মনোহরগঞ্জে যুবদলের দুই গ্রুপের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ, আহত ১০

 কুমিল্লা প্রতিনিধি 
প্রকাশ : ০২ জানুয়ারি ২০২৫, ১৯: ৫৯
Thumbnail image
কুমিল্লার মনোহরগঞ্জে যুবদলের কমিটি গঠনকে কেন্দ্র করে যুবদলের দুই গ্রুপের মাঝে উত্তেজনা বিরাজ করছে। ছবি: আজকের পত্রিকা

কুমিল্লার মনোহরগঞ্জে যুবদলের কমিটি গঠনকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় গ্রুপের ১০ জন আহত হয়েছে। এদিকে সংঘর্ষ চলাকালে অবরুদ্ধ হয়ে পড়েন জেলা যুবদলের সাংগঠনিক টিমের নেতারা।

আজ বৃহস্পতিবার (২ জানুয়ারি) দুপুরে জেলার মনোহরগঞ্জ উপজেলা সদরে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, মনোহরগঞ্জ উপজেলা যুবদলের কমিটি গঠনকে কেন্দ্র করে জেলা যুবদলের একটি সাংগঠনিক টিমের সফর নিয়ে স্থানীয় বিএনপির বিদ্যমান সাবেক এমপি কর্নেল (অব.) আনোয়ার উল আজীম ও কেন্দ্রীয় বিএনপির শিল্পবিষয়ক সম্পাদক আবুল কালামের সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ হয়। এ সময় পুরো উপজেলা সদরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এতে উভয় গ্রুপের ১০ জন আহত হয়। একপর্যায়ে সাংগঠনিক সভার জন্য মনোহরগঞ্জ কলেজ মাঠে তৈরি মঞ্চ ও অনুষ্ঠানস্থল ছেড়ে কালাম গ্রুপের সমর্থকেরা চল যান। এ সময় সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

কুমিল্লার মনোহরগঞ্জে যুবদলের কমিটি গঠনকে কেন্দ্র করে যুবদলের দুই গ্রুপের মাঝে উত্তেজনা বিরাজ করছে। ছবি: আজকের পত্রিকা
কুমিল্লার মনোহরগঞ্জে যুবদলের কমিটি গঠনকে কেন্দ্র করে যুবদলের দুই গ্রুপের মাঝে উত্তেজনা বিরাজ করছে। ছবি: আজকের পত্রিকা

এদিকে জেলা টিমের সদস্যরা আজীম-সমর্থিতদের কার্যালয়ে তাঁদের সঙ্গে ঘণ্টাব্যাপী বৈঠক করেন বলে জানিয়েছেন উপজেলা যুবদলের সাবেক নেতা জাফর ইকবাল বাচ্চু ও মাসুদুল আলম বাচ্চু।

এদিকে জেলা সাংগঠনিক টিমের প্রধান মাসুদ হাসান পাল্টাপাল্টি ধাওয়ার কথা স্বীকার করে বলেন, ‘দলীয় পদ-পদবি নিয়ে স্থানীয় মতবিরোধ আছে। তাই তাদের কথা শুনেছি এবং তা সমাধান হয়ে যাবে।’

এদিকে কালাম গ্রুপের নেতা সরোয়ার জাহান দোলন জানান, যুবদলের বাদ পড়া কিছু লোক বহিরাগতদের নিয়ে ঝামেলা করতে চেয়েছে, পরে জেলা কমিটির হস্তক্ষেপে তা সমাধান হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সমালোচকদের ধুয়ে দিলেন রোহিত

আজহারীর মাহফিলে অসংখ্য মানুষের স্বর্ণালংকার-মোবাইল খোয়া, থানায় জিডির হিড়িক

মানিকগঞ্জে বিএনপি নেতার বাড়ি ভাঙচুর মামলায় গ্রেপ্তার আসামির ঢামেকে মৃত্যু

টিউলিপকে লন্ডনের ফ্ল্যাটদাতা কে এই মোতালিফ, কীভাবে তিনি হাসিনা-ঘনিষ্ঠ

টিউলিপ সিদ্দিককে বিনামূল্যে লন্ডনে ফ্ল্যাট দেন আ.লীগ সরকার-ঘনিষ্ঠ ব্যবসায়ী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত