মাঠে গরু রাখতে গিয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু 

সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি
আপডেট : ১৯ জুন ২০২৪, ১৪: ৩০
Thumbnail image

নোয়াখালীর সুবর্ণচরে মাঠে গরু রাখতে গিয়ে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে। আজ বুধবার সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার চর ওয়াপদা ইউনিয়নের চর আমিনুল হক গ্রামে এ ঘটনা ঘটে। 

মৃত কৃষকের নাম মো. চৌধুরী মিয়া (৫০)। তিনি উপজেলার চর ওয়াপদা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের চর আমিনুল হক গ্রামের মৃত লেদু মিয়ার ছেলে। 

চর ওয়াপদা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সদস্য মো. হাজী আবুল কাশেম তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, চৌধুরী মিয়া বাড়িতে ফজরের নামাজ পড়ে জমিতে তাঁর গরু রাখতে যান। এ সময় বজ্রপাত হলে সেখানেই তাঁর মৃত্যু হয়। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে স্থানীয় পল্লি চিকিৎসকের কাছে নিলে তাঁকে মৃত ঘোষণা করেন। 

চর জব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাউসার আলম ভূঁইয়া বলেন, ‘বজ্রপাতে এক ব্যক্তি মারা গেছেন বলে শুনেছি। তবে বিষয়টি কেউ থানায় জানায়নি। খোঁজ নিয়ে বিস্তারিত বলতে পারব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত