ছাকিনা বেগমের হাতে জিম্মি চৌদ্দগ্রাম শিক্ষা অফিস

মো. আকতারুজ্জামান, চৌদ্দগ্রাম (কুমিল্লা) 
আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৪, ১৩: ১৪
Thumbnail image

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ছাকিনা বেগমের কাছে অনিয়মই যেন নিয়ম হয়ে দাঁড়িয়েছে। তাঁর এসব অনিয়মের প্রতিবাদ করে অনেক শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারী নানাভাবে হয়রানির শিকার হচ্ছেন। তাঁদের অনেকে অতিষ্ঠ হয়ে স্বেচ্ছায় অবসরে গেছেন। কেউ আবার স্বেচ্ছায় অন্যত্র বদলি হয়েছেন।

ভুক্তভোগীদের অভিযোগ, ছাকিনা ২০১৮ সালের ২৪ এপ্রিল উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার হিসেবে যোগদান করেন। এর পর থেকে তিনি নিজস্ব লোক দ্বারা একটি সিন্ডিকেট তৈরি করে নানা অনিয়মে জড়িয়ে পড়েন। তিনি শিক্ষা অফিসের ৮টি খাত থেকে প্রায় ৩৪ লাখ ৪১ হাজার টাকা আত্মসাৎ করেছেন বলে অভিযোগ তাঁদের।

প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, ছাকিনা বেগমের অত্যাচার সহ্য করতে না পেরে চাকরির মেয়াদ থাকা সত্ত্বেও উপজেলার রামচন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আবদুল মোমিন অবসরে যান। তিনি অফিস নিয়ম ভঙ্গ করে কর্মকর্তা-কর্মচারীদের রাত ৮টা পর্যন্ত অফিস করতে বাধ্য করতেন। তাঁর অত্যাচারে সহকারী শিক্ষা কর্মকর্তা কানাই সরকার ও মাহাবুবুর রহমান স্বেচ্ছায় বদলি হন।

সূত্র আরও জানায়, ছাকিনা ২০২১ সালে শিক্ষকদের বেতন-ভাতা অনলাইন করার অজুহাতে ১৭৫টি প্রাথমিক বিদ্যালয়ের ১ হাজার ১৫০ জন শিক্ষকের কাছ থেকে ২ লাখ ৩০ হাজার টাকা জোরপূর্বক আদায় করেন। ১৩তম গ্রেডের বেতন নির্ধারণের অজুহাত দেখিয়ে ৯০০ শিক্ষক থেকে ২ লাখ ২৫ হাজার টাকা আদায় করেন। ১৭৫টি বিদ্যালয়ের উন্নয়নমূলক কাজের বরাদ্দ থেকে সরকারি ভ্যাট আদায়ের নামে ১৪ লাখ টাকা উত্তোলন করে আত্মসাৎ করেন। গত ৩ বছরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নাম ভাঙিয়ে বই বিক্রির কথা বলে ১৭৫টি স্কুল থেকে ৩ লাখ ৫০ হাজার টাকা, স্কুলগুলোর প্রান্তিক মূল্যায়ন ও প্রশ্নপত্রের অজুহাত দেখিয়ে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ১৭৫টি স্কুল থেকে ৬ লাখ টাকা, কাব স্কাউটিংয়ের শিক্ষকদের বেতন-ভাতার নাম করে ১৩২ শিক্ষক থেকে ৬৬ হাজার টাকা এবং কাব স্কাউটের তৃতীয় থেকে পঞ্চম শ্রেণির ১৭৫টি স্কুলের শিক্ষার্থীদের থেকে গত তিন বছরে ৩ লাখ ১৫ হাজার এবং কাব স্কাউটের স্কুল কর্তৃক ১৭৫টি স্কুল থেকে ২ লাখ ১০ হাজার টাকাসহ প্রায় ৩৪ লাখ ৪১ হাজার টাকা আত্মসাৎ করেন। এসব টাকা তিনি নিজস্ব ব্যাংক হিসাব সোনালী ব্যাংক, চৌদ্দগ্রাম শাখায় জমা রেখেছেন। এই হিসাবে ছাকিনার নিজস্ব অ্যাকাউন্টে ১ কোটি ২০ লাখের বেশি টাকা বর্তমানে জমা রয়েছে। এ ছাড়া তিনি প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয়ের আদেশ অমান্য করে চৌদ্দগ্রাম উপজেলা বন্যাদুর্গত এলাকা হওয়া সত্ত্বেও ১ হাজার ১৫০ জন শিক্ষক থেকে এক দিনের বেতন আদায় করে নিচ্ছেন।

ভুক্তভোগী রামচন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আবদুল মোমিন বলেন, ‘ছাকিনা বেগম এই অফিসে যোগদান করার পর থেকে সিন্ডিকেট তৈরি করে নানান অনিয়ম শুরু করেন। আমরা এর প্রতিবাদ করলে তিনি বিভিন্ন অজুহাতে স্কুল পরিদর্শনের নাম করে হয়রানি করে আসছিলেন। আমাকে স্বেচ্ছায় অবসরে যেতে হুমকি দেন। প্রস্তাব প্রত্যাখ্যান করলে নানাভাবে হয়রানি শুরু করেন। পরে মেয়াদ থাকা সত্ত্বেও স্বেচ্ছায় অবসরে যাই।’

সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাহবুবুর রহমান বলেন, ‘ছাকিনা বেগমের অন্যায়ের প্রতিবাদ করলেই তার ওপরে নির্যাতনের খড়্গ নেমে আসত। তিনি সরকারি নিয়ম ভঙ্গ করে আমাদের রাত ৮টা পর্যন্ত অফিসে বসে থাকতে বাধ্য করতেন। তাঁর অত্যাচারে অনেক শিক্ষক স্বেচ্ছায় অবসরে চলে গেছেন। আমিও তাঁর অত্যাচার থেকে রেহাই পেতে ২০২১ সালের সেপ্টেম্বর মাসে স্বেচ্ছায় বদলি হয়ে সাতকানিয়াতে যোগদান করি।’

অনিয়ম ও দুর্নীতির অভিযোগ অস্বীকার করেছেন ছাকিনা বেগম। সরকারি বিধিনিষেধ অমান্য করে বন্যার্তদের সাহায্যের নামে এক দিনের বেতন উত্তোলন সম্পর্কে বলেন, ‘আমি জেলা শিক্ষা অফিসারের নির্দেশে এই টাকা উত্তোলন করেছি।’ বছরে দুবার বিদেশ সফর সম্পর্কে বলেন, ‘আমি শারীরিকভাবে অসুস্থ থাকায় চিকিৎসার জন্য বছরে দুবার মালয়েশিয়ায় যাই।’

জেলা শিক্ষা কর্মকর্তা সফিউল আলম বলেন, ‘ছাকিনা বেগমের অনিয়ম ও দুর্নীতি সম্পর্কে আমি আগে জানতাম না। বিষয়টি খোঁজখবর নিয়ে ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।’ সরকারি আদেশ অমান্য করে বন্যাদুর্গত এলাকা হওয়া সত্ত্বেও এক দিনের বেতন শিক্ষকদের থেকে আদায় প্রসঙ্গে তিনি বলেন, বিষয়টি ভুল-বোঝাবুঝি হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কারা পরিদর্শক হলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক

ট্রাম্পের অভিষেক: সি আমন্ত্রণ পেলেও পাননি মোদি, থাকছেন আরও যাঁরা

ট্রাম্পের শপথের আগেই বার্নিকাটসহ তিন কূটনীতিককে পদত্যাগের নির্দেশ

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতিকে বিচারের মুখোমুখি করতে হবে: সলিমুল্লাহ খান

সংস্কারের কিছু প্রস্তাবে মনঃক্ষুণ্ন বিএনপি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত