ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি
চাঁদপুরের ফরিদগঞ্জের একটি দাখিল মাদ্রাসা সুপারের বিরুদ্ধে এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ পাওয়া গেছে। ঘটনার শিকার ছাত্রীর ভাই এ বিষয়ে গতকাল সোমবার উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন।
লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, ঘটনার দিন মাদ্রাসার সুপার মাওলানা আবুল বাসার ওই ছাত্রীর শরীরের বিভিন্ন স্থানে হাত দেন। এ সময় ওই ছাত্রী বাধা দিলে তাকে ভয়ভীতি দেখানো হয়। পরে এ কথা কাউকে বলতে নিষেধ করা হয়। বিষয়টি পরিবারের লোকজন জানতে পেরে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কাছে অভিযোগ দায়ের করে।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন শিক্ষার্থী ও অভিভাবক বলেন, মাদ্রাসা সুপার বিভিন্ন সময় মেয়েদের বিশেষ স্থানে হাত দেন। একদিকে শিক্ষক, অন্যদিকে লজ্জায় মুখ খুলতে সাহস করে না তারা। ঘটনা তদন্ত করে উপযুক্ত বিচার দাবি করেন তাঁরা।
তবে মাদ্রাসা সুপার আবুল বাসার এই অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমার বিরুদ্ধে মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে।’
মাদ্রাসার সভাপতি ও স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান বুলবুল আহমেদ বলেন, ‘বিষয়টি অবগত হয়েছি। ঘটনার সত্যতা নিশ্চিত হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এ কে মো. আলী জিন্নাহ আজকের পত্রিকাকে বলেন, ছাত্রীকে উত্ত্যক্ত ও যৌন হয়রানির ঘটনায় ছাত্রীর ভাই লিখিত অভিযোগ দিয়েছেন। স্থানীয় ইউপি চেয়ারম্যানের সঙ্গেও কথা হয়েছে। ঘটনার সত্যতা পেলে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।
চাঁদপুরের ফরিদগঞ্জের একটি দাখিল মাদ্রাসা সুপারের বিরুদ্ধে এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ পাওয়া গেছে। ঘটনার শিকার ছাত্রীর ভাই এ বিষয়ে গতকাল সোমবার উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন।
লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, ঘটনার দিন মাদ্রাসার সুপার মাওলানা আবুল বাসার ওই ছাত্রীর শরীরের বিভিন্ন স্থানে হাত দেন। এ সময় ওই ছাত্রী বাধা দিলে তাকে ভয়ভীতি দেখানো হয়। পরে এ কথা কাউকে বলতে নিষেধ করা হয়। বিষয়টি পরিবারের লোকজন জানতে পেরে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কাছে অভিযোগ দায়ের করে।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন শিক্ষার্থী ও অভিভাবক বলেন, মাদ্রাসা সুপার বিভিন্ন সময় মেয়েদের বিশেষ স্থানে হাত দেন। একদিকে শিক্ষক, অন্যদিকে লজ্জায় মুখ খুলতে সাহস করে না তারা। ঘটনা তদন্ত করে উপযুক্ত বিচার দাবি করেন তাঁরা।
তবে মাদ্রাসা সুপার আবুল বাসার এই অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমার বিরুদ্ধে মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে।’
মাদ্রাসার সভাপতি ও স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান বুলবুল আহমেদ বলেন, ‘বিষয়টি অবগত হয়েছি। ঘটনার সত্যতা নিশ্চিত হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এ কে মো. আলী জিন্নাহ আজকের পত্রিকাকে বলেন, ছাত্রীকে উত্ত্যক্ত ও যৌন হয়রানির ঘটনায় ছাত্রীর ভাই লিখিত অভিযোগ দিয়েছেন। স্থানীয় ইউপি চেয়ারম্যানের সঙ্গেও কথা হয়েছে। ঘটনার সত্যতা পেলে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের বান্দরবানের নাইক্ষ্যংছড়ি পয়েন্টে রোহিঙ্গাদের অনুপ্রবেশ ঠেকাতে এবং চোরাচালান বন্ধে বুলেটপ্রুফ গাড়ি নিয়ে টহল শুরু করেছে বিজিবি। আজ শুক্রবার দুপুর থেকে চোরাচালানের জোন বলে খ্যাত সীমান্ত সড়কের ৪২ নম্বর পিলার থেকে ৫৪ নম্বর পিলার পর্যন্ত আট কিলোমিটার এলাকায় টহল দিচ্ছেন বিজিবির
৩ মিনিট আগেবাগেরহাটের কচুয়ায় ‘চলো পাল্টাই’ সংগঠন ও শিক্ষার্থীরা বিনা লাভের বাজার চালু করেছে। খোলা বাজারের চেয়ে ১০-২০ টাকা কমে আলু, পেঁয়াজ, ডালসহ বিভিন্ন পণ্য বিক্রি হচ্ছে।
১৩ মিনিট আগেবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্রদের তুলে নিয়ে মারধরের ঘটনায় করা মামলায় কুড়িগ্রামের উলিপুরে আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের চার নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে পুলিশ অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে।
৩১ মিনিট আগেপদ্মা সেতু নির্মাণে আওয়ামী লীগের কৃতিত্ব নেই উল্লেখ করে এই নেতা বলেন, ‘বলতে পারেন আওয়ামী লীগ পদ্মা সেতু করেছে। আমি যদি কষ্ট করে উপার্জন করে একটা তিনতলা বিল্ডিং করি, মানুষ আমাকে সাধুবাদ জানাবে, মোবারকবাদ জানাবে। আর যদি মানুষের থেকে লোন নিয়ে তিনতলা বিল্ডিং করি, মানুষ আমাকে বেহায়া বলবে। হাসিনা যখন ২০০৯
১ ঘণ্টা আগে