সেন্ট মার্টিনে পর্যটক উন্মুক্ত রাখতে গণমিছিল

কক্সবাজার প্রতিনিধি
আপডেট : ২৩ অক্টোবর ২০২৪, ২২: ১৮
Thumbnail image

দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন পর্যটকদের জন্য উন্মুক্ত রাখার দাবিতে গণমিছিল ও সমাবেশ করেছে দ্বীপের বাসিন্দারা। তারা সেন্ট মার্টিন নিয়ে সরকারের গৃহীত সিদ্ধান্ত বাতিলের দাবি জানান। অন্যথায় দ্বীপে অবরোধ কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়।

বৈরী আবহাওয়ার মধ্যে আজ বুধবার কক্সবাজারের টেকনাফের সেন্ট মার্টিন বাজারে স্থানীয়দের উদ্যোগে এ সমাবেশের আয়োজন করা হয়। শেষে গণমিছিল বের করা হয়। এতে বিপুলসংখ্যক সাধারণ জনগণ ও শিক্ষার্থীরা অংশ নেন।

সমাবেশে বক্তব্য দেন স্থানীয় ইউপি সদস্য সৈয়দ আলম, আবদুর রহমান, ব্যবসায়ী মাহবুব আলম, নাসির উদ্দীন প্রমুখ।

বক্তারা বলেন, দ্বীপের মানুষের আয়-রোজগার পর্যটকনির্ভর। ফলে দ্বীপটি পর্যটকদের জন্য উন্মুক্ত না রাখলে সকল প্রকার নৌযান বন্ধসহ দ্বীপে অবরোধ পালন করা হবে।

গণমিছিল–২এর আগে গতকাল মঙ্গলবার রাজধানীতে প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর সেন্ট মার্টিন দ্বীপের পরিবেশ রক্ষায় দ্বীপে পর্যটক সীমিত করার কথা জানান। তিনি বলেন, আগামী ডিসেম্বর ও জানুয়ারি মাসে দৈনিক দুই হাজার পর্যটক সেন্ট মার্টিন যেতে পারবেন। এ ছাড়া নভেম্বর মাসে পর্যটক যেতে পারলেও, কেউ রাত যাপন করতে পারবেন না। ফেব্রুয়ারি মাসে দ্বীপে পরিচ্ছন্নতা অভিযান থাকে, ফলে সে সময় কোনো পর্যটক যেতে পারবেন না।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত