Ajker Patrika

চলন্ত ট্রেনের ছাদ থেকে ছিটকে পড়ে শিশু আহত

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি
চলন্ত ট্রেনের ছাদ থেকে ছিটকে পড়ে শিশু আহত

কক্সবাজারের চকরিয়ায় চলন্ত ট্রেনের ছাদ থেকে ছিটকে পড়ে এক শিশু আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত আটটার দিকে উপজেলার হারবাং ইউনিয়নের পশ্চিম ভিলেজার পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

আহত শিশুর নাম রবিউল আউয়াল (১১)। সে কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার আলিয়া মাদ্রাসা গ্রামের আবু হানিফের ছেলে। 

রেলওয়ে পুলিশ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, কক্সবাজার আইকনিক রেলস্টেশন থেকে ছেড়ে আসা পর্যটন এক্সপ্রেস ট্রেন ঢাকায় উদ্দেশ্য যাচ্ছিল। এ সময় গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার হারবাং ইউনিয়নের পশ্চিম ভিলেজারপাড়ায় পৌঁছালে ট্রেন থেকে ছিটকে পড়ে শিশু রবিউল। 

এতে শিশুটি মুখ, হাতসহ শরীরের বিভিন্ন জায়গায় আঘাত পায়। রেলপথের পাশে দাঁড়িয়ে থাকা লোকজন শিশুটিকে দেখতে পেয়ে রবিউলকে উদ্ধার করে লোহাগাড়ার একটি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) পাঠানো হয়।

এ ব্যাপারে কক্সবাজার রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আবুল হোসেন বলেন, ‘এ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। আহত ওই শিশুর বাবার সঙ্গে যোগাযোগ করা হয়। তার বাড়ি কুমিল্লার দেবিদ্বার থানা এলাকায়। শিশুটি কক্সবাজার থেকে ছেড়ে আসা পর্যটক এক্সপ্রেসের ছাদে করে চট্টগ্রামের দিকে যাচ্ছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মূলত ছাদ থেকে ছিটকে পড়ে সে গুরুতর আহত হয়।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

৬ জ্যান্ত হাতি নিয়ে রাশিয়ায় মিয়ানমারের জান্তাপ্রধান, উচ্ছ্বসিত পুতিন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত