চাঁদপুরে কোরবানির পশুহাটে মূল ক্রেতা মৌসুমি ব্যাপারীরা 

চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ : ০৩ জুন ২০২৪, ১৯: ৪৫

পবিত্র ঈদুল আযহার দুই সপ্তাহ বাকি নেই। এরই মধ্যে চাঁদপুরে কোরবানির পশুর হাট বসতে শুরু করেছে। তুলনামূলক ছোট-বড় সাইজের দেশীয় প্রজাতির গরু হাটে উঠেছে। তবে এই হাটে মৌসুমি ব্যাপারীরাই মূল ক্রেতা। কারণ সাধারণ ক্রেতা আসলেও দরদাম করে চলে যাচ্ছেন। যে কারণে অনেক বিক্রেতাই হতাশা ব্যক্ত করেছেন।

আজ সোমবার (২ জুন) দুপুরে চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের সফরমালি কোরবানির পশুহাট ঘুরে এবং ক্রেতা-বিক্রেতার সঙ্গে কথা বলে এমনটিই জানা গেছে।

জেলা সদর থেকে প্রায় ৬ কিলোমিটার উত্তরে সফরমালি পশুহাট। সপ্তাহের প্রতি সোমবার নিয়মিত পশুর হাট বসে। কিন্তু ঈদুল আজহা কেন্দ্রিক এটিই প্রথম বাজার। পুরো হাটজুড়েই দেখা গেল দেশি-বিদেশি হাজার হাজার ষাঁড়, বলদ ও গাভি। একই সঙ্গে অনেকে গৃহপালিত ছাগল নিয়ে এসেছেন বিক্রির জন্য। তবে এই বাজারের অধিকাংশ খামারি ও বিক্রেতা হলেন মেঘনা নদীর পশ্চিমের চরাঞ্চলের এবং শরীয়তপুর জেলার।

জেলার মতলব দক্ষিণ উপজেলা থেকে গরু কিনতে এসেছেন শহীদ উল্লাহ সরকার তার ব্যবসায়ী অংশীজন। তিনি বলেন, ‘আজকে বাজারে অনেক গরু উঠেছে। দাম দেখছি। যদি দরদাম বনে তাহলে কিনব। বাজারে গরুর খাবারের দাম বেশি। যে কারণে খামারিরাও দাম কিছুটা বেশি চাচ্ছে।’

শাহরাস্তি থেকে সফরমালির হাটে গরুর দাম দেখতে এসেছেন মৌসুমি গরুর ব্যাপারী রবিউল ও তাঁর কয়েকজন অংশীদার। রবিউল বলেন, ‘পুরো হাট ঘুরে দেখলাম। দুই ব্যাপারীর দুটি করে ৪টি ষাঁড় পছন্দ হয়েছে। ৪টি ১ লাখ ৪ হাজার থেকে শুরু করে ১ লাখ ১০ হাজার টাকা মূল্যে ক্রয় করেছি। এগুলো নিজ এলাকায় নিয়ে বিক্রি করা হবে।’

চাঁদপুরে কোরবানির পশুর হাট। ছবি: আজকের পত্রিকা হাজীগঞ্জ উপজেলার বাকিলা থেকে ভারতীয় বড় সাইজের ৪টি গরু নিয়ে এসেছেন মুন্না নামের গরুর খামারি। তিনি বলেন, ‘আমি ১১টি ভারতীয় ষাঁড় গত রমজান মাসের পূর্বে কিনেছি। খামারে রেখে দেশীয় ঘাস ও দানাদার খাবার খাওয়ানো হয়েছে। এরই মধ্যে ৭টি বিক্রি হয়ে গেছে। এই ৪ টির প্রত্যকটির দাম উঠেছে ২ লাখ ১৫ হাজার করে। আমি ২ লাখ ৩০ হাজার করে হলে বিক্রি করব।’

শরীয়তপুর থেকে ৭টি দেশীয় জাতের গরু নিয়ে এসেছেন আব্দুর রহমান। তিনি বলেন, ‘আজকে এই হাটে ক্রেতা খুবই কম। কিছু মৌসুমি ব্যবসায়ী এসেছেন। তারা দরদাম করে চলে যাচ্ছেন। আমার গরুগুলো ৪০ হাজার থেকে শুরু করে ১ লাখ টাকা মূল্যমানের।’

চাঁদপুরে কোরবানির পশুর হাট। ছবি: আজকের পত্রিকা মেঘনা নদীর পশ্চিমের চরাঞ্চল থেকে এসেছেন মো. রাকিবুল হাসান। তিনি বলেন, ‘আমি নিজ বাড়িতেই বেশ কয়েকটি ষাঁড় লালন-পালন করে বিক্রির জন্য এনেছি। বাজারে ক্রেতা নেই। পরের হাটে বিক্রি বাড়বে বলে আশা করছি।’

সফরমালি পশুর হাটের পরিচালক আজাদ খান বলেন, ‘আজকে বাজারে অনেক গরু উঠেছে। আমরা ব্যবসায়ীদের সার্বিক নিরাপত্তা দিচ্ছি। আমাদের অনেক লোক ব্যবসায়ীদের যেকোনো সমস্যায় পাশে আছেন।’

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি চাকরিজীবীরা সম্পদের হিসাব না দিলে যেসব শাস্তির মুখোমুখি হতে পারেন

শেখ হাসিনাকে নিয়ে যুক্তরাজ্যে এম সাখাওয়াতের বিস্ফোরক মন্তব্য, কী বলেছেন এই উপদেষ্টা

শিক্ষকের নতুন ২০ হাজার পদ, প্রাথমিকে আসছে বড় পরিবর্তন

লক্ষ্মীপুরে জামায়াত নেতাকে অতিথি করায় মাহফিল বন্ধ করে দেওয়ার অভিযোগ

শ্রীপুরে পিকনিকের বাস বিদ্যুতায়িত হয়ে বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থীর মৃত্যু, আহত ৩

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত