Ajker Patrika

চট্টগ্রামে শিপ ব্রেকিং ইয়ার্ড পরিদর্শনে দুই উপদেষ্টা

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি 
শিপ ব্রেকিং ইয়ার্ড পরিদর্শন করেছেন অন্তর্বর্তী সরকারের শিল্প ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা। ছবি: আজকের পত্রিকা
শিপ ব্রেকিং ইয়ার্ড পরিদর্শন করেছেন অন্তর্বর্তী সরকারের শিল্প ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা। ছবি: আজকের পত্রিকা

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিভিন্ন শিপ ব্রেকিং ইয়ার্ড পরিদর্শন করেছেন অন্তর্বর্তী সরকারের শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা এ এফ হাসান আরিফ।

তাঁরা আজ শুক্রবার সকালে প্রথমে কেশবপুর তেঁতুলতলায় আরব গ্রিন শিপ ব্রেকিং ইয়ার্ড পরিদর্শন করেন। এরপর তাঁরা বার আউলিয়া গামারীতলায় কবির স্টিল গ্রিন শিপ ব্রেকিং ইয়ার্ড ও নন-গ্রিন তাইওয়া শিপ ব্রেকিং ইয়ার্ড পরিদর্শন করেন।

গ্রিন শীপব্রেকিং ইয়ার্ড পরিদর্শন শেষে দুই উপদেষ্টা জানান, সাগর উপকূলে গড়ে তোলা সবুজে ঘেরা এ শিপব্রেকিং ইয়ার্ডগুলো একেবারে দৃষ্টিনন্দন, যা আমাদের মাঝে মুগ্ধতা ছড়িয়ে দিয়েছে। পরিবেশ ও মানুষের সুরক্ষা নিশ্চিত করে এসব ইয়ার্ডে জাহাজ কাটার সক্ষমতা আছে, আর এ সক্ষমতা ব্যবহার করে ইয়ার্ড তিনটি দেশের সেরা গ্রিন শিপইয়ার্ড হবে।

শিপ ব্রেকিং ইয়ার্ড পরিদর্শন করেছেন অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টা। ছবি: আজকের পত্রিকা
শিপ ব্রেকিং ইয়ার্ড পরিদর্শন করেছেন অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টা। ছবি: আজকের পত্রিকা

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সেক্রেটারি জাকিয়া সুলতানা, চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানম, সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কে এম রফিকুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ আল মামুন, বাংলাদেশ শিপ ব্রেকার্স অ্যান্ড রিসাইক্লাস অ্যাসোসিয়েশন (বিএসবিআরএ) এর সভাপতি মো. আবু তাহের, ভাইস প্রেসিডেন্ট জহিরুল ইসলাম রিঙ্কু, মোহাম্মদ করিম উদ্দিন, নির্বাহী সদস্য মো. নাঈম শাহ ইমরান, মো. সেকান্দর হোসেন, আরব শিপ ব্রেকিং ইয়ার্ডের চেয়ারম্যান মো. সায়ের মিয়া, ব্যবস্থাপনা পরিচালক নুর উদ্দিন মোহাম্মদ রুবেল সিআইপি, সীতাকুণ্ড প্রেসক্লাবের সভাপতি সৈয়দ মো. ফোরকান আবু, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল কাইয়ুম চৌধুরী প্রমুখ।

তিন গ্রিন শিপব্রেকিং ইয়ার্ড পরিদর্শন শেষে ফেরার পথে দুই উপদেষ্টা রাষ্ট্রয়ত্ত্ব গাড়ি প্রস্তুতকারক প্রতিষ্ঠান প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেড পরিদর্শন করেন। পরিদর্শন শেষে সেখানেই মধ্যাহ্নভোজে অংশগ্রহণ করেন তাঁরা। পরিদর্শন শেষে প্রগতির উন্নয়নে নানামুখী পদক্ষেপ গ্রহণ করা হবে বলো জানান দুই উপদেষ্টা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত