বান্দরবান (নাইক্ষ্যংছড়ি) প্রতিনিধি
রোহিঙ্গাদের বাংলাদেশে অনুপ্রবেশ রুখতে কর্মকর্তাদের কঠোর হওয়ার নির্দেশ দিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান। আজ বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) বান্দরবানের নাইক্ষ্যংছড়ির তমব্রু সীমান্তের শূন্যরেখার রোহিঙ্গা ক্যাম্পসহ সীমান্ত পরিদর্শন কালে এ আদেশ দেন।
আজ বেলা দেড়টার দিকে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান তুমব্রুর কোনার পাড়া গ্রামে সীমান্তের শূন্যরেখার সেই রোহিঙ্গা ক্যাম্পে যান। এ সময় তিনি স্থানীয়দের সঙ্গেও কথা বলেন। গত ১৮ জানুয়ারি রোহিঙ্গাদের দুই সশস্ত্র গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে ওই ক্যাম্পে আগুন লাগে। এরপর টানা ৩ দিন ধরে ক্যাম্পটি আগুনে পুড়ে।
এরপর বিজিবি মহাপরিচালক মিয়ানমার সংলগ্ন কাঁটাতার ঘেঁষা তুমব্রু ও ঘুমধুম সীমান্ত এলাকা পরিদর্শন করেন। এ সময় তিনি সীমান্তের দায়িত্বরত তুমব্রু বিওপির কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি বলেন, ‘২০১৭ সালের আগস্টের শেষের দিকে শুন্যরেখায় এই রোহিঙ্গারা আসেন। আপাতত তাঁরা এখন তুমব্রু গ্রামে রয়েছেন। এখন শূন্যরেখায় কোনো রোহিঙ্গা নেই। নিজেদের সংঘাতে তাঁরা বাংলাদেশে আশ্রয় নিলেও তাঁদের অন্যত্র সরানো হবে।’
বিজিবি মহাপরিচালক আরও বলেন, ‘সীমান্ত দিয়ে আর যেন কোনো রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশ করতে না পারে। সে দিকে বিজিবির মাঠ কর্মকর্তাদের কঠোর নজর দিতে হবে।’
বেলা পৌনে ৩টার দিকে কক্সবাজারের রামু সেক্টরের দিকে যাত্রা করেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন, ঘুমধুম ও তুমব্রু সীমান্তে দায়িত্বরত ৩৪ বিজিবি অধিনায়ক লে. কর্নেল মুহাম্মদ সাইফুল ইসলাম সাইফসহ অন্যান্য কর্মকর্তারা।
রোহিঙ্গাদের বাংলাদেশে অনুপ্রবেশ রুখতে কর্মকর্তাদের কঠোর হওয়ার নির্দেশ দিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান। আজ বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) বান্দরবানের নাইক্ষ্যংছড়ির তমব্রু সীমান্তের শূন্যরেখার রোহিঙ্গা ক্যাম্পসহ সীমান্ত পরিদর্শন কালে এ আদেশ দেন।
আজ বেলা দেড়টার দিকে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান তুমব্রুর কোনার পাড়া গ্রামে সীমান্তের শূন্যরেখার সেই রোহিঙ্গা ক্যাম্পে যান। এ সময় তিনি স্থানীয়দের সঙ্গেও কথা বলেন। গত ১৮ জানুয়ারি রোহিঙ্গাদের দুই সশস্ত্র গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে ওই ক্যাম্পে আগুন লাগে। এরপর টানা ৩ দিন ধরে ক্যাম্পটি আগুনে পুড়ে।
এরপর বিজিবি মহাপরিচালক মিয়ানমার সংলগ্ন কাঁটাতার ঘেঁষা তুমব্রু ও ঘুমধুম সীমান্ত এলাকা পরিদর্শন করেন। এ সময় তিনি সীমান্তের দায়িত্বরত তুমব্রু বিওপির কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি বলেন, ‘২০১৭ সালের আগস্টের শেষের দিকে শুন্যরেখায় এই রোহিঙ্গারা আসেন। আপাতত তাঁরা এখন তুমব্রু গ্রামে রয়েছেন। এখন শূন্যরেখায় কোনো রোহিঙ্গা নেই। নিজেদের সংঘাতে তাঁরা বাংলাদেশে আশ্রয় নিলেও তাঁদের অন্যত্র সরানো হবে।’
বিজিবি মহাপরিচালক আরও বলেন, ‘সীমান্ত দিয়ে আর যেন কোনো রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশ করতে না পারে। সে দিকে বিজিবির মাঠ কর্মকর্তাদের কঠোর নজর দিতে হবে।’
বেলা পৌনে ৩টার দিকে কক্সবাজারের রামু সেক্টরের দিকে যাত্রা করেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন, ঘুমধুম ও তুমব্রু সীমান্তে দায়িত্বরত ৩৪ বিজিবি অধিনায়ক লে. কর্নেল মুহাম্মদ সাইফুল ইসলাম সাইফসহ অন্যান্য কর্মকর্তারা।
কুষ্টিয়ার দৌলতপুরে সাজেদুল লস্কর (৩২) নামের এক ব্যক্তির লাঠির আঘাতে তার চাচাতো ভাই আপেল লস্করের (৫০) মৃত্যু হয়েছে। আজ শনিবার ভোরে উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের সোনাইকুন্ডি লস্কর পাড়া এলাকায় এই ঘটনা ঘটে। সাজেদুল লস্করকে আটক করেছে পুলিশ। দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আউয়াল কবির বিষয়টি নিশ
৬ মিনিট আগেময়মনসিংহের নান্দাইল উপজেলার রাজগাতি ইউনিয়নের ওপর দিয়ে বয়ে যাওয়া সুখাইজুড়ি নদী একসময় প্রবহমান ছিল। এতে এলাকার মানুষ গোসল দিত, মাছ ধরত ও হাঁস পালন করত। সেই নদী দখল করে বাঁশ ও জালের বেড়া দিয়ে ছোট ছোট ঘের তৈরি করেছেন স্থানীয় প্রভাবশালীরা।
১০ মিনিট আগেকুমিল্লা নগরীর রাজগঞ্জ এলাকার একটি রেস্তোরাঁর কর্মী তোফাজ্জল হোসেন। অর্থের অভাবে লেখাপড়ার সুযোগ হয়ে ওঠেনি তাঁর। ১৩ বছর বয়সে কাজ শুরু করেন রেস্তোরাঁয়।
১৪ মিনিট আগেঅন্তর্বর্তী সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ এম হাসান আরিফ বলেছেন, ‘আমাদের প্রতিবেশী দেশ ভারত ভিসার ব্যাপারে কিছুটা কড়াকড়ি করেছে। তারা আমাদের ভিসা দেবে কি না, এটা তাদের বিষয়।’
৯ ঘণ্টা আগে