৪৮ মামলার আসামি জিয়াবুলের আস্তানায় যৌথ বাহিনীর অভিযান, অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি
আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৪, ১৬: ০৫
Thumbnail image

কক্সবাজার সদরে ৪৮ মামলার আসামি জিয়াবুলের বসতবাড়ি ও আস্তানা থেকে বিপুলসংখ্যক অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে যৌথ বাহিনী। গতকাল শনিবার রাতে উপজেলার চৌফলদণ্ডী এলাকায় এ অভিযান চালানো হয়।  

যৌথ বাহিনীর সূত্রে জানায়, চৌফলদণ্ডী এলাকায় অস্ত্র মজুতের খবর পেয়ে ১০ পদাতিক ডিভিশনের ২ ব্রিগেডের ৯ ইস্ট বেঙ্গল কোম্পানির পরিচালিত এবং সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও র‍্যাবের সমন্বয়ে গঠিত একটি দল অভিযানে যায়। তবে যৌথ বাহিনীর উপস্থিতি বুঝতে পেরে  অস্ত্রধারীরা পালিয়ে যায়।

পরবর্তীকালে ওই এলাকা তল্লাশি করে তিনটি এলজি বন্দুক, একটি একনলা বন্দুক, সাতটি কার্তুজ, একটি দা, একটি হাতুড়ি, তিনটি চাকু, দুটি চাপাতি, ফাঁকা দলিল-দস্তাবেজ ও গাঁজা জব্দ করা হয়।

স্থানীয় বাসিন্দা ও জনপ্রতিনিধিদের সূত্রে জানা গেছে,  ৪৮টি মামলার আসামি জিয়াবুল এলাকায় মৎস্যঘের দখল, হত্যা, মাদক, ডাকাতি ও অস্ত্রসহ নানা অপরাধে জড়িত ছিল। এলাকায় তাঁর দাপটে কেউ মুখ খুলতে সাহস করে না।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত