মনোহরগঞ্জে সালিসে সংঘর্ষ থামাতে যাওয়া যুবককে কুপিয়ে হত্যা, আহত ৬

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি
Thumbnail image

কুমিল্লার মনোহরগঞ্জে ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ে একটি ঘটনাকে কেন্দ্র সালিস বৈঠক চলাকালে দুই পক্ষের সংঘর্ষ থামাতে যাওয়া মো. বাবুল মিয়া (২৭)নামের এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। গতকাল রোববার রাত ৯টার দিকে উপজেলার খিলা ইউনিয়নের সাতেশ্বর গ্রামের এই ঘটনায় আরও ছয়জন আহত হয়েছেন।

মনোহরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে এই তথ্য জানিয়েছেন।

নিহত বাবুল মিয়া ওই গ্রামের সোলেমান মিয়ার ছেলে। তিনি দিনমজুরের কাজ করতেন। বাবুলের আড়াই বছর বয়সী পুত্রসন্তান রয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, গতকাল রোববার বেলা ১১টার দিকে সাতেশ্বর গ্রামের নড়াই বাড়ির পাশ দিয়ে অটোরিকশা চালিয়ে যাচ্ছিলেন রিমন ওরফে হৃদয় মিয়া। দ্রুতগতিতে অটোরিকশা চালিয়ে যাওয়ায় ওই বাড়ির শিশুদের গায়ে ধাক্কা লাগে। এ নিয়ে বাগ্‌বিতণ্ডা ও হাতাহাতি হয়। পরে রাতে বাড়ি ফেরার সময় এ নিয়ে আবারও ঝামেলা হয়। ঘটনাটি সমাধানের লক্ষ্যে গতকাল রোববার সন্ধ্যায় সাতেশ্বর পূর্বপাড়া মনতাজের দোকানের সামনে সালিস বৈঠক বসে।

এ সময় ইউনিয়ন যুবদলের সভাপতি দেলোয়ার হোসেন, স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য ও ওয়ার্ড বিএনপির সহসভাপতি আবদুল মতিন, ওয়ার্ড যুবদলের সভাপতি এমরান হোসেনসহ গ্রামের মাতবররা দুই পক্ষকে মিলিয়ে দেওয়ার চেষ্টা করেন। কিন্তু অটোরিকশাচালক হৃদয়সহ তাঁর পক্ষে থাকা রুবেল, অন্তর, সুমন, রিপন, আবদুল্লাহসহ বেশ কয়েকজন এ সিদ্ধান্ত মেনে না নিয়ে অপর পক্ষের ওপর হামলা করে। এ সময় তাঁদের থামাতে গেলে হৃদয়সহ তাঁর লোকজন তাদের চাপাতি দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে।

তারা বাবুলকে কুপিয়ে গুরুতর জখম করে। পরে দ্রুত তাঁকে উদ্ধার করে লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় গুরুতর আহত দুলাল মিয়া, আবদুল মান্নান, মনির হোসেন, যুবদল নেতা এমরান হোসেনসহ ছয়জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে মনোহরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে আজকের পত্রিকাকে বলেন, রাতে লাশ উদ্ধারের পর আজ সকালে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে। ঘটনায় জড়িত হৃদয়সহ অন্যদের আটকের চেষ্টা চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কারা পরিদর্শক হলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক

ট্রাম্পের অভিষেক: সি আমন্ত্রণ পেলেও পাননি মোদি, থাকছেন আরও যাঁরা

ট্রাম্পের শপথের আগেই বার্নিকাটসহ তিন কূটনীতিককে পদত্যাগের নির্দেশ

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতিকে বিচারের মুখোমুখি করতে হবে: সলিমুল্লাহ খান

সংস্কারের কিছু প্রস্তাবে মনঃক্ষুণ্ন বিএনপি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত