Ajker Patrika

দাউদকান্দিতে মাইক্রোবাসে ট্রাকের ধাক্কা, নিহত ২ 

দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি
আপডেট : ২৮ মে ২০২৩, ১২: ৩০
দাউদকান্দিতে মাইক্রোবাসে ট্রাকের ধাক্কা, নিহত ২ 

কুমিল্লার দাউদকান্দিতে নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাসে ট্রাকের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন সাতজন। 

আজ রোববার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলা শহীদনগর বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 
 
এ ঘটনায় নিহতেরা হলেন উপজেলার ভবানীপুর গ্রামের বাদশা মিয়া (৬৫) ও উপজেলা কেতুন্দী গ্রামের মো. দুলাল মিয়া ব্যাপারী (৬২)।

আহতরা হলেন রাবেয়া আক্তার (৩৫) তাঁর ছয় বছরের শিশু মাহিন, পারভীন আক্তার (৪০), মোজাম্মেল হোসেন (৪২), বাবু (৩৫), সোহাগ মিয়া (২৩) ও রমজান আলী (১৯)। আহতদের গৌরীপুর উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

হাইওয়ে থানা ও প্রত্যক্ষদর্শীরা জানান, দাউদকান্দিগামী একটি মাইক্রোবাস ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শহীদনগর বাসস্ট্যান্ডে রাস্তার পাশে থামিয়ে যাত্রী নামাচ্ছিল। এ সময় পেছন থেকে দ্রুতগামী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাসটিকে ধাক্কা দিয়ে রাস্তার নিচে পড়ে যায়। এ সময় মাইক্রোবাসে থাকা যাত্রী বাদশা মিয়া ও দুলাল ব্যাপারী গাড়ির নিচে চাপা পড়ে ঘটনাস্থলে নিহত হন। ট্রাকচালক ঘুমের মধ্যে ছিলেন বলে জানা গেছে। 

খবর পেয়ে হাইওয়ে থানার পুলিশ ও দাউদকান্দি ফায়ার সার্ভিসের একটি দল গাড়ির নিচে চাপা পড়া নিহত দুজন যাত্রীকে উদ্ধার করে। পরে আহত সাতজনকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। 

দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করেছেন। ওসি বলেন, পুলিশ দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি উদ্ধার করে থানায় নিয়ে এসেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

রাজধানীতে ছিনতাইকারী সন্দেহে ইরানের দুই নাগরিককে মারধর

এক ছাতায় সব নাগরিক সেবা

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত