‘পিটার হাসকে দিয়ে চাপ প্রয়োগ করে কোনো লাভ হবে না’

সোনাগাজী (ফেনী) প্রতিনিধি
প্রকাশ : ১০ নভেম্বর ২০২৩, ২১: ৫৭
আপডেট : ১০ নভেম্বর ২০২৩, ২২: ১২

ফেনী-৩ (সোনাগাজী-দাগনভূঞা) আসনের সাবেক সংসদ সদস্য রহিম উল্যাহ বলেছেন, ‘আমেরিকান রাষ্ট্রদূত পিটার হাসকে দিয়ে চাপ প্রয়োগ করে কোনো লাভ হবে না। ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেখ হাসিনাই প্রধানমন্ত্রী নির্বাচিত হবেন।’

আজ শুক্রবার দুপুরে সোনাগাজী সদর ইউনিয়নের শাহাপুর আশ্রয়ণকেন্দ্রে সুবিধাভোগীদের সঙ্গে মতবিনিময়ের সময় প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন। 

রহিম উল্যাহ আরও বলেন, ‘১৯৭১ সালেও আমেরিকা পাকিস্তানের পক্ষে বাংলাদেশের বিরুদ্ধে সপ্তম নৌবহর প্রস্তুত রেখেছিল। তখন বঙ্গবন্ধু আমেরিকার কাছে মাথানত করেননি। তাই তিনি পাকিস্তানের কারাগারে বন্দী ছিলেন। সেই বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা কোনো অপশক্তির কাছে মাথা নত করেন না।’ 

শাহাপুর আশ্রয়ণকেন্দ্রের সভাপতি আমির হোসেন এতে সভাপতিত্ব করেন। ওই অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা শ্রমিক লীগের সাবেক সাধারণ সম্পাদক হাফেজ আহমদ, আওয়ামী লীগ নেতা এম এম তালেব আলী, বীর মুক্তিযোদ্ধা গাজী মনির আহমদ, ফারুক আহমদ, জাকির হোসেন, সিরাজুল ইসলাম ও বাহার উল্যাহ।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত