বান্দরবান প্রতিনিধি
বান্দরবানে যৌথ অভিযানে আটক ৫৪ জনের নাম প্রকাশ করেছে পুলিশ। এর মধ্যে ১৯ জন নারী ও ৩৫ জন পুরুষ রয়েছেন। তাঁদের মধ্যে ৪৯ জন রুমা উপজেলার বেথেলপাড়ার বাসিন্দা। বাকি পাঁচজন জেলা সদর, রোয়াংছড়ি ও থানচি উপজেলার বাসিন্দা।
গতকাল সোমবার রাত সাড়ে ১১টার দিকে বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মো. রায়হান কাজেমী এ তথ্য জানান।
আটক ব্যক্তিরা হলেন জেলার রুমা উপজেলার ২ নম্বর রুমা সদর ইউপির ৪ নম্বর ওয়ার্ড বেথেলপাড়া এলাকার সাপলিয়ান থাং বম (২১), লাল রিন সাং বম (২৫), সাইরাস বম (২৫), মুন থাং লিয়ান বম (৩৩), পাছুং বম (৪৪), ভান লাল দিক বম (৩২), জাসুয়া বম (৪২), ভারৌ সাং বম (৩২), নলথন বম (৫৫), লাল রাম তিয়াম বম (৪৪), লালদাম লিয়াম বম (৩৬), লম জুয়াল বম (৫০), রাম থাং লিয়ান বম (১৭), ভান রুয়াত ময় বম (২৩), লাল ইমানুএল বম (৪৩), লালমুন লিয়ান বম (২৮), লাল থাং পুই বম (১৯), জেমস মিলটন বম (৩৪), রোসাং লিয়ান বম (৩০), লাল রোয়াত লম বম (৪৫), লাল দিন থার বম (৪০), জৌনুন নাং বম (৪৫), রেম থন বম (৬০), পেনাল বম (৬০), রুয়াল কম লিয়ান বম (৫৫), লাল রাওখম বম (৩৭), ভান লাল সম বম (৩৪), লাল রুয়াই বম (৫২), পাইন্দু এলাকার লিয়ান লুয়াই থাং বম (২৪) ও গিলবার্ট বম (১৭)।
আটক নারীরা হলেন ২ নম্বর রুমা সদরের বেথেলপাড়া এলাকার আজিং বম (২০), লালসিং পার বম (৩০), ভান রিন কিম বম (৩৬), আতং বম (৩০), আলমন বম (২২), লাল মুন এং বম (১৯), লাল নুন জির বম (৩৪), মেলরি বম (২৬), লাল নুন বম (২৪), নেম পেন বম (৩৮), এলিজাবেত বম (৩০), লালত্নাহাকিম বম (৩০), পারঠা জোয়াল বম (১৯), জিং রোল এং বম (৩২), লাল নুন কিম বম (২৫), টিনা বম (১৮), লেরী বম (২৩) ও শিউলি বম (২১)।
পুলিশের পাঠানো লিখিত তালিকায় রুমার বাইরে মৌখিকভাবে পাঁচজনের নাম বলা হয়। তাঁরা হলেন জেলা সদরের সুয়ালক থেকে আটক রোয়াংছড়ির রৌনিনপাড়া এলাকার বাসিন্দা ভানুনুন নুয়াম বম (৩০), জেমিনিউ বম (২৬), আমে লনচেও বম (২২), থানচির টিঅ্যান্ডটিপাড়ার বাসিন্দা গাড়িচালক মো. কফিল উদ্দিন সাগর (২৮) ও রুমা সোনালী ব্যাংকের জুনিয়র কর্মকর্তা (ক্যাশিয়ার) লাল তন লিয়ান বম (৫৪)। এই পাঁচজনসহ আটক ব্যক্তির সংখ্যা ৫৪ জন।
প্রসঙ্গত, বান্দরবানের রুমা ও থানচি উপজেলায় দফায় দফায় ব্যাংকে হামলা, টাকা ও অস্ত্র লুট এবং ব্যাংক ম্যানেজার নেজাম উদ্দীনকে অপহরণের ঘটনায় বিশেষ ক্ষমতা আইন ১৯৭৪ ও ২০০৯ সালের সন্ত্রাসবিরোধী আইনের বিভিন্ন ধারায় আটটি মামলা হয়েছে। এসব মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ মঙ্গলবার তাঁদের আদালতে সোপর্দ করা হতে পারে।
বান্দরবানে যৌথ অভিযানে আটক ৫৪ জনের নাম প্রকাশ করেছে পুলিশ। এর মধ্যে ১৯ জন নারী ও ৩৫ জন পুরুষ রয়েছেন। তাঁদের মধ্যে ৪৯ জন রুমা উপজেলার বেথেলপাড়ার বাসিন্দা। বাকি পাঁচজন জেলা সদর, রোয়াংছড়ি ও থানচি উপজেলার বাসিন্দা।
গতকাল সোমবার রাত সাড়ে ১১টার দিকে বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মো. রায়হান কাজেমী এ তথ্য জানান।
আটক ব্যক্তিরা হলেন জেলার রুমা উপজেলার ২ নম্বর রুমা সদর ইউপির ৪ নম্বর ওয়ার্ড বেথেলপাড়া এলাকার সাপলিয়ান থাং বম (২১), লাল রিন সাং বম (২৫), সাইরাস বম (২৫), মুন থাং লিয়ান বম (৩৩), পাছুং বম (৪৪), ভান লাল দিক বম (৩২), জাসুয়া বম (৪২), ভারৌ সাং বম (৩২), নলথন বম (৫৫), লাল রাম তিয়াম বম (৪৪), লালদাম লিয়াম বম (৩৬), লম জুয়াল বম (৫০), রাম থাং লিয়ান বম (১৭), ভান রুয়াত ময় বম (২৩), লাল ইমানুএল বম (৪৩), লালমুন লিয়ান বম (২৮), লাল থাং পুই বম (১৯), জেমস মিলটন বম (৩৪), রোসাং লিয়ান বম (৩০), লাল রোয়াত লম বম (৪৫), লাল দিন থার বম (৪০), জৌনুন নাং বম (৪৫), রেম থন বম (৬০), পেনাল বম (৬০), রুয়াল কম লিয়ান বম (৫৫), লাল রাওখম বম (৩৭), ভান লাল সম বম (৩৪), লাল রুয়াই বম (৫২), পাইন্দু এলাকার লিয়ান লুয়াই থাং বম (২৪) ও গিলবার্ট বম (১৭)।
আটক নারীরা হলেন ২ নম্বর রুমা সদরের বেথেলপাড়া এলাকার আজিং বম (২০), লালসিং পার বম (৩০), ভান রিন কিম বম (৩৬), আতং বম (৩০), আলমন বম (২২), লাল মুন এং বম (১৯), লাল নুন জির বম (৩৪), মেলরি বম (২৬), লাল নুন বম (২৪), নেম পেন বম (৩৮), এলিজাবেত বম (৩০), লালত্নাহাকিম বম (৩০), পারঠা জোয়াল বম (১৯), জিং রোল এং বম (৩২), লাল নুন কিম বম (২৫), টিনা বম (১৮), লেরী বম (২৩) ও শিউলি বম (২১)।
পুলিশের পাঠানো লিখিত তালিকায় রুমার বাইরে মৌখিকভাবে পাঁচজনের নাম বলা হয়। তাঁরা হলেন জেলা সদরের সুয়ালক থেকে আটক রোয়াংছড়ির রৌনিনপাড়া এলাকার বাসিন্দা ভানুনুন নুয়াম বম (৩০), জেমিনিউ বম (২৬), আমে লনচেও বম (২২), থানচির টিঅ্যান্ডটিপাড়ার বাসিন্দা গাড়িচালক মো. কফিল উদ্দিন সাগর (২৮) ও রুমা সোনালী ব্যাংকের জুনিয়র কর্মকর্তা (ক্যাশিয়ার) লাল তন লিয়ান বম (৫৪)। এই পাঁচজনসহ আটক ব্যক্তির সংখ্যা ৫৪ জন।
প্রসঙ্গত, বান্দরবানের রুমা ও থানচি উপজেলায় দফায় দফায় ব্যাংকে হামলা, টাকা ও অস্ত্র লুট এবং ব্যাংক ম্যানেজার নেজাম উদ্দীনকে অপহরণের ঘটনায় বিশেষ ক্ষমতা আইন ১৯৭৪ ও ২০০৯ সালের সন্ত্রাসবিরোধী আইনের বিভিন্ন ধারায় আটটি মামলা হয়েছে। এসব মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ মঙ্গলবার তাঁদের আদালতে সোপর্দ করা হতে পারে।
বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র শ্রীপদ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী বলেছেন , দীর্ঘদিন সংখ্যালঘুদের ‘ইন্ডিয়ার দালাল’ ও ‘আওয়ামী লীগের দালাল’ আখ্যা দিয়ে রাজনীতি করা হয়েছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, আর জ্বালানো যাবে না।
৭ মিনিট আগেবাংলাদেশ-মিয়ানমার সীমান্তের বান্দরবানের নাইক্ষ্যংছড়ি পয়েন্টে রোহিঙ্গাদের অনুপ্রবেশ ঠেকাতে এবং চোরাচালান বন্ধে বুলেটপ্রুফ গাড়ি নিয়ে টহল শুরু করেছে বিজিবি। আজ শুক্রবার দুপুর থেকে চোরাচালানের জোন বলে খ্যাত সীমান্ত সড়কের ৪২ নম্বর পিলার থেকে ৫৪ নম্বর পিলার পর্যন্ত আট কিলোমিটার এলাকায় টহল দিচ্ছেন বিজিবির
৩১ মিনিট আগেবাগেরহাটের কচুয়ায় ‘চলো পাল্টাই’ সংগঠন ও শিক্ষার্থীরা বিনা লাভের বাজার চালু করেছে। খোলা বাজারের চেয়ে ১০-২০ টাকা কমে আলু, পেঁয়াজ, ডালসহ বিভিন্ন পণ্য বিক্রি হচ্ছে।
৪১ মিনিট আগেবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্রদের তুলে নিয়ে মারধরের ঘটনায় করা মামলায় কুড়িগ্রামের উলিপুরে আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের চার নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে পুলিশ অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে।
১ ঘণ্টা আগে