Ajker Patrika

আনোয়ারায় ছাত্র-জনতার ওপর গুলি: মামলার আসামির অস্ত্রসহ ভিডিও ভাইরাল

কর্ণফুলী(চট্টগ্রাম) প্রতিনিধি
বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গুলিবর্ষণকারী, মামলার আসামি শিবলু। ছবি: সংগৃহীত
বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গুলিবর্ষণকারী, মামলার আসামি শিবলু। ছবি: সংগৃহীত

চট্টগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নগরীর ষোলশহর ২ নম্বর গেট এলাকায় শিক্ষার্থীদের ওপর গুলিবর্ষণের মামলার আসামি মো. শিবলুর (২৮) অস্ত্র ও গুলি হাতে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে হয়েছে। আজ শুক্রবার কয়েকটি ছবি ও ২২ সেকেন্ডের একটি ভিডিও পাওয়া গেছে।

ভিডিওতে দেখা যায়, চট্টগ্রামের আনোয়ারা উপজেলার হাইলধর ইউনিয়নের হেটিখাইন এলাকার বাসিন্দা মো. শিবলু নিজে এক হাতে মোবাইলে ভিডিও করছে এবং অপর হাতে কিছু গুলি, অস্ত্র নাড়াচাড়া করছে।

শিবলু চট্টগ্রামের আনোয়ারা উপজেলার হাইলধর ইউনিয়নের হেটিখাইন এলাকার নাসির মেম্বারের বাড়ির আবুল হাসেমের ছেলে। তাকে গ্রেপ্তার করতে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত ১৬ জুলাই দুপুরে বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের সময় পাঁচলাইশ মডেল থানাধীন ষোলশহর ২ নম্বর গেট এলাকার চিটাগাং শপিং কমপ্লেক্সের সামনে ছাত্র-জনতার মিছিলে ককটেল বিস্ফোরণ ও অস্ত্র নিয়ে হামলা হয়। এতে অনেক নিরীহ মানুষ ও শিক্ষার্থীরা আহত হন। এ ঘটনায় গত ৫ সেপ্টেম্বর চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুল আজিম রনিকে প্রধান আসামি করে ৯৫ জনের নাম উল্লেখ করে ছাত্রদল নেতা জিয়াইল হক জোনাইদ পাঁচলাইশ থানায় মামলা করেন। সেই মামলায় ৬৯ নম্বর আসামি শিবলু।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, ‘ভিডিও ও ছবিগুলো পুলিশের হাতে আসার পর অস্ত্র উদ্ধার ও তাকে গ্রেপ্তার করতে ইতিমধ্যে কয়েকটি স্থানে অভিযান চালিয়েছে পুলিশ। অভিযান অব্যাহত রয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত