বান্দরবান ও থানচি প্রতিনিধি
বান্দরবানের থানচি ও রুমা উপজেলায় ব্যাংক ডাকাতির ঘটনায় চাঁদের গাড়িচালক ও তিনজন কেএনএফ সদস্যসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। গতকাল রোববার রাতে থানচি ও বান্দরবান সদর এলাকার সুয়ালক চেকপোস্টে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানানো হয়েছে।
অন্যদিকে আজ সোমবার তাদের আদালতে পাঠানো হয়েছে। সেই সঙ্গে জেলার দুই উপজেলায় পরিস্থিতি মোকাবিলায় ৪টি আধুনিক সাঁজোয়া যান পাঠানো হয়েছে।
পুলিশ বলছে, জেলার থানচি ও রুমার ব্যাংক ডাকাতি, অস্ত্র লুটের ঘটনায় জড়িত থাকার অভিযোগে থানচি থেকে গাড়িচালক মোহাম্মদ কফিল উদ্দিন সাগরকে (২৮) গ্রেপ্তার করে যৌথবাহিনী। তিনি উপজেলার টিঅ্যান্ডটি পাড়া এলাকার মো. ইউছুফের ছেলে।
গ্রেপ্তার হওয়ার কুকি-চিনের সদস্যরা হলেন—ভানুনুন নুয়াম বম, জেমিনিউ বম ও আমে লনচেও বম।
এ বিষয়ে সোমবার দুপুরে বান্দরবান জেলা পুলিশ সুপার সৈকত শাহীন বলেন, ‘গত রোববার রাতে থানচি ও বান্দরবান সদরের সুয়ালক চেকপোস্ট এলাকায় অভিযান চালিয়ে ব্যাংক ডাকাতির কাজে ব্যবহৃত গাড়ির চালকসহ মোট ৪ জনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে, তাদের নামে মামলা রয়েছে।’
তিনি আরও বলেন, ‘উপজেলাগুলোতে অভিযানের অংশ হিসেবে রুমা ও থানচি উপজেলার জন্য ৪টি সাঁজোয়া যান (এপিসি) আনা হয়েছে। পরিস্থিতি বিবেচনা করে এপিসি আরও বাড়ানো হবে।’
গতকাল থেকে রুমা ও থানচিতে অভ্যন্তরীণ যান চলাচল বন্ধ রয়েছে। এরই মধ্যে যৌথবাহিনীর কম্বিং অপারেশনের প্রতিবাদে সোমবার বিকেল ৫টা থেকে বান্দরবানের রুমা, থানচি ও রোয়াংছড়ি এলাকা সমূহের সকল ধরনের যান চলাচলে অনির্দিষ্টকালের জন্য নিষেধাজ্ঞা জারি করেছে কেএনএফ।
এ বিষয়ে রুমা বাস মালিক সমিতির লাইনম্যান জাকির হোসেন জানান, সকাল থেকে রুমায় গণপরিবহনসহ অভ্যন্তরীণ যান চলাচল বন্ধ রয়েছে। প্রয়োজন ছাড়া ঘর থেকে স্থানীয়রা কেউ বের হচ্ছে না।
বান্দরবানের থানচি ও রুমা উপজেলায় ব্যাংক ডাকাতির ঘটনায় চাঁদের গাড়িচালক ও তিনজন কেএনএফ সদস্যসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। গতকাল রোববার রাতে থানচি ও বান্দরবান সদর এলাকার সুয়ালক চেকপোস্টে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানানো হয়েছে।
অন্যদিকে আজ সোমবার তাদের আদালতে পাঠানো হয়েছে। সেই সঙ্গে জেলার দুই উপজেলায় পরিস্থিতি মোকাবিলায় ৪টি আধুনিক সাঁজোয়া যান পাঠানো হয়েছে।
পুলিশ বলছে, জেলার থানচি ও রুমার ব্যাংক ডাকাতি, অস্ত্র লুটের ঘটনায় জড়িত থাকার অভিযোগে থানচি থেকে গাড়িচালক মোহাম্মদ কফিল উদ্দিন সাগরকে (২৮) গ্রেপ্তার করে যৌথবাহিনী। তিনি উপজেলার টিঅ্যান্ডটি পাড়া এলাকার মো. ইউছুফের ছেলে।
গ্রেপ্তার হওয়ার কুকি-চিনের সদস্যরা হলেন—ভানুনুন নুয়াম বম, জেমিনিউ বম ও আমে লনচেও বম।
এ বিষয়ে সোমবার দুপুরে বান্দরবান জেলা পুলিশ সুপার সৈকত শাহীন বলেন, ‘গত রোববার রাতে থানচি ও বান্দরবান সদরের সুয়ালক চেকপোস্ট এলাকায় অভিযান চালিয়ে ব্যাংক ডাকাতির কাজে ব্যবহৃত গাড়ির চালকসহ মোট ৪ জনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে, তাদের নামে মামলা রয়েছে।’
তিনি আরও বলেন, ‘উপজেলাগুলোতে অভিযানের অংশ হিসেবে রুমা ও থানচি উপজেলার জন্য ৪টি সাঁজোয়া যান (এপিসি) আনা হয়েছে। পরিস্থিতি বিবেচনা করে এপিসি আরও বাড়ানো হবে।’
গতকাল থেকে রুমা ও থানচিতে অভ্যন্তরীণ যান চলাচল বন্ধ রয়েছে। এরই মধ্যে যৌথবাহিনীর কম্বিং অপারেশনের প্রতিবাদে সোমবার বিকেল ৫টা থেকে বান্দরবানের রুমা, থানচি ও রোয়াংছড়ি এলাকা সমূহের সকল ধরনের যান চলাচলে অনির্দিষ্টকালের জন্য নিষেধাজ্ঞা জারি করেছে কেএনএফ।
এ বিষয়ে রুমা বাস মালিক সমিতির লাইনম্যান জাকির হোসেন জানান, সকাল থেকে রুমায় গণপরিবহনসহ অভ্যন্তরীণ যান চলাচল বন্ধ রয়েছে। প্রয়োজন ছাড়া ঘর থেকে স্থানীয়রা কেউ বের হচ্ছে না।
বৈষম্যবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে যাত্রাবাড়ী থানার ২টি হত্যা মামলায় নতুন করে গ্রেপ্তার দেখানো হয়েছে সাংবাদিক দম্পতি শাকিল আহমেদ ও ফারজানা রুপাকে। আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মনিরুল ইসলামের আদালত এ আদেশ দেন।
১১ মিনিট আগেক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমামের ছেলে তানভীর ইমামের সাবেক স্ত্রীর গুলশানের বাসায় তল্লাশির নামে তছনছ, ভাঙচুর ও লুটপাটের চেষ্টার ঘটনায় তিন জনকে আটক করা হয়েছে। ওই বাসার সাবেক কেয়ারটেকারই ‘তল্লাশি’ করতে জনগণকে উসকানি দিয়েছে।
২০ মিনিট আগেযশোর জেলার প্রথম নারী পুলিশ সুপার (এসপি) হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপকমিশনার রওনক জাহান। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার উপসচিব মো. মাহবুবুর রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে...
৩২ মিনিট আগেগাজীপুরের টঙ্গীতে এক তরুণীকে (১৯) দলবদ্ধ ধর্ষণ এবং ঘটনার ভিডিও ধারণ করে টাকা দাবির অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় করা মামলায় গতকাল মঙ্গলবার রাতে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্ত দুজন হলেন টঙ্গী পূর্ব থানার মরকুন মাস্টারপাড়া...
৩৭ মিনিট আগে