কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজারের টেকনাফে নাফ নদী মাছ ধরার চারটি নৌকাসহ ১৯ জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি (এএ)। উপজেলার শাহপরীর দ্বীপ ঘোলারচর এবং নাইক্ষ্যংদিয়া এলাকা থেকে আজ বৃহস্পতিবার দুপুরে তাঁদের তুলে নিয়ে যাওয়া হয়। এর আগে ১০ ফেব্রুয়ারি একই এলাকা থেকে চার বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে যায় আরাকান আর্মি। তাঁদের এ পর্যন্ত ফেরত দেয়নি সশস্ত্র গোষ্ঠীটি।
টেকনাফ কায়ুকখালী বোট মালিক সমিতির সভাপতি আবদুল জলিল বলেন, ‘মাছ ধরে ফেরার পথে দুপুরে দুটি ট্রলারসহ ৯ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মির সদস্যরা।’
আর শাহপরীর দ্বীপ মাঝেরপাড়া নৌঘাটের সাধারণ সম্পাদক আবদুল গফুর বলেন, শাহপরীর দ্বীপ মাঝেরপাড়ার দুটি নৌকাসহ ১০ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি।
নাফ নদী থেকে ট্রলারসহ জেলেদের ধরে নিয়ে যাওয়ার খবর পেয়েছেন বলে জানান বিজিবির এক কর্মকর্তা। তিনি বলেন, কী কারণে এ ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি তাঁদের ফেরত আনার চেষ্টা চলছে।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন বলেন, ‘জেলেদের ধরে নিয়ে যাওয়ার বিষয়টি শুনেছি। এ বিষয়ে বিজিবির সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
এর আগে গত বছরের ৬ অক্টোবর সকালে টেকনাফের শাহপরীর দ্বীপ জেটিঘাট থেকে ছয়টি মাছ ধরার ট্রলারসহ ৫৮ জেলে গভীর সাগরে মাছ ধরতে যান। তাঁদের ৯ অক্টোবর অপহরণ করে নিয়ে যায় মিয়ানমারের নৌবাহিনী। এ সময় নৌবাহিনীর টহলরত একটি স্পিডবোট থেকে বাংলাদেশি একটি ট্রলারকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। এতে তিন জেলে গুলিবিদ্ধ হন। তাঁদের একজন ঘটনাস্থলেই নিহত হন। পরে জেলেদের ফেরত দেওয়া হয়। গত ১৫ অক্টোবর আরাকান আর্মির হেফাজত থেকে বাংলাদেশি ১৬ জেলেকে ফেরত এনেছিল বিজিবি।
কক্সবাজারের টেকনাফে নাফ নদী মাছ ধরার চারটি নৌকাসহ ১৯ জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি (এএ)। উপজেলার শাহপরীর দ্বীপ ঘোলারচর এবং নাইক্ষ্যংদিয়া এলাকা থেকে আজ বৃহস্পতিবার দুপুরে তাঁদের তুলে নিয়ে যাওয়া হয়। এর আগে ১০ ফেব্রুয়ারি একই এলাকা থেকে চার বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে যায় আরাকান আর্মি। তাঁদের এ পর্যন্ত ফেরত দেয়নি সশস্ত্র গোষ্ঠীটি।
টেকনাফ কায়ুকখালী বোট মালিক সমিতির সভাপতি আবদুল জলিল বলেন, ‘মাছ ধরে ফেরার পথে দুপুরে দুটি ট্রলারসহ ৯ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মির সদস্যরা।’
আর শাহপরীর দ্বীপ মাঝেরপাড়া নৌঘাটের সাধারণ সম্পাদক আবদুল গফুর বলেন, শাহপরীর দ্বীপ মাঝেরপাড়ার দুটি নৌকাসহ ১০ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি।
নাফ নদী থেকে ট্রলারসহ জেলেদের ধরে নিয়ে যাওয়ার খবর পেয়েছেন বলে জানান বিজিবির এক কর্মকর্তা। তিনি বলেন, কী কারণে এ ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি তাঁদের ফেরত আনার চেষ্টা চলছে।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন বলেন, ‘জেলেদের ধরে নিয়ে যাওয়ার বিষয়টি শুনেছি। এ বিষয়ে বিজিবির সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
এর আগে গত বছরের ৬ অক্টোবর সকালে টেকনাফের শাহপরীর দ্বীপ জেটিঘাট থেকে ছয়টি মাছ ধরার ট্রলারসহ ৫৮ জেলে গভীর সাগরে মাছ ধরতে যান। তাঁদের ৯ অক্টোবর অপহরণ করে নিয়ে যায় মিয়ানমারের নৌবাহিনী। এ সময় নৌবাহিনীর টহলরত একটি স্পিডবোট থেকে বাংলাদেশি একটি ট্রলারকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। এতে তিন জেলে গুলিবিদ্ধ হন। তাঁদের একজন ঘটনাস্থলেই নিহত হন। পরে জেলেদের ফেরত দেওয়া হয়। গত ১৫ অক্টোবর আরাকান আর্মির হেফাজত থেকে বাংলাদেশি ১৬ জেলেকে ফেরত এনেছিল বিজিবি।
রাজধানীর পল্লবী থানার কালশী ফ্লাইওভারে সড়ক দুর্ঘটনায় ওপর থেকে নিচে পড়ে দুই যুবকের মৃত্যু হয়েছে। তাঁরা দুজনই মোটরসাইকেল আরোহী ছিলেন। নিহতদের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। তবে তাঁদের নাম-পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।
২১ মিনিট আগেগাজীপুরের কাপাসিয়া উপজেলায় নাটকের মঞ্চায়ন বাতিলের ঘটনা রাজনৈতিক কারণে হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তাঁদের দাবি, এতে কোনো ধর্মীয় বিষয় জড়িত নয়। আজ শুক্রবার পুলিশ সদর দপ্তরের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ কথা জানানো হয়। সেখানে বিভিন্ন গণমাধ্যমে এ নিয়ে প্রকাশিত সংবাদের কিছু তথ্যকে ‘বিভ্রান্তিকর’ বলে...
৩৯ মিনিট আগেসুবিশাল দৃষ্টিনন্দন ভবন। ভবনের গায়ে বড় করে লেখা রয়েছে ‘বাংলাদেশ-আমেরিকা সৌহার্দ্য ফুল বিপণনকেন্দ্র’। ভেতরে প্রবেশ করতেই দেখা গেল বীজ বিপণন ও সংরক্ষণের জন্য হিমাগার। ভবনের সামনে রয়েছে ফুল মোড়কজাত (প্যাকেজিং) ও বিক্রির জন্য পাকা মেঝে এবং টিনের ছোট ছোট ছাউনি (শেড)। তবে যে কারণে এত সুযোগ-সুবিধার আয়োজন,
১ ঘণ্টা আগেকক্সবাজার সমুদ্রসৈকতে ছবি তুলে পর্যটকদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায় ও হয়রানি করার অভিযোগ উঠেছে ফটোগ্রাফারদের বিরুদ্ধে। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে শুক্রবার (৪ এপ্রিল) সন্ধ্যায় শহরের সুগন্ধা পয়েন্ট সৈকতে পৃথক অভিযান চালিয়ে ১৭টি ক্যামেরা জব্দ করেছে ট্যুরিস্ট পুলিশ।
১ ঘণ্টা আগে