কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লার মনোহরগঞ্জে প্রাইভেট পড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে নুরুল ইসলাম হৃদয় (১৭) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। আজ রোববার সকালে উপজেলার আশিরপাড় বাজারের মিয়াজি মার্কেটের দোতলার ছাদে এ ঘটনা ঘটে।
জানা যায়, নিহত নুরুল ইসলাম আশিরপাড় গ্রামের সফিকুর রহমানের ছোট ছেলে। সে লাকসাম নবাব ফয়জুন্নেছা সরকারি কলেজের বিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের ছাত্র ছিল। তার বাড়ি উপজেলার আশিরপাড় গ্রামে।
পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, অন্য দিনের মতো আজ সকালে নুরুল ইসলাম আশিরপাড় বাজারের মিয়াজি মার্কেটে শিমুল চন্দ্রের কাছে প্রাইভেট পড়তে যায়। শিক্ষক আসতে দেরি হওয়ায় সে ওই ভবনের ছাদে যায়। অসতর্কতাবশত ছাদের পাশে থাকা পল্লী বিদ্যুতের লাইনে সে বিদ্যুতায়িত হন। গুরুতর আহত অবস্থায় লাকসাম জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-৪-এর জেনারেল ম্যানেজার (জিএম) সাদেক জামান বলেন, ‘লোক মারফত তথ্য নিয়েছি। ঘটনাস্থল পরিদর্শন করে পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
মনোহরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিউল আলম জানান, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
কুমিল্লার মনোহরগঞ্জে প্রাইভেট পড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে নুরুল ইসলাম হৃদয় (১৭) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। আজ রোববার সকালে উপজেলার আশিরপাড় বাজারের মিয়াজি মার্কেটের দোতলার ছাদে এ ঘটনা ঘটে।
জানা যায়, নিহত নুরুল ইসলাম আশিরপাড় গ্রামের সফিকুর রহমানের ছোট ছেলে। সে লাকসাম নবাব ফয়জুন্নেছা সরকারি কলেজের বিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের ছাত্র ছিল। তার বাড়ি উপজেলার আশিরপাড় গ্রামে।
পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, অন্য দিনের মতো আজ সকালে নুরুল ইসলাম আশিরপাড় বাজারের মিয়াজি মার্কেটে শিমুল চন্দ্রের কাছে প্রাইভেট পড়তে যায়। শিক্ষক আসতে দেরি হওয়ায় সে ওই ভবনের ছাদে যায়। অসতর্কতাবশত ছাদের পাশে থাকা পল্লী বিদ্যুতের লাইনে সে বিদ্যুতায়িত হন। গুরুতর আহত অবস্থায় লাকসাম জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-৪-এর জেনারেল ম্যানেজার (জিএম) সাদেক জামান বলেন, ‘লোক মারফত তথ্য নিয়েছি। ঘটনাস্থল পরিদর্শন করে পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
মনোহরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিউল আলম জানান, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
নাটোরের বড়াইগ্রামে আওয়ামী লীগ সমর্থক উজ্জলকে নির্যাতনের ঘটনায় রিজভী আহমেদ দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। প্রশাসন বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করছে
৬ মিনিট আগেতাঁর প্রস্তাব অনুযায়ী গ্রামীণ হাট থেকে জেলা বা বিভাগীয় শহরের প্রতিটি বাজারে বাজারদর বোর্ডে তুলে ধরতে হবে। যা নির্ধারণ করা হবে উৎপাদক বা কৃষক পর্যায়ের দামের ওপর। কোনো বিক্রেতা অতিরিক্ত দামে পণ্য বিক্রি করতে পারবে না। এটি বাস্তবায়ন করা গেলে এক সপ্তাহের মধ্যে দ্রব্যমূল্যের বাজার নিয়ন্ত্রণে আসবে বলে আশা
১১ মিনিট আগেটাঙ্গাইলের সখীপুরে বাড়ির পাশের পুকুরে ডুবে দেড় বছরের শিশুর মৃত্যু হয়েছে আজ রোববার বিকেলে উপজেলার আন্দি পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
১৪ মিনিট আগেদেশে বাল্যবিবাহ নিরোধ আইন থাকলেও তার প্রভাব কম। শিশুদের জন্য যে পারিবারিক, সামাজিক এবং শিক্ষার পরিবেশ দরকার, তা এখনো পরিপূর্ণভাবে দেওয়া সম্ভব হচ্ছে না। এছাড়া বাংলাদেশ জেন্ডার সমতায়নেও অনেক পিছিয়ে। সামাজিক ও অর্থনৈতিক নিরাপত্তা না থাকা এবং ধর্মীয় কারণে সমাজে বাল্যবিয়ে এখনো বিদ্যমান রয়েছে। আগের তুলনায়
১৭ মিনিট আগে