চবি প্রতিনিধি
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) চারুকলা ইনিস্টিটিউটকে মূল ক্যাম্পাসে স্থানান্তরের দাবিতে ক্লাসবর্জন করে পঞ্চদশ দিনের মতো আন্দোলন অব্যাহত রেখেছে শিক্ষার্থীরা। আজ বুধবার সকাল ৯টার দিকে ইনস্টিটিউটের ফটকে তালা দিয়ে পঞ্চদশ দিনের আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা। তাঁদের দাবি না মানা পর্যন্ত তালা ঝুলানো থাকবে বলে ঘোষণা দেন তাঁরা।
পরে দুপুর ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি ও চারুকলা সংকট নিরসনে গঠিত কমিটির প্রধান এসে বৃহস্পতিবার শিক্ষার্থীদের সঙ্গে বৈঠকের সময় নির্ধারণ করেন।
শিক্ষার্থীদের অভিযোগ, তাদের আন্দোলন ১৫ দিন ধরে চললেও চারুকলা ইনিস্টিটিউট প্রশাসন কোনো সিদ্ধান্তে পৌঁছায়নি। তাই নিরুপায় হয়ে তাঁরা তালা দিয়েছেন।
আন্দোলনরত শিক্ষার্থী মোহাম্মদ শহীদ আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা ফটকে তালা দিয়ে ক্যাম্পাস অবরোধ করেছি। আমরা কাউকে ভেতরে ঢুকতে দেইনি। আমাদের আন্দোলনের ১৫ দিন হয়ে গেছে। এখনো পর্যন্ত কোনো সিদ্ধান্ত আমাদের জানানো হয়নি। একটা কমিটি গঠন করা হয়েছে। তারা আমাদের সঙ্গে বসেনি।’
এই শিক্ষার্থী আরও বলেন, ‘সকালে আমরা তালা ঝুলানোর পর আমাদের জানানো হয়েছে আগামীকাল (বৃহস্পতিবার) আমাদের সঙ্গে বৈঠকে বসবেন। এখন শুধু সিদ্ধান্ত না, দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা ফটকে তালা ঝুলিয়ে রাখব।’
এ বিষয়ে জানতে চাইলে সংকট নিরসন সংক্রান্ত কমিটির প্রধান ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক আব্দুল্লাহ মামুন আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা শিক্ষার্থীদের সঙ্গে কথা বলছি। এ বিষয়ে পরে কথা বলব।’
গত ২ নভেম্বর থেকে ২২ দফা দাবিতে অনির্দিষ্টকালের জন্য অবস্থান কর্মসূচি ও ক্লাসবর্জন শুরু করেন চারুকলা ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। পরে ২২ দফা দাবিকে এক দফা দাবিতে এনে চারুকলাকে মূল ক্যাম্পাসে স্থানান্তরের দাবি শিক্ষার্থীরা। এই নিয়ে শিক্ষার্থী ও শিক্ষকদের সঙ্গে দফায় দফায় বৈঠক করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে বৈঠক করেও কোনো সিদ্ধান্ত আসতে পারেনি কর্তৃপক্ষ।
সর্বশেষ গত শুক্রবার (১১ নভেম্বর) সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত চট্টগ্রাম শহরের চারুকলা ইনিস্টিটিউটে শিক্ষকদের সঙ্গে বৈঠক করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার। বৈঠকে উপাচার্য ছাড়াও রেজিস্ট্রার, ডিন, ছাত্র উপদেষ্টা, প্রক্টর ও কয়েকজন সিন্ডিকেট সদস্য উপস্থিত ছিলেন। কয়েক ঘণ্টা ধরে চলা এই বৈঠকে চারুকলা মূল ক্যাম্পাসে স্থানান্তরের বিষয়ে কোনো সিদ্ধান্ত না হলেও এই সংকট নিরসনে ছাত্র উপদেষ্টা অধ্যাপক আব্দুল্লাহ মামুনকে প্রধান করে ১৪ সদস্যের একটি কমিটি গঠন করা হয়। বৈঠক শেষে আন্দোলনকারীদের কমিটির বিষয় জানানো হলে তারা কমিটির নাম ও বিষয় নিয়ে আপত্তি জানিয়ে তা প্রত্যাখ্যান করেন। পরে কমিটির নাম পরিবর্তন করা হবে-বিশ্ববিদ্যালয় প্রশাসনের এমন আশ্বাসে আন্দোলনরত শিক্ষার্থীরা কমিটিতে সায় দেন। পাশাপাশি শিক্ষার্থীদের ৪ জনের পরিবর্তে ১২ জন প্রতিনিধিকে কমিটিতে রাখা হবে বলে তাদের আশ্বাস দেওয়া হয়।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) চারুকলা ইনিস্টিটিউটকে মূল ক্যাম্পাসে স্থানান্তরের দাবিতে ক্লাসবর্জন করে পঞ্চদশ দিনের মতো আন্দোলন অব্যাহত রেখেছে শিক্ষার্থীরা। আজ বুধবার সকাল ৯টার দিকে ইনস্টিটিউটের ফটকে তালা দিয়ে পঞ্চদশ দিনের আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা। তাঁদের দাবি না মানা পর্যন্ত তালা ঝুলানো থাকবে বলে ঘোষণা দেন তাঁরা।
পরে দুপুর ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি ও চারুকলা সংকট নিরসনে গঠিত কমিটির প্রধান এসে বৃহস্পতিবার শিক্ষার্থীদের সঙ্গে বৈঠকের সময় নির্ধারণ করেন।
শিক্ষার্থীদের অভিযোগ, তাদের আন্দোলন ১৫ দিন ধরে চললেও চারুকলা ইনিস্টিটিউট প্রশাসন কোনো সিদ্ধান্তে পৌঁছায়নি। তাই নিরুপায় হয়ে তাঁরা তালা দিয়েছেন।
আন্দোলনরত শিক্ষার্থী মোহাম্মদ শহীদ আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা ফটকে তালা দিয়ে ক্যাম্পাস অবরোধ করেছি। আমরা কাউকে ভেতরে ঢুকতে দেইনি। আমাদের আন্দোলনের ১৫ দিন হয়ে গেছে। এখনো পর্যন্ত কোনো সিদ্ধান্ত আমাদের জানানো হয়নি। একটা কমিটি গঠন করা হয়েছে। তারা আমাদের সঙ্গে বসেনি।’
এই শিক্ষার্থী আরও বলেন, ‘সকালে আমরা তালা ঝুলানোর পর আমাদের জানানো হয়েছে আগামীকাল (বৃহস্পতিবার) আমাদের সঙ্গে বৈঠকে বসবেন। এখন শুধু সিদ্ধান্ত না, দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা ফটকে তালা ঝুলিয়ে রাখব।’
এ বিষয়ে জানতে চাইলে সংকট নিরসন সংক্রান্ত কমিটির প্রধান ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক আব্দুল্লাহ মামুন আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা শিক্ষার্থীদের সঙ্গে কথা বলছি। এ বিষয়ে পরে কথা বলব।’
গত ২ নভেম্বর থেকে ২২ দফা দাবিতে অনির্দিষ্টকালের জন্য অবস্থান কর্মসূচি ও ক্লাসবর্জন শুরু করেন চারুকলা ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। পরে ২২ দফা দাবিকে এক দফা দাবিতে এনে চারুকলাকে মূল ক্যাম্পাসে স্থানান্তরের দাবি শিক্ষার্থীরা। এই নিয়ে শিক্ষার্থী ও শিক্ষকদের সঙ্গে দফায় দফায় বৈঠক করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে বৈঠক করেও কোনো সিদ্ধান্ত আসতে পারেনি কর্তৃপক্ষ।
সর্বশেষ গত শুক্রবার (১১ নভেম্বর) সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত চট্টগ্রাম শহরের চারুকলা ইনিস্টিটিউটে শিক্ষকদের সঙ্গে বৈঠক করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার। বৈঠকে উপাচার্য ছাড়াও রেজিস্ট্রার, ডিন, ছাত্র উপদেষ্টা, প্রক্টর ও কয়েকজন সিন্ডিকেট সদস্য উপস্থিত ছিলেন। কয়েক ঘণ্টা ধরে চলা এই বৈঠকে চারুকলা মূল ক্যাম্পাসে স্থানান্তরের বিষয়ে কোনো সিদ্ধান্ত না হলেও এই সংকট নিরসনে ছাত্র উপদেষ্টা অধ্যাপক আব্দুল্লাহ মামুনকে প্রধান করে ১৪ সদস্যের একটি কমিটি গঠন করা হয়। বৈঠক শেষে আন্দোলনকারীদের কমিটির বিষয় জানানো হলে তারা কমিটির নাম ও বিষয় নিয়ে আপত্তি জানিয়ে তা প্রত্যাখ্যান করেন। পরে কমিটির নাম পরিবর্তন করা হবে-বিশ্ববিদ্যালয় প্রশাসনের এমন আশ্বাসে আন্দোলনরত শিক্ষার্থীরা কমিটিতে সায় দেন। পাশাপাশি শিক্ষার্থীদের ৪ জনের পরিবর্তে ১২ জন প্রতিনিধিকে কমিটিতে রাখা হবে বলে তাদের আশ্বাস দেওয়া হয়।
‘মায়ের রক্তচাপ বেড়ে হঠাৎ নাক দিয়ে রক্ত পড়ছিল। উপায় না পেয়ে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে যাই। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকাতে নিয়ে যাই। কারণ মায়ের অবস্থা অনেক খারাপ ছিল। ঢাকার একটি প্রাইভেট হাসপাতালের আইসিইউতে রাখা হয়। তিন দিন সেখানে চিকিৎসা শেষে আবার মাদারীপুরে আসি। কিন্তু এই চিকিৎসা এখানেই...
১ ঘণ্টা আগেকেউ একা এসেছেন, কেউ পরিবার নিয়ে। কারও হাতে হালিমের বাটি, আবার কারও হাতে ছোলা ভুনা, পিঁয়াজু, বেগুনির প্যাকেট। সবাই ইফতারি কিনতে ভিড় জমিয়েছেন রাজধানীর বেইলি রোডে। পুরান ঢাকার চকবাজারের পর রকমারি ইফতার বাজার হিসেবে রাজধানীবাসীর অন্যতম পছন্দের জায়গা বেইলি রোড। প্রতিবছরের মতো এবার রমজানেও সুস্বাদু...
১ ঘণ্টা আগেনেত্রকোনার কেন্দুয়ায় ওরস আয়োজনের প্রস্তুতির মধ্যে একটি কথিত মাজারে হামলার ঘটনা ঘটেছে। এ সময় হামলাকারীরা তোরণ ভাঙচুরসহ ওরস পণ্ড করে দেয়। গত সোমবার রাতে মাসকা বাজারসংলগ্ন ‘হজরত শাহ নেওয়াজ ফকির ওরফে ল্যাংটা পাগলার মাজারে’ স্থানীয় তৌহিদি জনতা লাঠি মিছিল নিয়ে হামলা করে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত...
১ ঘণ্টা আগেরাজধানীর দক্ষিণখানে ওভারটাইমের টাকা কম দেওয়ায় ‘নিপা ফ্যাশন ওয়্যার ইন্ডাস্ট্রি লিমিটেড’ নামের একটি গার্মেন্টস ভাঙচুর করেছেন শ্রমিকেরা। এ সময় গার্মেন্টসটির ভেতরে থাকা ৫-৬টি প্রাইভেটকার ও দুটি মোটরসাইকেলও ভাঙচুর করা হয়।
১ ঘণ্টা আগে