বান্দরবান (নাইক্ষ্যংছড়ি) প্রতিনিধি
রোহিঙ্গাদের বাংলাদেশে অনুপ্রবেশ রুখতে কর্মকর্তাদের কঠোর হওয়ার নির্দেশ দিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান। আজ বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) বান্দরবানের নাইক্ষ্যংছড়ির তমব্রু সীমান্তের শূন্যরেখার রোহিঙ্গা ক্যাম্পসহ সীমান্ত পরিদর্শন কালে এ আদেশ দেন।
আজ বেলা দেড়টার দিকে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান তুমব্রুর কোনার পাড়া গ্রামে সীমান্তের শূন্যরেখার সেই রোহিঙ্গা ক্যাম্পে যান। এ সময় তিনি স্থানীয়দের সঙ্গেও কথা বলেন। গত ১৮ জানুয়ারি রোহিঙ্গাদের দুই সশস্ত্র গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে ওই ক্যাম্পে আগুন লাগে। এরপর টানা ৩ দিন ধরে ক্যাম্পটি আগুনে পুড়ে।
এরপর বিজিবি মহাপরিচালক মিয়ানমার সংলগ্ন কাঁটাতার ঘেঁষা তুমব্রু ও ঘুমধুম সীমান্ত এলাকা পরিদর্শন করেন। এ সময় তিনি সীমান্তের দায়িত্বরত তুমব্রু বিওপির কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি বলেন, ‘২০১৭ সালের আগস্টের শেষের দিকে শুন্যরেখায় এই রোহিঙ্গারা আসেন। আপাতত তাঁরা এখন তুমব্রু গ্রামে রয়েছেন। এখন শূন্যরেখায় কোনো রোহিঙ্গা নেই। নিজেদের সংঘাতে তাঁরা বাংলাদেশে আশ্রয় নিলেও তাঁদের অন্যত্র সরানো হবে।’
বিজিবি মহাপরিচালক আরও বলেন, ‘সীমান্ত দিয়ে আর যেন কোনো রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশ করতে না পারে। সে দিকে বিজিবির মাঠ কর্মকর্তাদের কঠোর নজর দিতে হবে।’
বেলা পৌনে ৩টার দিকে কক্সবাজারের রামু সেক্টরের দিকে যাত্রা করেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন, ঘুমধুম ও তুমব্রু সীমান্তে দায়িত্বরত ৩৪ বিজিবি অধিনায়ক লে. কর্নেল মুহাম্মদ সাইফুল ইসলাম সাইফসহ অন্যান্য কর্মকর্তারা।
রোহিঙ্গাদের বাংলাদেশে অনুপ্রবেশ রুখতে কর্মকর্তাদের কঠোর হওয়ার নির্দেশ দিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান। আজ বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) বান্দরবানের নাইক্ষ্যংছড়ির তমব্রু সীমান্তের শূন্যরেখার রোহিঙ্গা ক্যাম্পসহ সীমান্ত পরিদর্শন কালে এ আদেশ দেন।
আজ বেলা দেড়টার দিকে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান তুমব্রুর কোনার পাড়া গ্রামে সীমান্তের শূন্যরেখার সেই রোহিঙ্গা ক্যাম্পে যান। এ সময় তিনি স্থানীয়দের সঙ্গেও কথা বলেন। গত ১৮ জানুয়ারি রোহিঙ্গাদের দুই সশস্ত্র গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে ওই ক্যাম্পে আগুন লাগে। এরপর টানা ৩ দিন ধরে ক্যাম্পটি আগুনে পুড়ে।
এরপর বিজিবি মহাপরিচালক মিয়ানমার সংলগ্ন কাঁটাতার ঘেঁষা তুমব্রু ও ঘুমধুম সীমান্ত এলাকা পরিদর্শন করেন। এ সময় তিনি সীমান্তের দায়িত্বরত তুমব্রু বিওপির কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি বলেন, ‘২০১৭ সালের আগস্টের শেষের দিকে শুন্যরেখায় এই রোহিঙ্গারা আসেন। আপাতত তাঁরা এখন তুমব্রু গ্রামে রয়েছেন। এখন শূন্যরেখায় কোনো রোহিঙ্গা নেই। নিজেদের সংঘাতে তাঁরা বাংলাদেশে আশ্রয় নিলেও তাঁদের অন্যত্র সরানো হবে।’
বিজিবি মহাপরিচালক আরও বলেন, ‘সীমান্ত দিয়ে আর যেন কোনো রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশ করতে না পারে। সে দিকে বিজিবির মাঠ কর্মকর্তাদের কঠোর নজর দিতে হবে।’
বেলা পৌনে ৩টার দিকে কক্সবাজারের রামু সেক্টরের দিকে যাত্রা করেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন, ঘুমধুম ও তুমব্রু সীমান্তে দায়িত্বরত ৩৪ বিজিবি অধিনায়ক লে. কর্নেল মুহাম্মদ সাইফুল ইসলাম সাইফসহ অন্যান্য কর্মকর্তারা।
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে আগামী (১৪ মার্চ) থেকে বাসের অগ্রিম টিকিট বিক্রি করবে বাস মালিকেরা। ২৫ মার্চ থেকে ঈদের আগ পর্যন্ত অগ্রিম টিকিটের আওতায় থাকবে। আজ বৃহস্পতিবার ৬ মার্চ বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের অগ্রিম টিকিট বিক্রি সংক্রান্ত সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
২ মিনিট আগেখুলনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই পক্ষের মধ্যে হাতাহাতি ও মারামারির ঘটনা ঘটেছে। গতকাল বুধবার রাত পৌনে ১১টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে। মারামারির একটি ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। সেখানে চাঁদার টাকা ভাগাভাগিকে কেন্দ্রে করে এ ঘটনা ঘটেছে বলে উল্লেখ করা হয়।
৩ মিনিট আগেটাঙ্গাইলের সখীপুরে এক তরুণীকে ছুরিকাঘাত করে ভ্যানিটি ব্যাগ ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ৩টার দিকে সখীপুর-কচুয়া সড়কের পৌর শহরের মা ও শিশু কেয়ার ক্লিনিকের সামনে এ ঘটনা ঘটে।
১২ মিনিট আগেবুধবার বিকেল সাড়ে ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শাহপরান এলাকার দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। পরে সেই সংঘর্ষে যুক্ত হয় আরও তিন গ্রামের মানুষ। সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়। থেমে থেমে সংঘর্ষ চলে আড়াই ঘণ্টা। এই সংঘর্ষে পাঁচ গ্রামের কয়েক শ মানুষ জড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ...
২১ মিনিট আগে