কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজার শহরে পর্যটন জোনের কলাতলী এলাকায় সৌদি আরবের এক নাগরিককে ছুরিকাঘাত করে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এক কিশোরসহ চারজনকে গ্রেপ্তার করেছে ট্যুরিস্ট পুলিশ। ওই কিশোর আদালতে ১৬৪ ধারায় ছিনতাইয়ের কথা স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। আজ রোববার বিকেলে ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার অঞ্চলের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।
সংবাদ সম্মেলনে জানানো হয়, গতকাল শনিবার রাতে শহরের পৃথক স্থানে অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করা হয়। এর আগে, গত শুক্রবার রাতে সৌদি আরবের নাগরিক হুদাইবি খালিদ মোহাম্মদ কলাতলী এলাকায় হোটেল ওশান প্যারাডাইসসংলগ্ন রোডে ছিনতাইয়ের শিকার হন।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কক্সবাজার শহরের ঝাউতলা এলাকার এক কিশোর, আবির হোসেন সান (২৩), মো. আবির (১৯) ও মোসাইদুল ইসলাম সামাদ (১৮)। এ সময় ছিনতাইয়ে ব্যবহৃত মোটরসাইকেলও জব্দ করা হয়েছে।
অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ জানান, গত শুক্রবার রাতে সাড়ে ১১টার দিকে শহরের কলাতলীর হোটেল ওশান প্যারাডাইসসংলগ্ন সড়কে মোটরসাইকেলে ছয়জন ছিনতাইকারী সৌদি আরবের নাগরিক হুদাইবি খালিদ মোহাম্মদ এবং সৌদিপ্রবাসী মো. রাকিব শেখকে গতিরোধ করে। এ সময় হুদাইবি খালিদ মোহাম্মদকে ছুরিকাঘাত করে মোবাইল ফোন, সৌদি আবরের নগদ ৫০০ রিয়াল এবং বাংলাদেশি সাড়ে ৩ হাজার টাকা, এনআইডি কার্ড, ড্রাইভিং লাইসেন্সসহ মানিব্যাগ ছিনিয়ে নেয়।
এ ঘটনায় আহত সৌদি নাগরিককে প্রথমে কক্সবাজার জেলা সদর হাসপাতাল চিকিৎসা দেওয়া হয় এবং পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় মো. রাকিব শেখ বাদী হয়ে গতকাল রাতে কক্সবাজার সদর থানায় একটি মামলা দায়ের করেন।
আপেল মাহমুদ জানান, মামলাটি তদন্ত করছে ট্যুরিস্ট পুলিশ। এর মধ্যে পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় ঘটনায় জড়িতদের চিহ্নিত করে। এরপর গতকাল রাতে বিভিন্ন স্থানে আট ঘণ্টা অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করা হয়।
ঘটনায় জড়িত অপর দুজনকেও শনাক্ত করা হয়েছে। তাঁদের ধরতে অভিযান অব্যাহত আছে। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ওই কিশোর ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা জানিয়ে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। অপর তিনজনকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।
কক্সবাজার শহরে পর্যটন জোনের কলাতলী এলাকায় সৌদি আরবের এক নাগরিককে ছুরিকাঘাত করে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এক কিশোরসহ চারজনকে গ্রেপ্তার করেছে ট্যুরিস্ট পুলিশ। ওই কিশোর আদালতে ১৬৪ ধারায় ছিনতাইয়ের কথা স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। আজ রোববার বিকেলে ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার অঞ্চলের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।
সংবাদ সম্মেলনে জানানো হয়, গতকাল শনিবার রাতে শহরের পৃথক স্থানে অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করা হয়। এর আগে, গত শুক্রবার রাতে সৌদি আরবের নাগরিক হুদাইবি খালিদ মোহাম্মদ কলাতলী এলাকায় হোটেল ওশান প্যারাডাইসসংলগ্ন রোডে ছিনতাইয়ের শিকার হন।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কক্সবাজার শহরের ঝাউতলা এলাকার এক কিশোর, আবির হোসেন সান (২৩), মো. আবির (১৯) ও মোসাইদুল ইসলাম সামাদ (১৮)। এ সময় ছিনতাইয়ে ব্যবহৃত মোটরসাইকেলও জব্দ করা হয়েছে।
অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ জানান, গত শুক্রবার রাতে সাড়ে ১১টার দিকে শহরের কলাতলীর হোটেল ওশান প্যারাডাইসসংলগ্ন সড়কে মোটরসাইকেলে ছয়জন ছিনতাইকারী সৌদি আরবের নাগরিক হুদাইবি খালিদ মোহাম্মদ এবং সৌদিপ্রবাসী মো. রাকিব শেখকে গতিরোধ করে। এ সময় হুদাইবি খালিদ মোহাম্মদকে ছুরিকাঘাত করে মোবাইল ফোন, সৌদি আবরের নগদ ৫০০ রিয়াল এবং বাংলাদেশি সাড়ে ৩ হাজার টাকা, এনআইডি কার্ড, ড্রাইভিং লাইসেন্সসহ মানিব্যাগ ছিনিয়ে নেয়।
এ ঘটনায় আহত সৌদি নাগরিককে প্রথমে কক্সবাজার জেলা সদর হাসপাতাল চিকিৎসা দেওয়া হয় এবং পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় মো. রাকিব শেখ বাদী হয়ে গতকাল রাতে কক্সবাজার সদর থানায় একটি মামলা দায়ের করেন।
আপেল মাহমুদ জানান, মামলাটি তদন্ত করছে ট্যুরিস্ট পুলিশ। এর মধ্যে পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় ঘটনায় জড়িতদের চিহ্নিত করে। এরপর গতকাল রাতে বিভিন্ন স্থানে আট ঘণ্টা অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করা হয়।
ঘটনায় জড়িত অপর দুজনকেও শনাক্ত করা হয়েছে। তাঁদের ধরতে অভিযান অব্যাহত আছে। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ওই কিশোর ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা জানিয়ে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। অপর তিনজনকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।
অন্তর্বর্তী সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ এম হাসান আরিফ বলেছেন, ‘আমাদের প্রতিবেশী দেশ ভারত ভিসার ব্যাপারে কিছুটা কড়াকড়ি করেছে। তারা আমাদের ভিসা দেবে কি না, এটা তাদের বিষয়।’
৮ ঘণ্টা আগেনাটোরের বড়াইগ্রামে আওয়ামী লীগের এক সমর্থককে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে। মারধরের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। এ ঘটনায় পুলিশ আহত ওই যুবককেই আটক করে। পরে তিনি জামিনে ছাড়া পান
৮ ঘণ্টা আগেঅন্তর্বর্তী সরকারের উদ্দেশে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, ‘আপনারা ভালো কাজ করলে আমাদের সমর্থন পাবেন। জনগণের বিরুদ্ধে অবস্থান নিলে এক সেকেন্ডও সময় নেব না আপনাদের বিরুদ্ধে দাঁড়াতে। দায়সারা কথা বলে ছাত্র-জনতার সঙ্গে প্রহসন করবেন না।
৯ ঘণ্টা আগেলক্ষ্মীপুরে একটি তাফসিরুল কোরআন মাহফিল ও ইসলামি সংগীত সন্ধ্যা বন্ধ করে দেওয়া হয়েছে। আজ শুক্রবার লক্ষ্মীপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ড এলাকার মোহাম্মদিয়া জামে মসজিদ মাঠে এই আয়োজন করা হয়েছিল। মাহফিলে জামায়াত নেতাকে প্রধান অতিথি করায় বিএনপি সেটি বন্ধ করে দেয় বলে অভিযোগ পাওয়া গেছে।
১০ ঘণ্টা আগে