Ajker Patrika

বিস্ফোরক মামলায় যুবদলের ৬ নেতা কর্মী কারাগারে

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
বিস্ফোরক মামলায় যুবদলের ৬ নেতা কর্মী কারাগারে

বিস্ফোরক আইনের মামলায় চট্টগ্রামে যুবদলের ছয় নেতা কর্মীকে কারাগারে পাঠানো হয়েছে। আজ রোববার মহানগর দায়রা জজ আদালতে আসামিরা আত্মসমর্পণ করে জামিন চাইলে বিচারক ড. বেগম জেবুন্নেসা তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। 

যুবদলের নেতা কর্মীরা হলেন–বশিরুল ইসলাম ওরফে পলাশ (৩৭), নুরুল হুদা বাবু (৩২), সোহেল ওরফে বাঘা (৩০), মো. ইমাম (২৮), মো. সবুর (৩০) ও মো. তামিম (২৮)। 

আদালতে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি আবদুর রশীদ বলেন, ‘গত ২ এপ্রিল বিএনপি নেতা কর্মীরা বেআইনিভাবে জোটবদ্ধ হয়ে যান চলাচলে বাধা, ভাঙচুর ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে জনমনে আতঙ্ক তৈরি করে। এ ঘটনায় পরদিন ৩ এপ্রিল আসামিদের বিরুদ্ধে বন্দর থানায় দণ্ডবিধি-১৪৭ / ১৪৮ / ১৪৯ / ৪২৭ / ৫০৬ ধারাসহ বিস্ফোরক আইনে একটি মামলা হয়।’ 

তিনি আরও বলেন, ‘আজ (রোববার) আদালতে ওই মামলায় এজাহারনামীয় ৬ আসামি আত্মসমর্পণ করে জামিন চেয়েছিল। এ সময় রাষ্ট্রপক্ষ আসামিদের জামিনের বিরোধিতা করে। পরে আদালত আসামিদের জামিন নামঞ্জুর করে তাঁদের কারাগারে পাঠানোর আদেশ দেন।’ 

মামলা সূত্রে জানা গেছে, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মুন্নার নিঃশর্ত মুক্তির দাবিতে ব্যানার সহকারে মিছিল নিয়ে এই তাণ্ডব চালায় বিএনপি ও যুবদলের নেতা কর্মীরা। এই ঘটনায় নয়জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা ৩০ থেকে ৪০ জনকে আসামি করে মামলা করেন বন্দর থানার উপপরিদর্শক (এসআই) উস্যাং মং মারমা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদত্যাগ করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম

পাগল বেশে রাস্তায় মেয়েদের উত্ত্যক্ত করা কন্টেন্ট ক্রিয়েটর সম্পর্কে যা জানা গেল

হাবিবুল্লাহ বাহার কলেজের উপাধ্যক্ষকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা

প্রধান উপদেষ্টার নতুন বিশেষ সহকারী কে এই আনিসুজ্জামান চৌধুরী

সেনাবাহিনীর ভূমিকা নিয়ে জাতিসংঘের ফলকার তুর্কের মন্তব্যের প্রতিক্রিয়া জানাল আইএসপিআর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত