রাঙামাটি প্রতিনিধি
বাংলাদেশে নির্যাতন-নিপীড়নের শিকার হয়ে গত ১০ বছরে ৫৯ হাজার হিন্দু ভারতে গেছে বলে জানিয়েছে বিশ্ব হিন্দু ফেডারেশন। হিন্দুদের ৩০ লাখ একর জমি বেদখল হয়ে আছে। এসব জমি উদ্ধারে মামলাও করতে পারছে না।
আজ শুক্রবার সকালে রাঙামাটি রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে বিশ্ব হিন্দু ফেডারেশনের রাঙামাটি জেলা কমিটির আত্মপ্রকাশ অনুষ্ঠানে এ কথা বলেন হিন্দু নেতারা।
সংবাদ সম্মেলনে হিন্দু ফেডারেশনের নেতারা বলেন, হিন্দু মা-বোনেরা ধর্ষণ খুন অপহরণ ও শ্লীলতাহানির শিকার হচ্ছে। আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হচ্ছে মন্দির বাড়িঘর। ব্যবসা প্রতিষ্ঠান দখল লুটপাট ও ভাঙচুর চালানো হচ্ছে। এসব এখনো অব্যাহত আছে। তাঁরা কোনো দিন রাষ্ট্রের বিরুদ্ধে অবস্থান নেয় না। কিন্তু তাঁরা অধিকার থেকে বঞ্চিত।
তাঁদের ধর্মীয় অনুষ্ঠান নিরাপদে পালন করতে পারছেন না। কোনো সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠান আয়োজন করলে তারা নিরাপত্তাহীনতায় ভোগেন। সম্প্রতি যে দুর্গাপূজা হচ্ছে বিভিন্ন এলাকায় প্রতিমা ভাঙচুর করার খবর পাচ্ছি। প্রতি বছর এ খবর আমরা পাই। হিন্দুদের ঐক্যবদ্ধ রাখতে এ বিশ্ব হিন্দু ফেডারেশন কাজ করবে বলেন হিন্দু নেতারা।
হিন্দু নেতারা বলেন, দেশের অন্যান্য এলাকা থেকে পার্বত্য চট্টগ্রামের একটু শান্তিতে বসবাস করে। তবে এখানেও তাঁরা অধিকার বঞ্চিত। পার্বত্য চুক্তিতে হিন্দুদের অধিকারের কথা বলা হয়নি। বর্তমানে রাঙামাটি জেলা পরিষদের যে হিন্দুকে সদস্য করা হয়েছে তিনি শয্যাশায়ী। তিনি হিন্দুদের অধিকার বিষয়ে কোনো কিছু করতে পারছে না।
সংবাদ সম্মেলনে বিশ্ব হিন্দু ফেডারেশনের রাঙামাটির আহ্বায়ক করা হয় অমর কুমার দে ও এবং সদস্যসচিব নির্বাচিত করা হয় স্বপন কুমার দে কে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, হিন্দু মহা ঐক্য জোট রাঙামাটি সদস্য সুজিত ভট্টাচার্য, কেন্দ্রীয় সদস্য কাজল কান্তি দাশ, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সুজন কুমার দে, চট্টগ্রাম বিভাগ সাংগঠনিক সম্পাদক রাজিব দাশ সুবল, সদস্য বিত্ত বায় চৌধুরী, সদস্য বিজয় দাশ, সদস্য টিপু দেবনাথ প্রমুখ।
বাংলাদেশে নির্যাতন-নিপীড়নের শিকার হয়ে গত ১০ বছরে ৫৯ হাজার হিন্দু ভারতে গেছে বলে জানিয়েছে বিশ্ব হিন্দু ফেডারেশন। হিন্দুদের ৩০ লাখ একর জমি বেদখল হয়ে আছে। এসব জমি উদ্ধারে মামলাও করতে পারছে না।
আজ শুক্রবার সকালে রাঙামাটি রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে বিশ্ব হিন্দু ফেডারেশনের রাঙামাটি জেলা কমিটির আত্মপ্রকাশ অনুষ্ঠানে এ কথা বলেন হিন্দু নেতারা।
সংবাদ সম্মেলনে হিন্দু ফেডারেশনের নেতারা বলেন, হিন্দু মা-বোনেরা ধর্ষণ খুন অপহরণ ও শ্লীলতাহানির শিকার হচ্ছে। আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হচ্ছে মন্দির বাড়িঘর। ব্যবসা প্রতিষ্ঠান দখল লুটপাট ও ভাঙচুর চালানো হচ্ছে। এসব এখনো অব্যাহত আছে। তাঁরা কোনো দিন রাষ্ট্রের বিরুদ্ধে অবস্থান নেয় না। কিন্তু তাঁরা অধিকার থেকে বঞ্চিত।
তাঁদের ধর্মীয় অনুষ্ঠান নিরাপদে পালন করতে পারছেন না। কোনো সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠান আয়োজন করলে তারা নিরাপত্তাহীনতায় ভোগেন। সম্প্রতি যে দুর্গাপূজা হচ্ছে বিভিন্ন এলাকায় প্রতিমা ভাঙচুর করার খবর পাচ্ছি। প্রতি বছর এ খবর আমরা পাই। হিন্দুদের ঐক্যবদ্ধ রাখতে এ বিশ্ব হিন্দু ফেডারেশন কাজ করবে বলেন হিন্দু নেতারা।
হিন্দু নেতারা বলেন, দেশের অন্যান্য এলাকা থেকে পার্বত্য চট্টগ্রামের একটু শান্তিতে বসবাস করে। তবে এখানেও তাঁরা অধিকার বঞ্চিত। পার্বত্য চুক্তিতে হিন্দুদের অধিকারের কথা বলা হয়নি। বর্তমানে রাঙামাটি জেলা পরিষদের যে হিন্দুকে সদস্য করা হয়েছে তিনি শয্যাশায়ী। তিনি হিন্দুদের অধিকার বিষয়ে কোনো কিছু করতে পারছে না।
সংবাদ সম্মেলনে বিশ্ব হিন্দু ফেডারেশনের রাঙামাটির আহ্বায়ক করা হয় অমর কুমার দে ও এবং সদস্যসচিব নির্বাচিত করা হয় স্বপন কুমার দে কে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, হিন্দু মহা ঐক্য জোট রাঙামাটি সদস্য সুজিত ভট্টাচার্য, কেন্দ্রীয় সদস্য কাজল কান্তি দাশ, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সুজন কুমার দে, চট্টগ্রাম বিভাগ সাংগঠনিক সম্পাদক রাজিব দাশ সুবল, সদস্য বিত্ত বায় চৌধুরী, সদস্য বিজয় দাশ, সদস্য টিপু দেবনাথ প্রমুখ।
রাজধানীর কারওয়ান বাজারে দৈনিক প্রথম আলো কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভকারীদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দিয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। আজ রোববার সন্ধ্যায় বিক্ষোভকারীদের সরিয়ে দিতে পুলিশ টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড ও রাবার বুলেট ব্যবহার করেছেন তারা। এতে কয়েকজন বিক্ষোভকারী আহত হয়েছেন।
৩ মিনিট আগেসিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) সদ্য সাবেক কাউন্সিলর আবুল কালাম আজাদ লায়েক আদালত প্রাঙ্গণে জনরোষের শিকার হয়েছেন। তাঁকে কিল-ঘুষি ও লাথি মারার ঘটনা ঘটেছে বলে জানা গেছে। তিনি সিসিক ৩ নম্বর ওয়ার্ডের সদ্য সাবেক কাউন্সিলর।
৯ মিনিট আগেবাগেরহাটের শরণখোলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদকসহ নয়জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ রোববার পুলিশ তাদের জেলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করলে বিচারক মো. ওসমান গনি জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
১ ঘণ্টা আগেবাসার সামনে খাটিয়া। তাতে রাখা নিজ সন্তানের লাশ। নির্বাক তাকিয়ে মা নাইমুন নাহার। হয়তো তখনো কল্পনা করতে পারেনি তার ছেলে নিথর। পুরো বাড়িতে কান্নার রোল। প্রিয় সন্তানকে হারিয়ে পাগল প্রায় বাবা-মাসহ স্বজনেরা।
২ ঘণ্টা আগে