Ajker Patrika

মাদকবিরোধী অভিযানে ছাত্রদল নেতার বাড়িতে মিলল আগ্নেয়াস্ত্র

দাগনভূঞা (ফেনী) প্রতিনিধি
আপডেট : ২২ মার্চ ২০২৫, ২৩: ৫৭
যৌথ বাহিনীর অভিযানে উদ্ধার করা আগ্নেয়াস্ত্র ও বিভিন্ন সরঞ্জাম। ছবি: আজকের পত্রিকা
যৌথ বাহিনীর অভিযানে উদ্ধার করা আগ্নেয়াস্ত্র ও বিভিন্ন সরঞ্জাম। ছবি: আজকের পত্রিকা

ফেনীর দাগনভূঞায় এক ছাত্রদল নেতার বাড়িতে মাদকবিরোধী অভিযান চালাতে গিয়ে দেশীয় আগ্নেয়াস্ত্র ও ২ রাউন্ড বুলেট উদ্ধার করেছে যৌথ বাহিনী। আজ শনিবার দুপুরে উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশ্রাফুল হাসান জাবেদের বসতঘর থেকে আগ্নেয়াস্ত্র, বুলেট, ককটেল তৈরির ও ইয়াবা সেবনের সরঞ্জামাদি উদ্ধার করা হয়। সেনাবাহিনী, পুলিশ, উপজেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এই অভিযান চালায়।

অভিযান শেষে যৌথ সংবাদ সম্মেলনে সেনাবাহিনীর দাগনভূঞার অস্থায়ী ক্যাম্প কমান্ডার মেজর শাহরিয়ার রহমান জানান, বাংলাদেশ সেনাবাহিনী ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আজ সকাল থেকে মাদক নিয়ন্ত্রণে ও মাদক কারবারিদের গ্রেপ্তারে দাগনভূঞা উপজেলার বিভিন্ন মাদক স্পটে ও কারবারিদের বিরুদ্ধে অভিযান চালায়।

শাহরিয়ার রহমান বলেন, ‘অভিযানের অংশ হিসেবে মাদক রয়েছে মর্মে দাগনভূঞা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের রেজাউল হকের ছেলে আশ্রাফুল হাসান জাবেদের ঘরে অভিযান চালাই। মাদক খুঁজতে গিয়ে তার থাকার ঘরে দুই রাউন্ড বুলেট পাই। বুলেট পাওয়ার পর অস্ত্র উদ্ধারে তাদের পুরো ঘর তল্লাশি করে বসতঘরের ছাদ থেকে একটি দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র, ধারালো ছুরি ও ককটেল তৈরির সরঞ্জাম পাওয়া যায়।’

মেজর শাহরিয়ার আরও জানান, তাঁর থাকার ঘর থেকে ইয়াবা সেবনের সরঞ্জামাদি পাওয়া গেছে। অভিযান চালানোর আগে সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে তিনি ঘর থেকে পালিয়ে যান।

তবে এ বিষয়ে জাবেদের মা বলেন, ‘আমাদের ঘরে কী পাইছে না পাইছে কিছুই জানি না। আমার ছেলেকে ফাঁসানোর জন্য এগুলো করা হচ্ছে। আর যে ছুরিগুলো ওরা নিছে, সেগুলো কোরবানির গরুর চামড়া ওঠানোর ছুরি।’ ছাত্রদল নেতা জাবেদ জানান, এটি তাঁর বিরুদ্ধে পরিকল্পিত ষড়যন্ত্র। তাঁকে রাজনৈতিকভাবে ফাঁসানোর জন্য একটি নাটক মঞ্চস্থ করা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে দাগনভূঞা থানার ওসি লুৎফুর রহমান আজকের পত্রিকাকে বলেন, এ ঘটনায় থানায় অস্ত্র আইনে তাঁর বিরুদ্ধে মামলা করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত