উখিয়ায় বিদেশি পিস্তল-গুলি জব্দ, ৩ রোহিঙ্গা গ্রেপ্তার

কক্সবাজার প্রতিনিধি
Thumbnail image
প্রতীকী ছবি

কক্সবাজারের উখিয়ায় বিদেশি পিস্তল ও গুলিসহ তিন রোহিঙ্গা গ্রেপ্তার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) পুলিশ। গতকাল মঙ্গলবার দিবাগত রাত পৌনে ২ টার দিকে উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী ৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এইচ-৫ ব্লকে এ অভিযান চালানো হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— উপজেলার বালুখালী ৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ডি-১ ব্লকের আব্দুর রহমানের ছেলে মো. আজিজ (২২) এবং একই ক্যাম্পের এফ-১ ব্লকের মো. হোসেনের ছেলে ইকবাল হোসেন (২৫) ও সি-২ ব্লকের বক্তার আহমদের ছেলে মোহাম্মদ এনাম (১৯)।

৮ এপিবিএন এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. আমির জাফর এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রাতে গোপন সংবাদের ভিত্তিতে বালুখালী ৯ ক্যাম্পের এইচ/৫ ব্লকের লার্নিং সেন্টারের সামনে অভিযান পরিচালনা করে তিন রোহিঙ্গা যুবককে গ্রেপ্তার করা হয়। পরে তাঁদের দেহ তল্লাশি করে একটি বিদেশি পিস্তল, তিন রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন জব্দ করা হয়।

মো. আমির জাফর বলেন, গ্রেপ্তার ব্যক্তিরা রোহিঙ্গা ক্যাম্প কেন্দ্রিক সক্রিয় সংঘবদ্ধ অপরাধী চক্রের সদস্য। তাদের বিরুদ্ধে অপহরণ, ডাকাতি ও চাঁদাবাজিসহ নানা অভিযোগ রয়েছে। তাঁদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে উখিয়া থানায় মামলা করা হয়েছে বলে জানান তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত