Ajker Patrika

সুবর্ণচরে সুপেয় পানির দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি
সুবর্ণচরে সুপেয় পানির দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার উপকূলীয় সকল মানুষের সুপেয় পানির দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। ‘বিনা মূল্যে নিরাপদ ও পর্যাপ্ত সুপেয় পানি প্রাপ্তি আমার অধিকার’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে আজ রোববার বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ সংলগ্ন মুক্তিযোদ্ধা চত্বরে এ মানববন্ধন করেন তাঁরা।

এ সময় সড়কে খালি কলসি রেখে প্রতিবাদ জানান মানববন্ধনকারীরা।

মানববন্ধনে বক্তব্য রাখেন সাগরিকা সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মো. সাইফুল ইসলাম সুমন, আঞ্চলিক ব্যবস্থাপক জাকির হোসেন, উন্নয়ন কর্মকর্তা কেফায়েত উল্লাহ, সাংবাদিক আবদুল বারি বাবলুসহ আরও অনেকে। 

মানববন্ধনে বক্তারা বলেন, জেলার উপকূলীয় জনপদের একটি সুবর্ণচর। গত কয়েক বছর ধরে এ উপজেলার প্রতিটি এলাকায় সুপেয় পানির সংকট দেখা দিয়েছে। যা চলতি বছরে প্রকট আকার ধারণ করেছে। সুপেয় পানি রক্ষায় কৃষি কাজে ব্যবহৃত গভীর নলকূপের ব্যবহার কমিয়ে আনতে হবে। পাশাপাশি বর্ষা মৌসুমে খাল, বিল, নদী-নালাতে বৃষ্টির পানি সংরক্ষণ করতে হবে।

বক্তারা আরও বলেন, সুবর্ণচরের দক্ষিণ সীমানা ঘেঁষে বয়ে যাওয়া মেঘনার মৃত খালটি পুনঃখনন করতে হবে। খালে পানি সঞ্চয় করে সুবর্ণচর ও হাতিয়া উপকূলে ২ লক্ষাধিক ভূমি কৃষি কাজে ব্যবহার করা যাবে। এতে করে সুপেয় পানির সংকট অনেকটাই কমে যাবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মুসলিম থেকে খ্রিষ্টান হওয়া ইরানি নারী এখন পানামার জঙ্গলে

বিশ্ববিদ্যালয় ঘোষণা হলেই মেয়াদ শেষ নতুন পরিচালনা কমিটির

ঢাবি ছাত্রীকে যৌন হেনস্তাকারীর পক্ষে নামা ‘তৌহিদী জনতার’ আড়ালে এরা কারা

এনসিপিকে চাঁদা দিচ্ছেন ধনীরা, ক্রাউডফান্ডিং করেও অর্থ সংগ্রহ করা হবে: নাহিদ ইসলাম

ভ্যানিটি ব্যাগ ধরে টান, সন্তানসহ ছিটকে পড়তেই তরুণীর গালে ছুরিকাঘাত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত