Ajker Patrika

দাউদকান্দিতে মেডিকেল রিপ্রেজেনটেটিভদের দৌরাত্ম্যে দুর্ভোগে রোগীরা 

দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি
দাউদকান্দিতে মেডিকেল রিপ্রেজেনটেটিভদের দৌরাত্ম্যে দুর্ভোগে রোগীরা 

কুমিল্লার দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল রিপ্রেজেনটেটিভদের দৌরাত্ম্য বেড়েছে। চিকিৎসকদের সঙ্গে প্রতিনিধিদের আলাপচারিতায় সিরিয়ালে এসে রোগীদের দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হচ্ছে। বিনা অনুমতিতে কখনো জোরপূর্বক রোগীদের ব্যক্তিগত ব্যবস্থাপত্রের ছবি তোলাসহ চিকিৎসকের চেম্বারের ভেতরে-বাইরে অবস্থান করেন তাঁরা। কর্তৃপক্ষ তাঁদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ করেছেন রোগীরা। 

হাসপাতাল সূত্রে জানা গেছে, অফিস সময়ে হাসপাতালে যাওয়ার নিয়ম না থাকলেও সকাল ১০টার আগেই দলে দলে ভাগ হয়ে সেখানে অবস্থান নিচ্ছেন প্রতিনিধিরা। হাসপাতালের চিকিৎসকদের বিভিন্ন কক্ষের সামনের রোগীদের ভিড় থাকার সুযোগ নেন মেডিকেল রিপ্রেজেনটেটিভরা। কক্ষ থেকে রোগী বের হওয়া মাত্রই তাঁদের ব্যবস্থাপত্র নিয়ে একেকজন টানাটানি শুরু করে দেন। চিকিৎসক কোনো কোম্পানির ওষুধ লিখেছেন তা জানার চেষ্টা করেন। কেউ কেউ আবার একটি ওষুধের বদলে নিজের কোম্পানির ওষুধ কেনার পরামর্শ দেন। কেউবা আবার চিকিৎসকের কক্ষে ঢুকে দীর্ঘক্ষণ ধরে কথা বলেন। এতে ভোগান্তিতে পড়েন রোগীরা। 

হাসপাতালে চিকিৎসা সেবা নিতে আসা গৌরীপুর গ্রামের মফিজুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, স্ত্রীকে ডাক্তার দেখাতে টিকিট কেটে ১৪ নম্বর কক্ষে সিরিয়ালে দাঁড়াই। ওই কক্ষে রোগী দেখছিলেন হাসপাতালের উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মিতালি। প্রায় ৪০ মিনিট লাইনে দাঁড়িয়ে থাকি। কিন্তু কোনো সাড়া না পেয়ে দরজা দিয়ে উঁকি দিয়ে দেখি ডাক্তার রোগী দেখা বাদ দিয়ে মেডিকেল রিপ্রেজেনটেটিভদের সঙ্গে কথা বলে সময় পার করছেন। 

মফিজুল ইসলাম আরও বলেন, ‘আমাদের পক্ষে কথা বলার কেউ নেই। আমরা সাধারণ অসহায় মানুষ যাব কোথায়?’ 

নাম প্রকাশে অনিচ্ছুক এক নারী রোগী আজকের পত্রিকাকে বলেন, ‘প্রায় এক ঘণ্টা সিরিয়ালে দাঁড়িয়ে আছি। কিন্তু ডাক্তারের সঙ্গে মেডিকেল রিপ্রেজেনটেটিভদের গল্পের কারণে ভেতরে ঢুকতে পারছি না। আর কতক্ষণ অপেক্ষা করতে হবে আমাদের?’ 

এ বিষয়ে জানতে চাইলে হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. মো. হাবিবুর রহমান অসৌজন্যমূলক আচরণ করে বলেন, ওষুধ কোম্পানির রিপ্রেজেনটেটিভরা আসবেই, তাতে আপনাদের সমস্যা কী? 

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৌহিদ আল হাসান আজকের পত্রিকাকে বলেন, সম্প্রতি আমি হাসপাতালে যোগদান করেছি। ওষুধ কোম্পানির প্রতিনিধিদের এ হাসপাতালে আসার কী নিয়মনীতি রয়েছে তা আমার জানা নেই। এ বিষয়ে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মুসলিম থেকে খ্রিষ্টান হওয়া ইরানি নারী এখন পানামার জঙ্গলে

বিশ্ববিদ্যালয় ঘোষণা হলেই মেয়াদ শেষ নতুন পরিচালনা কমিটির

ঢাবি ছাত্রীকে যৌন হেনস্তাকারীর পক্ষে নামা ‘তৌহিদী জনতার’ আড়ালে এরা কারা

এনসিপিকে চাঁদা দিচ্ছেন ধনীরা, ক্রাউডফান্ডিং করেও অর্থ সংগ্রহ করা হবে: নাহিদ ইসলাম

ভ্যানিটি ব্যাগ ধরে টান, সন্তানসহ ছিটকে পড়তেই তরুণীর গালে ছুরিকাঘাত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত