ইসকন নেতাসহ ১৯ জনের নামে রাষ্ট্রদ্রোহ মামলা, গ্রেপ্তার ২

 নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ৩১ অক্টোবর ২০২৪, ১৮: ২৬
Thumbnail image
ফাইল ছবি

আন্তর্জাতিক শ্রীকৃষ্ণ ভাবনামৃত সংঘের (ইসকন) চট্টগ্রামের সংগঠক চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীসহ ১৯ জনের নামে রাষ্ট্রদ্রোহ আইনে মামলা হয়েছে। গতকাল বুধবার নগরীর কোতোয়ালি থানায় মো. ফিরোজ খান নামে এক ব্যক্তি বাদী হয়ে মামলাটি দায়ের করেন। এতে অজ্ঞাত আসামি করা হয়েছে আরও ১৫–২০ জনকে।

মামলায় তাঁদের বিরুদ্ধে বাংলাদেশের জাতীয় পতাকার ওপর ধর্মীয় পতাকা উত্তোলন করে অরাজক পরিস্থিতি সৃষ্টি করে দেশকে অকার্যকর করার রাষ্ট্রদ্রোহ কাজে লিপ্ত থাকার অভিযোগ আনা হয়েছে।

নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) কাজী মো. তারেক আজিজ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘দণ্ডবিধির ১২০ (খ), ১২৪ (ক), ১৫৩ (ক), ১০৯ ও ৩৪ ধারায় মামলাটিতে ইসকন নেতা চিন্ময় কৃষ্ণসহ আসামিদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। আসামিদের দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।’

আসামিরা হলেন ইসকনের চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও পুণ্ডরীক ধাম মন্দিরের অধ্যক্ষ চন্দন কুমার ধর প্রকাশ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী (৩৮), চট্টগ্রাম হিন্দু জাগরণ মঞ্চের সমন্বয়ক অজয় দত্ত (৩৪), নগরের প্রবর্তক ইসকন মন্দিরের অধ্যক্ষ লীলা রাজ দাশ ব্রহ্মচারী (৪৮), গোপাল দাশ টিপু (৩৮), ডা. কথক দাশ (৪০), প্রকৌশলী অমিত ধর (৩৮), রনি দাশ (৩৮), রাজীব দাশ (৩২), কৃষ্ণ কুমার দত্ত (৫২), জিকু চৌধুরী (৪০), নিউটন দে ববি (৩৮), তুষার চক্রবর্তী রাজীব (২৮), মিথুন দে (৩৫), রুপন ধর (৩৫), রিমন দত্ত (২৮), সুকান্ত দাশ (২৮), বিশ্বজিৎ গুপ্ত (৪২), রাজেশ চৌধুরী (২৮) ও হৃদয় দাস (২৫)। এর মধ্যে রাজেশ চৌধুরী ও হৃদয় দাশকে মামলা দায়েরের পর রাতেই গ্রেপ্তার করেছে পুলিশ।

সূত্রে জানা গেছে, ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের পর বৈষম্যবিরোধী ছাত্র-জনতা নিউমার্কেট মোড়ে একটি জাতীয় পতাকা উত্তোলন করে। ২৫ অক্টোবর লালদীঘি ময়দানে সনাতনীদের সমাবেশের দিন ওই পতাকার ওপর ইসকনের গেরুয়া রঙের ধর্মীয় পতাকা স্থাপন করে দেওয়া হয়। যা রাষ্ট্রের অখণ্ডতাকে অস্বীকার করার শামিল বলে উল্লেখ করা হয়েছে মামলার এজাহারে।

এতে আরও বলা হয়, বাংলাদেশের জাতীয় পতাকার ওপর ধর্মীয় পতাকা উত্তোলন করে আসামিরা দেশের ভেতর অরাজক পরিস্থিতি সৃষ্টি করে দেশকে অকার্যকর করার রাষ্ট্রদ্রোহ কাজে লিপ্ত আছে। এ কারণে আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করে আইনি প্রতিকার চাওয়া হয়েছে বলে জানান বাদী মো. ফিরোজ খান।

এদিকে ইসকন নেতাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার প্রতিবাদে আজ বৃহস্পতিবার নগরীর চেরাগী পাহাড় মোড়ে বিক্ষোভ সমাবেশ করেছে হিন্দু জাগরণ মঞ্চ। বেলা ৩টায় এ প্রতিবাদ সমাবেশ শুরু হয়।

সমাবেশ বক্তারা ইসকনের নেতাদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার ও গ্রেপ্তারদের দ্রুত মুক্তি দাবি করেন। অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তাঁরা।

সমাবেশ ঘিরে সড়ক ও অলিগলিতে জড়ো হন সনাতন ধর্মাবলম্বীরা। এ সময় অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক অবস্থানে থাকতে দেখা যায় সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের।

এ বিষয়ে মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) কাজী মো. তারেক আজিজ আজকের পত্রিকাকে বলেন, ‘হিন্দু জাগরণ মঞ্চের সমাবেশ ঘিরে পুলিশ, সেনাবাহিনী, র‍্যাব ও গোয়েন্দা সংস্থার সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছে। যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে সার্বিক প্রস্তুতি রয়েছে আমাদের।;

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত