথা বলে স্থানীয় হালিম মাস্টারের বাড়ির পাশে সড়কের নির্জন স্থানে নিয়ে ছুরিকাঘাতে হত্যার চেষ্টা করে ওই বন্ধু। এতে মারুফের থুতনি, বুকে ও পেটে মারাত্মক জখম হয়েছে।’ 

এ বিষয়ে মাদ্রাসার সুপারিনটেনডেন্ট শেখ ফরিদ বলেন, ‘মারুফকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে নোয়াখালী জেলা সদরে পাঠানো হয়। সেখানে অস্ত্রোপচার শেষে ঢাকায় নেওয়া হয়েছে।’ 

স্থানীয় চরক্লার্ক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল বাসার বলেন, ‘মারুফের পেট কেটে ভুঁড়ি বের হয়ে গেছে। আমরা তাকে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাৎক্ষণিক অস্ত্রোপচার করেন। এখন ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন রয়েছে। সবাই তার জন্য দোয়া করবেন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত